ব্যবহারকারী আলাপ:Ayush Bhatacharjee

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

নাথ দেবনাথ[সম্পাদনা]

নাথ দেবনাথ ব্রাহ্মণ সেটির যদি সঠিক তথ্য সুত্রঃ থাকে তাহলে সেটি যোগ করুন। Maxwell6666 (আলাপ) ১৭:৫৫, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

https://shivsaktimission.blogspot.com/2021/04/blog-post_29.html?m=1।🙂🙂 Ayush Bhatacharjee (আলাপ) ১৬:০০, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এটি wikipedia reliable source না। পার্সোনাল ব্লগ এটি।

বার বার এরকম করছেন কেনো আপনি?? Maxwell6666 (আলাপ) ১৮:৩৪, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি কেনো একটা তথ্য বার বার মুছতেছেন। দেখেন না এখানে লিঙ্ক দেওয়া আছে। তারপরেও কেনো এরকম করছেন। আর উইকিপিডিয়া আপনারো কোনো পার্সোনাল সম্পত্তি না, যে আপনার একটা তথ্য ভালো লাগেনি তাই আপনি মুছে দিলেন। আগে যে ভাবে তথ্যটা দেওয়া ছিল তা শুধু সংরক্ষণ করে রাখছি। Ayush Bhatacharjee (আলাপ) ১৩:৫০, ১০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

গত কয়েকমাস ধরে দেবনাথ নিবন্ধে পাল্টাপাল্টি সম্পাদনা হচ্ছে। এভাবে চলতে পারে না। দয়া করে তথ্যসূত্র সহকারে দেবনাথ নিবন্ধে লেখা যোগ করবেন, অন্যথায় কোন লেখা এতে গ্রহণ করা হবে না। তথ্যসূত্র অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে। যেমন ধরুন স্বীকৃত উল্লেখযোগ্য লেখাকের বই কিংবা উল্লেখযোগ্য কোন পত্রিকার লিঙ্ক (যেমন আনন্দবাজার)। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৯, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

দাদা, আমিও এরকম করতে চাইনা। কিন্ত maxwell বারবার তথ্যটা বাতিল করছেন, যেদিকে তথ্যটার সাথে লিঙ্ক যুক্ত আছে। আপনি যেমন বললেন আনন্দবাজার পত্রিকার কথা, এই আনন্দবাজার পত্রিকারই একটি লেখা লিঙ্ক হিসেবে আগে থেকেই যুক্ত আছে। কিন্তু তা সত্ত্বেও maxwell যে এমন করছে আমি বুঝতে পারছিনা। তথ্যটা যেভাবে লেখা ছিলো আমি শুধু ঠিক সেই ভাবেই সংরক্ষন করছি। Ayush Bhatacharjee (আলাপ) ১৩:৫৭, ১০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Ayush Bhatacharjee সুধী নিবন্ধটা নাম সম্পর্কিত, এখানে ইতিহাস যুক্ত করার প্রয়োজন নেই। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৪:১৮, ১০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]