ব্যবহারকারী আলাপ:Amaderbanglanews

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আজ মহান বিজয় দিবস[সম্পাদনা]

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এদিনে বিকালে রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি সেনারা মাথা নিচু করে যৌথ কমান্ডের কাছে অস্ত্র সমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদে বিরোধীদলের নেতা বেগম খালেদা জিয়া মহান বিজয় দিবসে পৃথক বাণীতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। যে অস্ত্র দিয়ে তারা দীর্ঘ নয় মাস বাঙালির রক্ত ঝরায়, ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নেয় সেই বাহিনীর সদস্যরা অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে এক রাশ হতাশা এবং অপমানের গ্লানি নিয়ে দুরন্ত বাঙালির কাছে পরাজয় মেনে নেয়। সেই থেকে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাঙালির শৌর্যবীর্য এবং বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিবস। এবারের বিজয় দিবস উদযাপনের সঙ্গে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। শোক আর রক্তের ঋণ শোধ করার গর্ব নিয়ে উজ্জীবিত জাতি দিবসটি পালন করবে অন্যরকম অনুভূতি নিয়ে। বিজয় দিবসের মাত্র কয়েক দিন আগে ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ায় স্বভাবতই অনুপ্রাণিত গোটা জাতি। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অন্তত একটি মামলার রায় কার্যকর হওয়ায় বাকি যুদ্ধাপরাধীদেরও একই পরিণতি হবে এই আশাবাদ এবং প্রত্যাশা নিয়েই উদযাপিত হবে এবারের বিজয় দিবস। - See more at: http://dhakatimes24.com/2013/12/16/8514#sthash.XxR9hSGP.dpuf

আজ মহান বিজয় দিবস[সম্পাদনা]

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এদিনে বিকালে রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি সেনারা মাথা নিচু করে যৌথ কমান্ডের কাছে অস্ত্র সমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদে বিরোধীদলের নেতা বেগম খালেদা জিয়া মহান বিজয় দিবসে পৃথক বাণীতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। যে অস্ত্র দিয়ে তারা দীর্ঘ নয় মাস বাঙালির রক্ত ঝরায়, ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নেয় সেই বাহিনীর সদস্যরা অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে এক রাশ হতাশা এবং অপমানের গ্লানি নিয়ে দুরন্ত বাঙালির কাছে পরাজয় মেনে নেয়। সেই থেকে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাঙালির শৌর্যবীর্য এবং বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিবস। এবারের বিজয় দিবস উদযাপনের সঙ্গে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। শোক আর রক্তের ঋণ শোধ করার গর্ব নিয়ে উজ্জীবিত জাতি দিবসটি পালন করবে অন্যরকম অনুভূতি নিয়ে। বিজয় দিবসের মাত্র কয়েক দিন আগে ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ায় স্বভাবতই অনুপ্রাণিত গোটা জাতি। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অন্তত একটি মামলার রায় কার্যকর হওয়ায় বাকি যুদ্ধাপরাধীদেরও একই পরিণতি হবে এই আশাবাদ এবং প্রত্যাশা নিয়েই উদযাপিত হবে এবারের বিজয় দিবস। http://dhakatimes24.com/2013/12/16/8514

Welcome to Wikipedia. I noticed that your username, "Amaderbanglanews", may not meet Wikipedia's username policy because সংবাদ বিষয়ক ব্যবহারকারী নাম. If you believe that your username does not violate our policy, please leave a note here explaining why. As an alternative, you may ask for a change of username, or you may simply create a new account for editing. Thank you. যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৯:৩০, ১৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Welcome to Wikipedia. Because we have a policy against usernames that give the impression that the account represents a group, organization or website, I have blocked this account; please take a moment to create a new account with a username that represents only yourself as an individual and which complies with our username policy.  You should also read our conflict of interest guideline and be aware that promotional editing is not acceptable regardless of the username you choose. অনুগ্রহ করে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, অথবা এখানে আপনার বর্তমান অ্যাকাউন্টের ব্যবহারকারী নাম পরিবর্তনের অনুরোধ করুন। আপনার চয়ন করা নতুন ব্যবহারকারীর নামটি অবশ্যই একজন ব্যক্তি হিসাবে আপনাকে উপস্থাপন করতে হবে এবং এটিকে উইকিপিডিয়ার ব্যবহারকারীর নামের নীতি মেনে চলতে হবে
  • একটি ভিন্ন ব্যবহারকারী নাম দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে, কেবল এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন এবং তারপর এখানে ক্লিক করুন৷
  • আপনি যদি এই অ্যাকাউন্টের ব্যবহারকারী নাম পরিবর্তন করতে চান, তাহলে আপনার আলাপ পাতার (এই পাতায়) নীচে এই লেখাটি যোগ করে তা করতে পারেন: {{unblock-un|নতুন ব্যবহারকারী নাম|reason=কারণ ~~~~}}

অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনার বেছে নেওয়া নতুন ব্যবহারকারীর নামটি ইতিমধ্যে অন্য অ্যাকাউন্টে নেওয়া বা ব্যবহার করা যাবে না। আপনি অনুসন্ধান করতে এখানে যেতে পারেন এবং দেখতে পারেন যে ব্যবহারকারীর নামটি আপনি চয়ন করতে চান তা উপলব্ধ কিনা৷ যদি অনুসন্ধানটি ফেরত দেয় যে সেই ব্যবহারকারীর নামে কোন বৈশ্বিক অ্যাকাউন্ট নেই, তার মানে এটি নেওয়ার জন্য উপলব্ধ।

আরও মনে রাখুন যে আপনি এমন একটি ব্যবহারকারী নামও ব্যবহার করতে পারবেন যাতে একটি কোম্পানি বা সংস্থার নাম রয়েছে এবং ব্যবহারকারী নামটি পৃথকভাবে আপনাকে সনাক্ত করে। যেমন "Sara Smith at XYZ Company", "Mark at WidgetsUSA", অথবা "FoobarFan87", কিন্তু "SEO Manager at XYZ Company" নয়।

আপিল: যদি আপনার ব্যবহারকারী নাম উপরে বর্ণিত একটি গোষ্ঠী, সংস্থা, ওয়েবসাইট, বা অন্য সত্তাকে প্রতিনিধিত্ব না করে এবং আপনি যদি বিশ্বাস করেন যে এই বাধাটি ভুলবশত দেওয়া হয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতার নীচে নিম্নলিখিত লেখা যোগ করে এই বাধা তুলে নেওয়ার আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ | কারণ= আপনার কারণ এখানে ~~~~}}। Thank you. যুদ্ধমন্ত্রী (আলাপ) ০০:১১, ৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট:Z15