ব্যবহারকারী:Shasfisumodro/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাফি সমুদ্র
thumbnail
আলোকচিত্র: শুভঙ্কর।
জন্ম
শাফি সমুদ্র

(1982-11-08) নভেম্বর ৮, ১৯৮২ (বয়স ৪১)
জাতীয়তাবাংলাদেশি
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষাসিএসই
আদি নিবাসযশোর

শাফি সমুদ্র[১] (জন্ম: নভেম্বর ০৮, ১৯৮২), তিনি প্রতিষ্ঠানবিরোধি ছোটকাগজ আন্দোলনে ব্যাপক পরিচিত, তিনি একজন বাংলাদেশী কবি এবং গল্পকার। শাফি সমুদ্র কবিতাকে ব্যাপারি পণ্য বানানোর বিপক্ষে অবস্থান করছেন। তিনি মূলত ছোটকাগজের প্রকৃত লেখক। লেখালেখি ছেলেবেলা থেকেই। তিনি কবিতার পাশাপাশি গল্পও লেখেন। ঘুমের ঘুঙুর[২] তার প্রথম গ্রন্থ। তার কবিতা হচ্ছে স্বপ্ন-স্মৃতিকাতরতা আর প্রবাহমান পৃথিবী সম্পর্কে বোধের নিগূঢ় অনুভব, তার যাদুকরী শব্দ আর বিন্যাস অনুপম ছন্দময়তা যা আপত সরল কিন্তু তা প্রহরির মত অপার রহস্য আর সৌন্দর্যের প্রাণ। তার কবিতার জগত তার একান্ত নিজের। এই সময় না অই সময়, অমুক দশক না তমুক দশক এইসব ভূমি রেকর্ডের মত ২৬ সাল কি ৬২ সাল না হাল সন- তার কবিতায় এভাবে কোন সীমীত খোপে ফেলা যাবেনা। তার কবিতা চিরকালিন, কারণ যন্ত্রণার, ভালবাসার পত্তন বা আবিষ্কারের স্বপ্ন অনুভবের কোন দশক নেই, হয়না, এসব সব সময়ই একই। ছন্দ বলতে আমরা কবিতার ভেতরকার প্রবাহমনতা আর গতিকে বুঝি। শাফি সমুদ্রের কবিতায় ছন্দ তার নিজের, স্থাপত্য আর শৈলিও তার নিজের। তিন নম্বর দুনিয়ার সামগ্রীক মানুষের স্বপ্ন-আকাঙ্খ্যা-ভালবাসা-বিরহ উপমা প্রতিক এর ভিতর দিয়ে তার কবিতা জ্যান্ত হোয়ে উঠেছে। আগ্রাসী পশ্চিমাদের পাচারকৃত কোন ইজম-ফর্ম দ্বারা তার কবিতা কলঙ্কিত নয়। আমাদের প্রকৃতি-মাটি-মানুষ-দুঃখ-বেদনা তার নিজস্ব বুনন শৈলিতে তিনি নির্মাণ করেছেন প্রতিটি কবিতা। এ কারণে তার কবিতা দুনিয়ার সকল কবিদের কবিতা থেকে স্বতন্ত্র, বৈশ্বিক, বিষয়বোধ, শব্দ বন্দ আর নির্মানে। শাফি সমুদ্র [৩] শুধুমাত্র বাংলাভাষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানবিরোধি ছোটকাগজ [৪] দ্রষ্টব্য[৫] করাতকল[৬], চালচিত্র[৭] এ লেখালেখি করে থাকেন।।

ভূমিকা[সম্পাদনা]

সাহিত্য ধারা[সম্পাদনা]

ছোটকাগজ আন্দোলন[সম্পাদনা]

সম্পাদনা[সম্পাদনা]

ছোটকাগজ[সম্পাদনা]

  • নির্বাহী সম্পাদক (করাতকল) [৮]
  • সহযোগী সম্পাদক (দ্রষ্টব্য) [৯]

প্রকাশিত গ্রন্থ[সম্পাদনা]

কাব্যগ্রন্থ[সম্পাদনা]

  • আদিম ঘুমের ইতিহাস (২০১৬) [১০]
  • ঘুমের ঘুঙুর (২০১৫) [১১]

গল্পগ্রন্থ[সম্পাদনা]

  • একটি প্রস্তাবিত মৃত্যু ও একজন ঈশ্বরের প্রতিপক্ষ (২০১৬)

প্রবন্ধ গ্রন্থ[সম্পাদনা]

  • পুঁজি+নারী>PRODUCT-একটি সাবান কোম্পানী ও অন্যান্য ঘোলাজল (২০১৬) [১২]

সম্পাদিত গ্রন্থ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]