ব্যবহারকারী:Noor A Tahir Arabi/রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রামগড় সরকারি উচ্চ বিদ্যলয় চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অবস্থিত। বিদ্যালয়টির পড়ালেখার মান অতি উন্নত।এটি রামগড় উপজেলার মধ্যে একটি স্বনামধন্য বিদ্যালয়। এর EIN নম্বর 106849।

রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়
অবস্থান
রামগড় উপজেলা

খাগড়াছড়ি

বাংলাদেশ

তথ্য
বিদ্যালয়ের ধরন সরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল ১৯৫২
অবস্থা সক্রিয়
বিদ্যালয় জেলা খাগড়াছড়ি
সেশন জানুয়ারি- ডিসেম্বর
স্কুল কোড ১০৬৮৪৯
প্রধান শিক্ষক নুরুল হক গাজী
শিক্ষকমণ্ডলী ১০ জন
শ্রেণী ষষ্ঠ - দশম
লিঙ্গ ছেলে
বয়সসীমা ১১-১৬
শিক্ষার্থী সংখ্যা ৭০০+ জন
ভাষা বাংলা
সময়সূচির ধরন মাধ্যমিক বিদ্যালয়
সময়সূচি সকাল ১০ঃ০০ মিনিট - বিকাল ৪ঃ০০ মিনিট
ক্রীড়া ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল


বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৫২ সালে। সুপ্রাচীন এই বিদ্যালয় অনেক ঘটনার সাক্ষী হয়ে টিকে আছে। এটির জাতীয়করণ করা হয় ১৯৬৮ সালে। বিদ্যালয়টিতে মুক্তিযুদ্ভের সময় যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাছাড়া খাগড়াছড়ি জেলা ও পার্বতাঞ্চলের প্রথম শহীদ মিনারটি এই বিদ্যালয় প্রাঙ্গনেই অবস্থিত।

অবস্থান[সম্পাদনা]

বিদ্যালয়টির অবস্থান রামগড় বাজারের পাশেই।এটি বাংলাদেশ-ভারত বর্ডারের কাছে অবস্থিত।

অবকাঠামো[সম্পাদনা]

এ প্রতিষ্ঠানটির রয়েছে উন্নত ও আধুনিক অবকাঠামো । প্রতিষ্ঠানের তিনটি ভবন রয়েছে। তিনটির মধ্যে একটি একতলা, একটি দোতলা ও একটি তিনতলা ভবন। এছাড়াও আরেকটি ভবনের নির্মাণ কাজ চলছে। বিদ্যালয়টিতে রয়েছে নিজস্ব পাঠাগার, কম্পিউটার ল্যাব।

শিক্ষকমন্ডলী[সম্পাদনা]

  • নুরুল হক গাজী (প্রধান শিক্ষক)
  • হারুন অর রশীদ
  • মোহাম্মদ মহসীনুজ্জামান
  • এ.কে.এম মনজুর মোরশেদ
  • মো: রাশেদুল ইসলাম
  • মোহাম্মদ জাহেদুল ইসলাম
  • খন্দকার আসাদুজ্জামান
  • মোহাম্মদ কাদের হোসাইন মুনির (নয়ন)
  • মো: শাহীন
  • মো: ইকবাল হোসেন

নিবন্ধ তৈরি: নূর এ তাহির আরাবি