ব্যবহারকারী:Integrity2020/বজলুর রহমান (মুক্তিযোদ্ধা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বজলুর রহমান
জন্ম(১৯৪৬-১১-০১)১ নভেম্বর ১৯৪৬
মৃত্যু২০ অক্টোবর ২০১৪(2014-10-20) (বয়স ৬৭)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তা
নাগরিকত্বপাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
পেশারাজনীতিবিদ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ (১৯৯৫ সালে নিজ প্রতিষ্ঠিত)
দাম্পত্য সঙ্গীশিরীন আহমেদ
পিতা-মাতা
  • ডাক্তার মনিরুদ্দীন আহম্মেদ (পিতা)
  • আকতাবুন্নেসা খাতুন (মাতা)

বজলুর রহমান (১ নভেম্বর ১৯৪৬ - ২০ অক্টোবর ২০১৪) ছিলেন বঙ্গবন্ধু'র ঘনিষ্ঠ একজন সহযোগী।[১] তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র পলিটিক্যাল লিয়াজোঁ অফিসারও ছিলেন। তিনি তার নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রেসিডেন্ট ছিলেন, যার উদ্দেশ্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক গড়ে তোলা।[২][৩]


জন্ম এবং পরিবার[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

কর্মজীবন[সম্পাদনা]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

জনাব বজলুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তথা জাতির পিতা হিসেবে খ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলিটিক্যাল লিয়াজোঁ অফিসার ছিলেন। "বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক" শ্লোগানকে মাথায় রেখে ১৯৯৫ সালে তিনি গড়ে তুলেছিলেন নিজের একটি দল যার নাম "বঙ্গবন্ধু সৈনিক লীগ"।[৪][৫][৬][৭][৮]বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, '৬৯এর গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসনবিরোধী আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অনিয়ম, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডেের বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নিয়েছিলেন তিনি। ৬ দফাওআগরতলা ষড়যন্ত্র মামলার কারণে গ্রেফতার এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মোশতাক গংদের হত্যার পায়াতারার অভিযোগে প্রথমে ফাঁসী এবং পরে যাবজ্জীবন কারাদণ্ড পান। দেশে আসার পর শেখ হাসিনার সরাসরি উদ্যোগে ১৯৮৪ সালে তিনি কারামুক্তি পান। এরকম আরো ঘটনার উল্লেখ পাওয়া যায় তার অপ্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থে।

জীবদ্দশায় আরো যেসব পদে দায়িত্ব পালন করেন সেগুলো হলো-[৯]

  1. সহ-সভাপতি - ধানমন্ডি থানা আওয়ামী লীগ।
  2. ভারপ্রাপ্ত সভাপতি - ধানমন্ডি থানা আওয়ামী লীগ।
  3. মাননীয় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা'র ত্রাণ বিষয়ক সচিব, (১৯৮৬-১৯৯৫)।
  4. প্রতিষ্ঠাতা সভাপতি - বঙ্গবন্ধু সৈনিক লীগ, (১৯৯৫ সালের ১৫ ই আগস্ট প্রতিষ্ঠিত এবং আমৃত্যু সংগঠনের সভাপতি ছিলেন)।
  5. মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র রাজনৈতিক লিয়াজোঁ কর্মকর্তা, (১৯৯৬-২০০১)।
  6. মাননীয় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা'র রাজনৈতিক লিয়াজোঁ কর্মকর্তা, (২০০২-২০০৮)।
  7. সহ-সভাপতি - বাংলাদেশ কৃষক লীগ।
  8. চেয়ারম্যান - যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার জাতীয় কাউন্সিল।
  9. আজীবন সদস্য - বরিশাল বিভাগীয় সমিতি।
  10. অন্যতম প্রতিষ্ঠাতা ও উন্নয়ন কমিটির সদস্য - ধানমন্ডি ল' কলেজ।

সামাজিক কর্মকাণ্ড[সম্পাদনা]

পুরস্কার, স্মারক এবং সম্মাননা[সম্পাদনা]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

বজলুর রহমান শিরীন আহমেদ এর স্বামী ছিলেন। যিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর একজন রাজনীতিবিদ, সাংসদ এবং প্রাক্তন সরকারী কর্মচারী। তাঁর একটি মেয়ে এবং একটি ছেলে আছে। [১০]

মুক্তিযোদ্ধা[সম্পাদনা]

জনাব বজলুর রহমান ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের সময়ে দেশসেবার জন্যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে তিনি আহত হন। ২০১২ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিশেষ গেজেটে তার উল্লেখ রয়েছে, এবং তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর ওয়েব পোর্টাল থেকে উপলভ্য। [১১]

মৃত্যু[সম্পাদনা]

বজলুর রহমান ২০১৪ সালের ২০শে অক্টোবর মৃত্যুবরণ করেন। তার পরিবারের তথ্যমতে, তিনি তার লালমাটিয়াস্থ বাসভবনে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে শমরিতা হাসপাতালে নেয়ার পথে রাত ২:১৫টায় মৃত্যুবরণ করেন।[১২][১৩][১৪][১৫][১৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bazlur Rahman, valiant freedom fighter and close associate to Bangabandhu" (ইংরেজি ভাষায়)। 
  2. "PM's Condolece message at Awami League's official twitter" (ইংরেজি ভাষায়)। 
  3. "PM's condolence message officially published on Awami League's official FB page" 
  4. "বঙ্গবন্ধুর খুনিদের বিচার হলে কলঙ্ক মুক্ত হবে বাংলাদেশ: শিরীন" 
  5. "বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলন" 
  6. "সৈনিক লীগের প্রতিষ্ঠাতা বজলুর রহমানের ৪র্থ মৃত্যবার্ষিকী অনুষ্ঠিত" 
  7. "Awami League's official twitter about PM's condolence message" 
  8. "PM's condolence message officially published on Awami League's official FB page" 
  9. টেমপ্লেট:Site document
  10. "Bazlur Rahman, valiant freedom fighter and close associate to Bangabandhu" (ইংরেজি ভাষায়)। 
  11. যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গ্যাজেট নম্বর ১৬৯১, পৃষ্ঠা নম্বর ৮৪৩৩৫ ০৩-০৬-২০১২।"Ministry of Liberation War Affairs (Bangladesh)" (ইংরেজি ভাষায়)। 
  12. "বজলুর রহমানের মৃত্যুতে সংসদীয় শোকবার্তা আওয়ামী লীগের আনুষ্ঠানিক ফেসবুজ পেজ থেকে" 
  13. "Discussion over death anniversary of Bazlur Rahman held" (ইংরেজি ভাষায়)। 
  14. "FF Bazlur Rahman's anniv of death observed" (ইংরেজি ভাষায়)। 
  15. "Death Anniversary of Bazlur Rahman" (ইংরেজি ভাষায়)। 
  16. "৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উদযাপনের খবর"