ব্যবহারকারী:Ahm masum/1

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
 – তানভির (আলাপ) ১৪:৫০, ২৮ মে ২০১৪ (ইউটিসি)

উইকিপ্রকল্প ইসলামে আপনাকে আমন্ত্রণ![সম্পাদনা]

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

Sharif uddin (আলাপ) ০০:৩৯, ২৯ নভেম্বর ২০১৪ (ইউটিসি)

অপ্রয়োজনীয় চিত্র আপলোড[সম্পাদনা]

অনুগ্রহ করে উইকিপিডিয়াতে অপ্রয়োজনীয় চিত্র আপলোড করবেন না। কমন্সের চিত্র এখানে নতুন করে আপলোডের প্রয়োজন নেই। কমন্সে থেকেই সংযোগ দিতে পারবেন। এছাড়া, আপনি সম্ভবত আপনার সিগনেচার কনফিগার করছেন, আসলে উইকিপিডিয়াতে এরকম স্বাক্ষর ব্যাবহারে নিষেধ করা হয়ে থাকে। আপনি সিম্পল কোন কালার ব্যাবহার করতে পারেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০২, ২৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

@ যুদ্ধমন্ত্রী .। ঠিক আছে . মা (আলাপ) ১৪:১৫, ৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৪:৫৪, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

ব্যবহারকারী টেমপ্লেট[সম্পাদনা]

প্রিয়, অনুগ্রহ করে নিজের ব্যবহারকারী পাতার জন্য টেমপ্লেট, নিজের ব্যাবহারকারী উপপাতায় তৈরি করুন। আমি স্বাক্ষর টেমপ্লেটটি মূল টেমপ্লেট নামস্থান থেকে ব্যবহারকারী:Ahm masum/স্বাক্ষর-এখানে সড়িয়ে এনেছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫২, ৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

সমস্যা[সম্পাদনা]

মাসুম ভাই, কিছু মনে করবেন না। এখানে ইংরেজি উইকির ব্যবহারকারীদের তালিকা দিয়ে লাভ কি হবে বলতে পারেন? তার থেকে খালি রেখে দেয়াটা ভালো নয় কি? বাংলা উইকির কোন ব্যবহারকারী যদি চায়, তাহলে নাম যোগ করবে। না হলে খালিই পড়ে থাকুক। --আফতাব (আলাপ) ১৫:৪৯, ৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

@আফতাব ভাই ।ঠিক আছে , মুছে দেব ।

ট্যাগ লাগানো প্রসঙ্গে[সম্পাদনা]

নিবন্ধে ট্যাগ লাগানোর জন্য ধন্যবাদ । অনুগ্রহ করে আমার সম্পাদিত নিবন্ধে ট্যাগ লাগানো হতে বিরত থাকবেন । আমার সম্পাদনায় ভুল থাকলে তা রোল ব্যাক করে পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারেন ।~ Rahul amin roktim (talk) ১২:৩১, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

উইকিপিডিয়া অ্যাডভেঞ্চারে স্বাগতম![সম্পাদনা]

হাই Ahm masum! আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের সম্প্রদায় ও লক্ষ্যের সাথে পরিচিত হওয়ার এই বন্ধুসুলভ ও মজাদার পদ্ধতির খেলাটি খেলে তা শিখতে চেয়েছেন। আমার মতে, এই সংযোগগুলো আপনার শুরু করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

-- ০৭:২৬, বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারি, ২০১৬ (ইউটিসি)

সাহায্য নিন
উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার সম্পর্কে | তারকামণ্ডলীর বিশ্রামকক্ষে প্রবেশ করুন

অসম্পূর্ণ[সম্পাদনা]

Ahm masum ভাই, উইকিতে আপনার মুল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দেখছি আপনি নিবন্ধে অসম্পূর্ণ বিষয়শ্রেণী হটক্যাটের মাধ্যমে যোগ করছেন। কিন্তু অসম্পূর্ণ বিষয়শ্রেণী এভাবে যোগ করা হয় না। নিবন্ধে {{অসম্পূর্ণ}} টেমপ্লেটটি যোগ করলে স্বয়ংক্রীয়ভাবে বিষয়শ্রেণীটি যোগ হয়ে যাবে। আর সবচেয়ে ভাল হয় ট্যাগ না লাগিয়ে কিছু তথ্য যোগ করা যায় কিনা। --কায়সার আহমাদ (আলাপ) ১৬:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

স্বাক্ষর প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় masum, শুভেচ্ছা নেবেন। আপনার বর্তমান স্বাক্ষরটি বিভিন্ন আলোচনা পাতায় অযাচিত ব্রেক সৃষ্টি করছে। উদাহরণস্বর, কোন আলোচনা বন্ধ করতে গেলে সেখানে আপনার স্বক্ষর মূল টেমপ্লেটের কাজকে বাধাগ্রস্থ করছে। অনুগ্রহ করে সিম্পল স্বাক্ষর ব্যবহার করুন। এই পাতায় কিভাবে কাস্টোমাইজ করে কোন স্বাক্ষরগুলো ব্যাবহার করা যাবে এ সম্পর্কিত একটি ধারণা পাবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

@ নাহিদ ভাই : ঠিক আছে । করেছি । --- Muḥammad (আলাপ) ২০:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)