বৌদ্ধ উপাসনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বৌদ্ধ উপাসনা হলো বৌদ্ধ সংঘ সম্প্রদায়ের মধ্যে সম্পাদিত ভক্তি ও ধর্মানুষ্ঠানের আনুষ্ঠানিক সেবা। দিনে এক বা একাধিকবার উপাসনা করা হয় এবং থেরবাদ, মহাযানবজ্রযান সম্প্রদায়ে পরিবর্তিত হতে পারে।

উপাসনায় প্রধানত সূত্র বা সূত্রের অনুচ্ছেদ, মন্ত্র এবং বেশ কিছু গাথা পাঠ করা বা জপ করা হয়। উপাসনা মন্দিরে বা বাড়িতে করা যেতে পারে। সাধারণত বস্তু বা ভক্তির বস্তুর সামনে এটি সম্পাদিত হয় এবং আলো, ধূপ, জল অথবা খাবারের নৈবেদ্য অন্তর্ভুক্ত থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]