বের্নড লেনো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বের্নড লিনো থেকে পুনর্নির্দেশিত)
বের্নড লেনো
২০১৫ সালে জার্মানির হয়ে লেনো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বের্নড লেনো[১]
জন্ম (1992-03-04) ৪ মার্চ ১৯৯২ (বয়স ৩২)[১][২]
জন্ম স্থান বিটিগহাইম-বিসিঙ্গেন, জার্মানি
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আর্সেনাল
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৮–২০০৩ জার্মানিয়া বিটিগহাইম
২০০৩–২০০৯ ভিএফবি স্টুটগার্ট
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১১ ভিএফবি স্টুটগার্ট ২ ৫৭ (০)
২০১১–২০১৮ বায়ার লেভারকুজেন ২৩৩ (০)
২০১৮– আর্সেনাল ১০০ (০)
জাতীয় দল
২০০৮–২০০৯ জার্মানি অনূর্ধ্ব-১৭ (০)
২০০৯–২০১০ জার্মানি অনূর্ধ্ব-১৮ (০)
২০১০–২০১১ জার্মানি অনূর্ধ্ব-১৯ (০)
২০১২–২০১৫ জার্মানি অনূর্ধ্ব-২১ ১৪ (০)
২০১৬– জার্মানি (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৫১, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৫১, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

বের্নড লেনো (জার্মান: Bernd Leno, জার্মান উচ্চারণ: [bɛɐ̯nt ləno:]; জন্ম: ৪ মার্চ ১৯৯২) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং জার্মানি জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

১৯৯৮–৯৯ মৌসুমে, মাত্র ছয় বছর বয়সে, জার্মান ফুটবল ক্লাব জার্মানিয়া বিটিগহাইমের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে লেনো ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে ভিএফবি স্টুটগার্টের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৯–১০ মৌসুমে, জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্ট ২-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ভিএফবি স্টুটগার্ট ২-এর হয়ে তিন মৌসুমে ৫৭ ম্যাচে অংশগ্রহণ করার পর ২০১১–১২ মৌসুমে তিনি প্রায় ৭.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার লেভারকুজেনে যোগদান করেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি প্রায় ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার লেভারকুজেন হতে ইংরেজ ক্লাব আর্সেনালে যোগদান করেছেন।

২০০৮ সালে, লেনো জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৮ বছর যাবত জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি জার্মানির হয়ে এপর্যন্ত ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১৬ এবং ২০২০) অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি ইওয়াখিম ল্যোভের অধীনে ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জয়লাভ করেছেন। দলগতভাবে, লেনো এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি আর্সেনালের হয়ে এবং ২টি জার্মানির হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

বের্নড লেনো ১৯৯২ সালের ৪ঠা মার্চ তারিখে জার্মানির বিটিগহাইম-বিসিঙ্গেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। লেনোর বাবা জার্মান-রুশ বংশোভূত।[৩]

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

লেনো জার্মানি অনূর্ধ্ব-১৭, জার্মানি অনূর্ধ্ব-১৮, জার্মানি অনূর্ধ্ব-১৯ এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে তিনি ২৮ ম্যাচে অংশগ্রহণ করে ১টি শিরোপা জয়লাভ করেছেন।

২০১৫ সালের অক্টোবর মাসে, উয়েফা ইউরো ২০১৬-এর বাছাইপর্বে আয়ারল্যান্ড এবং জর্জিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য লেনো সর্বপ্রথম জার্মানি জাতীয় দলে ডাক পান।[৪]

২০১৭ সালে, ফিফা কনফেডারেশন্স কাপে খেলার জন্য তিনি জাতীয় দলে ডাক পান।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

৪ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
জার্মানি ২০১৬
২০১৭
২০২০
২০২১
সর্বমোট ম্যাচ গোল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Germany" (পিডিএফ)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 4। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭ 
  2. "Bernd Leno: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯ 
  3. "Geheimnisse des Bayer-Torwarts: „Lehmann gab mir Tipps fürs Leben!""bild.de (জার্মান ভাষায়)। ১ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  4. "Joachim Low adds Bernd Leno to squad for Euro 2016 double-header"। football.co.uk। ৫ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]