বিষয়বস্তুতে চলুন

বেপজা পাবলিক স্কুল ও কলেজ

স্থানাঙ্ক: ২২°১৭′১২″ উত্তর ৯১°৪৬′৪৯″ পূর্ব / ২২.২৮৬৬২৭° উত্তর ৯১.৭৮০২০৫° পূর্ব / 22.286627; 91.780205
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেপজা পাবলিক স্কুল ও কলেজ,চট্টগ্রাম ইপিজেড
অবস্থান
মানচিত্র
সিইপিজেড

দক্ষিণ হালিশহর,বন্দর
, ,
স্থানাঙ্ক২২°১৭′১২″ উত্তর ৯১°৪৬′৪৯″ পূর্ব / ২২.২৮৬৬২৭° উত্তর ৯১.৭৮০২০৫° পূর্ব / 22.286627; 91.780205
তথ্য
ধরনবেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
নীতিবাক্যশিক্ষা, শৃঙ্খলা, অগ্রগতি
প্রতিষ্ঠাকাল১৫ মার্চ ১৯৯৯; ২৫ বছর আগে (1999-03-15)
বিদ্যালয় জেলাচট্টগ্রাম
ইআইআইএন১০৪২৬৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
চেয়ারম্যানমেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান(এনডিসি,পিএসসি)
অধ্যক্ষবিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ কাউছার আলী সরকার,এলপিআর
শ্রেণি১ম - ১২শ
শিক্ষার্থী সংখ্যা5500+
হাউস  কর্ণফুলী হাউজ ,
  মেঘনা হাউজ ,
  পদ্ম হাউজ ,
  যমুনা হাউজ
রং  কালো  সাদা 
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, দাবা, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
ডাকনামবিপিএসসিসি(BPSCC)
বর্ষপুস্তকবিভাবন
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রাম জেলার ইপিজেড থানায় অবস্থিত একটি স্বায়ত্বশা‌সিত উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ ও জ্যেষ্ঠ অফিসার দ্বারা পরিচালিত হচ্ছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি প্রকৃত মানুষ গড়ায় দৃঢ় প্রত্যয়ী। চট্টগ্রাম বেপজার এলাকায় কর্মরতদের সন্তানদের লেখাপড়ার উদ্দেশ্য এই প্রতিষ্ঠানটি স্থাপিত হলেও বর্তমানে সর্বসাধার‌ণের সন্তান সন্ত‌তি‌দেরও পড়ার সু‌যোগ উন্মুক্ত রাখা হ‌য়ে‌ছে। এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। এছাড়া ঢাকা,চট্টগ্রাম, কুমিল্লা,পাবনা ও নীলফামারী তে বেপজা পাবলিক স্কুল ও কলেজ রয়েছে। এদের মধ্যেই চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল ও কলেজ,সিইপিজেড শাাখ অন্যতম। প্রতিষ্ঠানটি পড়া লেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম গুরুত্ব দিয়ে থাকে। এখানে রয়েছে বিজ্ঞান ক্লাব,আবৃত্তি ক্লাব,বিতর্ক ও উপস্থিত বক্তৃতা ক্লাব,কুইজ ক্লাব,ডান্স ক্লাব,মিউজিক ক্লাব,নৌ রোভার স্কাউট ও বিএনসিসি। কলেজ শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীদের সমন্বয়ে এ ক্লাব গুলো গঠন করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য প্রতিষ্ঠানটির নিজস্ব বাস রয়েছে।

অবস্থান

[সম্পাদনা]

বন্দর নগরী চট্টগ্রাম এর ইপিজেড থানাধীন বেপজা সংরক্ষিত এলাকায় এই বিদ্যালয় টি অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

চট্টগ্রাম বেপজার এলাকায় কর্মরতদের সন্তানদের লেখাপড়ার উদ্দেশ্য ১৫ মার্চ ১৯৯৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তারপর এতে উচ্চমাধ্যমিক বিভাগ চালু করা হয়। এছাড়া ও ঢাকা,চট্টগ্রাম, কুমিল্লা,পাবনা ও নীলফামারী তে বেপজা পাবলিক স্কুল ও কলেজ রয়েছে। এর মধ্যেই চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল ও কলেজ,সিইপিজেড অন্যতম।

অবকাঠামো

[সম্পাদনা]

প্রশাসনিক ভবন, একা‌ডে‌মিক ভবন ১ , একা‌ডে‌মিক ভবন ২ একা‌ডেমিক ভবন ৩ ও বিশাল একটি মাঠ নিয়ে স্কুল ও ক‌লেজ এর পরিসর বিস্তৃত। এছাড়াও এখানে ছাত্র-ছাএীদের জন্য ২টি ক্যান্টিনের ব্যাবস্থা রয়েছে। একটি অডিটরিয়ামে রয়েছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি প্রকৃত মানুষ গড়ায় দৃঢ় প্রত্যয়ী। এটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান।[]

পরীক্ষাগার

[সম্পাদনা]

এই প্রতিষ্ঠানে একটি করে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও কম্পিউটার ল্যাব রয়েছে।

কলেজ ভবন

[সম্পাদনা]

কলেজ এর জন্য রয়েছে আলাদা ভবন

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

মূলত চট্টগ্রাম বেপজার এলাকায় কর্মরত লোকজনের সন্তানদের লেখাপড়ার উদ্দেশ্য প্রতিষ্ঠিত হলেও সর্বসাধারণের জন্য জ্ঞানার্জনের সুযোগ রয়েছে। কলেজ বিভাগ চালুর পর থেকে এতে শিক্ষার্থীর সংখ্যা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১০,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।

সহ শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

প্রতিষ্ঠানটি পড়া লেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম গুরুত্ব দিয়ে থাকে। এখানে রয়েছে বিজ্ঞান ক্লাব,আবৃত্তি ক্লাব,বিতর্ক ও উপস্থিত বক্তৃতা ক্লাব,কুইজ ক্লাব,ডান্স ক্লাব,মিউজিক ক্লাব ও বিএনসিসি। কলেজ শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীদের সমন্বয়ে এ ক্লাব গুলো গঠন করা হয়েছে।

বিজ্ঞান ক্লাব

[সম্পাদনা]

আবৃত্তি ক্লাব

[সম্পাদনা]

বিতর্ক ও উপস্থিত বক্তৃতা ক্লাব

[সম্পাদনা]

কুইজ ক্লাব

[সম্পাদনা]

ডান্স ক্লাব

[সম্পাদনা]

মিউজিক ক্লাব

[সম্পাদনা]

খেলাধুলা

[সম্পাদনা]

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

[সম্পাদনা]

আন্ত বেপজা ক্রীড়া

[সম্পাদনা]

বিএনসিসি(BNCC)

[সম্পাদনা]

গ্রন্থাগার

[সম্পাদনা]

প্রকাশনা

[সম্পাদনা]

এই প্রতিষ্ঠান বিভাবন নামে একটি ম্যাগাজিন প্রকাশ করে থাকে।এতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষার্থীদের নিজের লেখা প্রবন্ধ, গল্প, ভ্রমণকাহিনী, কৌতুক, কবিতা ইত্যাদি থাকে।

কৃতি শিক্ষার্থী

[সম্পাদনা]

অর্জন সমূহ

[সম্পাদনা]

সুযোগ-সুবিধা ও কার্যক্রম

[সম্পাদনা]

যাতায়াত

[সম্পাদনা]

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রয়েছে নিজস্ব কলেজ বাস। কলেজটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বেপজা কলেজ"। ২৪ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৪ 
  2. "বিদ্যালয়ের তালিকা"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ১৬ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৪