বিষয়বস্তুতে চলুন

বৃহত্তর জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বৃহত্তর জেলা হল ১৯৪৭ সালে দেশ ভাগের পর বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে যেসকল জেলা বিদ্যমান ছিল সেগুলো বৃহত্তর জেলা হিসেবে পরিচিত। বৃহত্তর জেলা ১৭ টি; দেশ ভাগের পূর্বে পূর্ববঙ্গে ১৫ টি এবং পশ্চিমবঙ্গে ১৪ টি জেলা ছিল। ১৯৪৭ সালে দেশভাগের সময় পশ্চিমবঙ্গের বৃহত্তর নদীয়া জেলা থেকে কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা মহকুমাকে পৃথক করে বৃহত্তর কুষ্টিয়া জেলা হিসেবে পাকিস্তান-এর অন্তর্ভুক্ত করা হয়। ফলে জেলার সংখ্যা হয় ১৬ টি। দেশভাগের পর অবিভক্ত মালদহ জেলার চাঁপাই নবাবগঞ্জকেও বৃহত্তর রাজশাহীর অন্তর্ভূক্ত করা হয়। পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৃহত্তর সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা হয় ১৭ টি।


১৯৭১ সালে বাংলাদেশের মানচিত্র ও বৃহত্তর জেলা সমূহ

স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময়ে জেলা ছিল ১৯ টি; পাকিস্তান শাসনামলে ১৯৬৯ সালে টাঙ্গাইলপটুয়াখালী জেলার সৃষ্টি হয়। স্বাধীন বাংলাদেশে প্রথম নবগঠিত জেলা জামালপুর; ১৯৭৮ সালে বাংলাদেশের ২০তম জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রশাসনিক পুনর্বিন্যাসের দ্বারা ৬৪ টি জেলা গঠন করা হয় ১৯৮৪ সালে; এরশাদ সরকারের সময়।

বৃহত্তর জেলার তালিকা

[সম্পাদনা]

বৃহত্তর জেলাগুলোর তালিকা ও সৃষ্টি সময়কাল :

তথ্যসূত্র

[সম্পাদনা]