বিহার দিবস
বিহার দিবস 𑂥𑂱𑂯𑂰𑂩 𑂠𑂱𑂫𑂮 | |
---|---|
অন্য নাম | বিহার দিবস, বিহার স্থপন দিবস |
পালনকারী | বিহার, ভারত |
ধরন | রাজ্য দিবস |
শুরু | ২২ মার্চ ১৯১২ |
তারিখ | ২২ মার্চ |
সংঘটন | বার্ষিক |
বিহার দিবস (𑂥𑂱𑂯𑂰𑂩 𑂠𑂱𑂫𑂮) হচ্ছে ভারতের বিহার রাজ্যের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে পালিত দিবস। প্রতি বছর ২২ মার্চে দিবসটি পালন করা হয়।[১] ১৯১২ সালে ব্রিটিশরা বাংলা প্রদেশ থেকে পৃথক করে এই প্রদেশ (পরবর্তীতে রাজ্য) গঠন করে করেছিল।[২] [৩] এই দিবস উপলক্ষে দদিনটি বিহারের সরকারি ছুটির দিন। [৪]
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আমলে বিহার সরকার বিহার দিবস পালন বড় আকারে উদ্যাপন শুরু করে। ভারত ছাড়াও, আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মানি, [৫] ব্রিটেন, স্কটল্যান্ড, [৬] অস্ট্রেলিয়া, কানাডা, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ত্রিনিদাদ ও টোবাগো এবং মরিশাস সহ বিভিন্ন দেশে অবস্থানরত বিহারিরা দিবসটি উদ্যাপন করে থাকে। [৭]
পালন
[সম্পাদনা]প্রতি বছর বিহার সরকার একটি প্রজ্ঞাপন জারি করে ২২ মার্চকে বিহার দিবস হিসাবে পালনের জন্য সরকারি ছুটি ঘোষণা করে। এই ছুটি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আওতাধীন সমস্ত অফিস এবং সংস্থাগুলির জন্য প্রযোজ্য। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে তাতে অংশ নিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে এই দিনটি উদ্যাপন করে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "बिहार दिवस विशेष: ऐसे अस्तित्व में आया अपना बिहार, ...जानें"। MPost (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-২২। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৪।
- ↑ "Stage set for 105th Bihar Diwas"। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ "Bihar Diwas: Sunidhi Chauhan to perform at Gandhi Maidan on Mar 22"। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ "Bihar Diwas marks public Holiday in Bihar"। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৪।
- ↑ "26 मई को जर्मनी में मनेगा बिहार दिवस, ...जानिए"। Live Bihar News | लाइव बिहार न्यूज़ (হিন্দি ভাষায়)। ২০১৮-০৩-৩০। ২০১৯-০৯-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২২।
- ↑ "सात समंदर पार स्कॉटलैंड के पटना में कुछ इस तरह मनाया गया बिहार दिवस"। Live Bihar News | लाइव बिहार न्यूज़ (হিন্দি ভাষায়)। ২০১৮-০৩-২১। ২০১৮-০৩-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২১।
- ↑ "Bihar Day to be celebrated in seven countries"। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৪।