বিষয়শ্রেণী আলোচনা:বৈশিষ্ট্য অনুযায়ী বিষয়শ্রেণী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম পরিবর্তন[সম্পাদনা]

@Zaheen ভাই, আপনার এই সংজ্ঞানিরূপক বাংলা ভাষায় সার্চ করে দেখলাম মাত্র ৪টি লিঙ্ক আসছে, (সেগুলোও আপনার দেওয়া), দেখুন এইখানে। আর প্যারামিটার সার্চ করলে ১০০ কোটির উপরে লিঙ্ক আসছে, দেখুন এইখানে। আপনি অনেক নাম পরিবর্তন নিয়ে কাজ করেন। তাই লক্ষ্য রাখা দরকার, সমাজে কোন শব্দটি প্রচলিত আছে, এমন কিছু ব্যবহার করা উচিৎ হবেনা, যা সাধারণ মানুষ বুঝতেছেনা। ধন্যবাদ ভাইজান। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৫:১২, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় Prodipto Deloar, আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমিও চাচ্ছিলাম কারও সাথে এ ব্যাপারে কিছু আলোচনা করতে। দেখুন, ইংরেজি ভাষাতে parameter একটি সাধারণ জীবনে নিত্যব্যবহার্য শব্দ নয়। এটি মূলত একটি কারিগরি, উচ্চশিক্ষায়তনিক পরিভাষা যা আদিতে এক শতক বা তারও আগে উচ্চতর গণিতশাস্ত্র ও পরিসংখ্যানবিদ্যাতে ব্যবহৃত হওয়া শুরু করে। গণিতশাস্ত্রে parameter যে অর্থে ব্যবহার করা হয়, সেটির বাংলা পরিভাষা হল "প্রচল"। parameter কথাটা পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র ও অন্যান্য বিজ্ঞানে অধীত কোনও জটিল ব্যবস্থাকে সংজ্ঞায়িতকারী কতগুলি বৈশিষ্ট্যের মানকেও বোঝায়, যেখানে parameter-এর অর্থ দাঁড়ায় "সংজ্ঞানিরূপক মান"। আবার কম্পিউটার বিজ্ঞানে parameter একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়, কোনও প্রোগ্রামের ফাংশনের parameter হল কতগুলি আগম চলরাশি (input variable), যেগুলিতে ঐ প্রোগ্রাম নির্বাহ করার সময় আগম মান (input value) সরবরাহ করা যায়; অর্থাৎ এই ক্ষেত্রে parameter-এর বাংলা করা যায় "আগম"। এখন সময়ের সাথে সাথে ইংরেজিতে parameter বিজ্ঞানের বাইরে এসে ইংরেজি গণমাধ্যমে অন্যান্য আরও বেশ কিছু অর্থে ব্যবহার হওয়া শুরু হয়, যেগুলির সমার্থক শব্দ ইতিমধ্যেই ইংরেজিতে প্রচলিত ছিল। যেমন এখন প্রায়শই ইংরেজিতে বহুবচন হিসেবে parameters বলতে কোনও আলোচনার বিষয়বস্তু, বা কোনও বিবেচনাধীন বিষয়ের সীমানা বা পরিধি বোঝানো হয়। এর জন্য ইংরেজিতে বহু আগে থেকেই boundary, scope, confines, ইত্যাদি শব্দ প্রচলিত ছিল, এখন এর পাশাপাশি parameters-ও ব্যবহৃত হয়। parameters কথাটার মধ্যে একটু গাণিতিক, ভারিক্কি ভঙ্গি আছে বলে হয়ত কেউ কেউ এটি ব্যবহার করে থাকেন। আবার সাম্প্রতিককালে বিগত ৩০-৪০ বছর ধরে parameter বলতে characteristic অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে ব্যবহার করা শুরু হয়েছে। চারিত্রিক বৈশিষ্ট্য বোঝাতে ইতিমধ্যে বিদ্যমান characteristic-এর পরিবর্তে parameter-এর এরূপ ব্যবহার ইংরেজি ভাষার ব্যবহার নিয়ে যারা মাথা ঘামান, তারা এর বিরোধিতা করলেও এটি বিগত ৩-৪ দশক ধরে এটির প্রচলন হয়ে গেছে। এত সবকিছুর কারণে এখন parameter-এর বিভিন্ন অর্থ (কমপক্ষে ৬-৭ রকম অর্থ বিদ্যমান, যেগুলির কিছুর উদাহরণ আমি উপরে দিয়েছি), যেগুলির প্রতিটির জন্য বাংলা পরিভাষা বিদ্যমান। এখন আমাদের আলোচ্য বিষয় হল categories by parameter -- এইখানে parameter ঐ ৬-৭ রকম অর্থের কোন্‌ অর্থ নির্দেশ করা হয়েছে। একটু ঘাঁটলেই দেখা যাচ্ছে যে parameter বলতে এখানে "চারিত্রিক বৈশিষ্ট্য" বোঝানো হয়েছে, parameter-এর অন্যান্য কারিগরি অর্থ (যেমন গণিতের প্রচল, পদার্থবিজ্ঞানের "সংজ্ঞানিরূপক মান", কম্পিউটার বিজ্ঞানের ফাংশনের "আগম" চলরাশি) বা অন্যান্য কোনও সাধারণ অর্থ (যেমন সীমানা, ইত্যাদি) বোঝানো হয়নি। এ কারণে আমার মতে এক্ষেত্রে parameter-এর সঠিক বাংলা হবে হয় "চারিত্রিক বৈশিষ্ট্য" বা সংক্ষেপে "বৈশিষ্ট্য"। আমি উপরে "সংজ্ঞানিরূপক বৈশিষ্ট্য" (ইংরেজিতে যাকে বলে defining characteristic) প্রথমে দিয়েছিলাম কেননা গৌরীপ্রসাদ ঘোষের প্রামাণ্য ইংরেজি-বাংলা অভিধানে এটি parameter-এর একটি অর্থ হিসেবে দেওয়া ছিল, যা চারিত্রিক বৈশিষ্ট্যের কাছাকাছি একটি অর্থ ছিল। এখন আপনার সাথে এই আলোচনার পরে এবং ইংরেজি উইকিতে ব্যবহার দেখে আমার মনে হচ্ছে "categories by parameter" এই পদগুচ্ছে defining characteristic অর্থে নয়, এর পরিবর্তে শুধুমাত্র characteristic অর্থেই parameter কথাটা ব্যবহৃত হচ্ছে। সেক্ষেত্রে আমরা "চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী বিষয়শ্রেণী" বা আরও সংক্ষেপে (অর্থের তেমন কোনও পরিবর্তন ছাড়াই) "বৈশিষ্ট্য অনুযায়ী বিষয়শ্রেণী" -- এই শিরোনামে স্থানান্তর করতে পারি। আমি আপাতত "বৈশিষ্ট্য অনুযায়ী বিষয়শ্রেণী"-তে শিরোনাম স্থানান্তর করে দিচ্ছি। আশা করি আপনার জিজ্ঞাসার উত্তর দিতে পেরেছি। শুভকামনা। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:০১, ১০ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen জ্বি অর্ণব ভাই। আমার মনমত নাম পরিবর্তন করেছেন। হ্যা বিশদ আলোচনায় অনেক কিছুই বোধগম্য হয়েছে। আপনি Parameter উপরের যে অর্থগুলো নিরূপণ করেছেন, এগুলো টেকনিক্যাল অর্থবোধক মনে হলো। মানে শাখা অনুসারে বিশেষ কিছু বিষয়কে চিহ্নিত করছে। আমি প্যারামিটারের সাধারণ অর্থ Characteristics বুঝি। আপনাকে ধন্যবাদ বিস্তারিত আলোচনার জন্য। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৬:২৯, ১০ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]