বিষয়বস্তুতে চলুন

আলাপ:হিলোকা (নদী)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ১৯ দিন আগে "প্রধান পাতার সূচনাংশ" অনুচ্ছেদে

Untitled

[সম্পাদনা]
@Tafhim Mahmud: নিবন্ধের ডানপাশের যে বক্সটি রয়েছে অর্থাৎ তথ্যছক, তা বাংলা করতে হবে। এবং বাংলা করার সময় শুধু = চিহ্নের পরে যে লেখাগুলো রয়েছে সেগুলো বাংলা করলেই হবে। <ref> ট্যাগের ভিতরে যা আছে সেগুলো করতে হবে না। ধন্যবাদ।--রাফায়েল রাসেল (আলাপ) ১৭:১৩, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
তবে অনুবাদের সময় বক্সে যে শব্দগুলো অলরেডি বাংলা হয়ে গেছে মানে সংখ্যা, সেগুলো বাংলা করতে হবে না।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৮, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধের পর্যালোচনা

[সম্পাদনা]
এই পর্যালোচনাটি আলাপ:হিলোকা (নদী)/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Moheen (আলাপ · অবদান) ০৭:৫৮, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

নিবন্ধটি সুলিখিত এবং নির্ভরযোগ্য তথ্যসূত্র দ্বারা যাচাইযোগ্য। তাই নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে  উত্তীর্ণ করা হল। ~মহীন (আলাপ) ০৭:৫৯, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার সূচনাংশ

[সম্পাদনা]
হিলোকা নদী

হিলোকা হলো স্পেনের আরাগনে অবস্থিত একটি নদী। নদীটি হ্যালন নদীর একটি শাখা এবং এব্রো খাদের জলবিভাজিকা। নদীটির গতিপথ তেরুয়েল এবং সারাগোসা প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য ১২৬ কিলোমিটার (৭৮ মা) এবং গড় জল প্রবাহ মাত্রা ২.১ ঘনমিটার প্রতি সেকেন্ড (৭৪ ঘনফুট/সে)। বিভিন্ন মৌসুমে এর জল প্রবাহ মাত্রার পরিবর্তন হয়। নদীটির উৎস মনরিয়াল দেল কাম্পোর পাশ থেকে নদীটি উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। নদীবিধৌত ভূমিখন্ডটি আগে মেসেটা সেন্ট্রাল এবং মেডিটারেনিয়ান উপকূলের মধ্যে একটি ঐতিহাসিক রাস্তা ছিল। এখান থেকে পুয়েবলোতে অবস্থিত রোমান ব্রিজগুলো এবং ওয়াটারমিলস দেখা যায়। নদীর পানি ভালো মানের হওয়ায় বহু রকম বন্যপ্রাণি এখানে বসবাস করে। আঞ্চলিক সরকারের উক্ত জলবিভাজিকা অঞ্চল পরিষ্কারের উদ্যোগকে পরিবেশ সংস্থাগুলো সমালোচনা করে বলেছে- এর ফলে বাস্তুসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে। জলবিভাজিকাটি ২,৯৫৭ বর্গকিলোমিটার (১,১৪২ মা) জুড়ে আছে। (বাকি অংশ পড়ুন...)


উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৮০ প্রধান পাতায় দেয়ার জন্য উপরের অংশটুকু তৈরি করা হয়েছে। ~মহীন (আলাপ) ০৮:০৫, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন