বিষয়বস্তুতে চলুন

আলাপ:লোকমান হোসেন ফকির

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: 116.58.203.137 কর্তৃক ১ বছর পূর্বে "রচিত জনপ্রিয় গান" অনুচ্ছেদে

রচিত জনপ্রিয় গান

[সম্পাদনা]

আমায় একজন সাদা মানুষ দাও

কথা ও সুর: লোকমান ফকির

শিল্পী: ড. ভূপেন হাজারিকা

আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা

আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো

যদি দিতে পার

প্রতিদান যা কিছু চাও হোক অমূল্য পেতে পার।।


উত্তর মেরু হতে দক্ষিণ মেরু যত মানুষ আছে

পশ্চিম হতে ওই পূর্ব দিগন্তে মানুষ আছে

একই রক্ত-মাংসে গড়া, প্রেম-প্রীতিতে হৃদয় ভরা

সেই মানুষে কেনো তোমরা ভিন্ন করো?

ভেদাভেদ সৃষ্টি কর।।


জন্ম হতে ওই মৃত্যুবধি তুমি হিসাব কর

এই পৃথিবীর ধর্ম যত তুমি বিচার কর

দেখবে সেথায় একই কথা ঊর্ধ্বে সবার মানবতা

সেই কথাটাই বলে সবাই বড়াই কর

আবার কেনো লড়াই কর?


এই দুনিয়া হয় নি সৃষ্টি স্রষ্টা ছাড়া

একই সূর্যের আলোয় সবার দৃষ্টি ভরা

একই মেঘ আর বৃষ্টিতে আল্লাহতালার সৃষ্টিতে

সকল মানুষ বেঁচে আছি যদি ধর

তবে কেনো গরব কর?

অ্যালবাম: নানা অনুভূতির গান (PLSP 1537) STEREO

প্রকাশকাল: 1985 116.58.203.137 (আলাপ) ১৭:৪১, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন