আলাপ:রাজকালী বাড়ি মন্দির

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রিয় @ওসমান গনি ( সাংবাদিক): নতুন হিসেবে উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনি রাজকালী বাড়ি মন্দির নিবন্ধটি ঐতিহাসিক স্থান হিসেবে তৈরির চেষ্টা করেছেন। কিন্তু এর বেশ কিছু অনুচ্ছেদ হুবুহু দৈনিক ইত্তেফাক থেকে প্রতিলেপন (কপি-পেস্ট) করেছেন। বিষয়টি কপিরাইট আইনের লঙ্গণ। আমি নিবন্ধটি পরিস্কারকরণ ও দৈনিক ইত্তেফাক সূত্রে অনুলিপি করে মোটামুটি একটি অবস্থানে নিয়ে আসার চেষ্টা করেছি মাত্র। আপনি এ ধরনের নিবন্ধ তৈরির ক্ষেত্রে একই বিষয়ে অন্য নিবন্ধগুলো আগে পড়ে নিতে পারেন। তাহেল কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। প্রথম দিকে এমন ভুলত্রুটি কম-বেশি সবারই হয়, এতে হতাশ হওয়ার কিছু নেই। প্রচুর পড়ুন তাহলে অনেক কিছু জানার সুযোগ থাকবে। আপনার ব্যবহারকারী পাতাটি তৈরি করে ফেলুন এখান থেকে। আরো কিছু জানতে চাইলে আমার আলাপ পাতায় জানাতে পারেন --দেলোয়ার () • ১৪:০০, ২৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]