বিষয়বস্তুতে চলুন

আলাপ:ছায়াবীথি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mak কর্তৃক ১৮ বছর পূর্বে "বানান" অনুচ্ছেদে

বানান

[সম্পাদনা]

ছায়াবীথি/ছায়াবীথী ঠিক বানান। এটা উইকি-অভিধান জাতীয় ভুক্তি হয়ে গেল না? এই নিবন্ধে substantial আর কিছু কি যোগ করা সম্ভব? --- অর্ণব (আলাপ | অবদান) ২৩:২৪, ১০ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

ছায়াবীথি বেশী ব্যবহৃত। (example দেওয়া যেতে পারে "এস নীপবনে, ছায়াবীথি তলে এস.." -রবীন্দ্রনাথ)। I suggest ছায়াবীথি be made a subheading under বীথি। বীথি নানা ধরণের হয়। রবীন্দ্রনাথের প্রিয় বকুলবীথি ইত্যাদি নিয়ে লেখা যায়।

Avenue এর থেকে চওড়া হলেও Boulevard অনেক সময় একই অর্থে ব্যবহার হয়। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০০:৫৪, ১১ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

আমি মনে করি এ ধরনের ভুক্তি উইকি-অভিধানেই বেশী প্রযোজ্য। এজাতীয় ভুক্তিগুলো মূলত কোন শব্দের বিভিন্ন অর্থ নিয়ে আলোচনাতেই শুরু ও শেষ হবে। --- অর্ণব (আলাপ | অবদান) ০১:১৬, ১১ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

সবার আলাপ থেকে, অনুধাবন করা যায় যে এটি উইকি-অভিধানে সরিয়ে দেয়া দরকার। আমার কাছেও তাই যথার্থ মনে হয়।--mak ১১:০৫, ১১ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন