আলাপ:গ্নোম-ল্যাটেক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম প্রসঙ্গে[সম্পাদনা]

@Kabirnayeem.99: সুপ্রিয়, কবির নাঈম, আপনার অনুবাদকৃত Gnome Latex ও Xetex নিবন্ধের নাম আমার মতে "নোম ল্যাটেক্স" এবং "জিটেক্স" হবে। যেটি আপনি দিয়েছেন, গ্নোম ল্যাটেক ও জিট্যাক। হিমু (আলাপ) ১০:৫১, ৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় হিমু, আপনাকে ধন্যবাদ বিষয়টি নিয়ে কথা বলার জন্যে। তবে LaTeX দেখতে উচ্চারণ লেটেক্স হবে বলে মনে হলেও এর উচ্চারণ ল্যাটেক হবে। আর গ্নোম বা নোম বা গনোম এ নিয়ে গনোম পাতার আলোচনা অংশ দেখুন। তবুও আপনার সন্দেহ দূর করতে ইংরেজি পাতার উচ্চারণটি দেখুন, সেখানে জিট্যাক (/ˈztɛx/ ZEE-tekh) ও ল্যাটেক দেয়া আছে। আপনাকে আবারও ধন্যবাদ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে আলোচনা করার জন্যে। -কবির নাঈম (আলাপ) ১০:৩৮, ৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]