আলাপ:করোটিক স্নায়ু
আলোচনা যোগ করুনএই পাতাটি করোটিক স্নায়ু নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
নাম স্থানান্তর প্রসঙ্গে
[সম্পাদনা]@Wikitanvir: সম্প্রতি, আপনি নিবন্ধটি বর্তমান শিরোনামে স্থানান্তর করেছেন। যদিও আমি একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বইয়ে করোটিক স্নায়ু শব্দটিই পড়ে এসেছি। তাই আমার মনে হয় নামটি পূর্বের শিরোনামে থাকাই যথোপযুক্ত হবে। আশা করি মতামত দিবেন, ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ১০:৩৩, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- রিয়াজ, আপনি কি ‘করোটিক স্নায়ু’ পরিভাষাটির কথা বলছেন? যদি বলে থাকেন তবে প্রথমে আমারও তাই মনে হয়েছিলো, পরে শিক্ষাবোর্ডের বইয়ে দেখলাম ‘করোটিকা স্নায়ু’ লেখা হয়েছে। একটি প্রাথমিক সূত্রকে তো আর অবহেলা করা যায় না, আর পরে অভিধান ঘেঁটে ‘করোটিক’ নামে কোনো শব্দ খুঁজে পাইনি। শব্দটি হয় ‘করোটি’ বা ‘skull’ অথবা ‘করোটিকা’ বা ‘cranial’। তাই নাম পরিবর্তন করে ‘করোটিকা স্নায়ু’ রেখেছি। — তানভির • ২১:৪৪, ৩১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
সুপ্রিয় @Wikitanvir:
একমাত্র বাংলাদেশের নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান পাঠ্য-পুস্তকে "করোটিকা স্নায়ু" বলা হয়েছে। তা বাদে বাংলাদেশের উচ্চ-মাধ্যমিকের যেকোন পাঠ্যপুস্তক এবং অন্যান্য যেকোন বাংলা উৎসে আপনি "করোটিক স্নায়ু" কথাটি পাবেন। আসলে লেখকবৃন্দ ইংরেজি "Cranium" শব্দটির বাংলা করেছেন "করোটিকা" যা মূলত একটি বিশেষ্য। অপরদিকে "Cranial" শব্দটির বাংলা করেছেন "করোটিক" যা একটি বিশেষণ। তাই "Cranial nerve" শব্দটির বাংলা করা হয়েছে "করোটিক স্নায়ু"। বাংলা ভাষায় নির্ভরযোগ্য জীববিজ্ঞান বই লিখেছেন বাংলাদেশের এমন যেকোন প্রখ্যাত লেখক যেমন- গাজী আজমল, ড. মোঃ আব্দুল আলীম, ড. নূর-ই-পারভীন খানম প্রমুখের রচিত বইগুলোতে দেখলেই আপনি "করোটিক স্নায়ু"-র প্রমাণ পাবেন। তাই শুধু একটি নিম্ন-মধ্যমিক বইয়ের উপর নির্ভর না করে সামগ্রিকভাবে বিশ্লেষণ করুন। আর আপনি ইতিমধ্যে হয়ত জেনে থাকবেন যে বাংলাদেশের নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান পাঠ্য-পুস্তকের বর্তমান সংস্করণে অনেকগুলো বানান এবং ব্যকরণগত ভুল রয়েছে। সবশেষে শিরোনামটি পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। অগ্রিম ধন্যবাদ।--Aureum doxadius (আলাপ) ০০:৩২, ৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @RiazACU এবং Aureum doxadius: আপনাদের জ্ঞান ও মতামতের উপর আস্থা রেখে আমি ‘করোটিক স্নায়ু’ নামে নিবন্ধটি স্থানান্তর করেছি। — তানভির • ২২:০৩, ২৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)