আলাপ:বাংলা ভাষা আন্দোলন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Faisal Hasan (আলোচনা | অবদান)
→‎পুনর্লিখিত নিবন্ধ: নতুন অনুচ্ছেদ
Faisal Hasan (আলোচনা | অবদান)
৬৯ নং লাইন: ৬৯ নং লাইন:
#'''আন্দোলনের সূচনা''' অংশে ''গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের রাষ্ট্রভাষার দাবি'', ''প্রথম প্রতিক্রিয়া'', ''খাজা নাজিমুদ্দিনের সাথে চুক্তি'', ''খাজা নাজিমুদ্দিনের সাথে চুক্তি'', ''মুহম্মদ আলী জিন্নাহ্‌র ঢাকা সফর'' ও ''লিয়াকত আলি খানের ঢাকা সফর'' এ থাকা তথ্য সংক্ষেপিত ও সন্নিবিষ্ট করে '''আন্দোলনের সূচনা''' ও তার অন্তর্গত প্যারাগ্রাফ ''১৯৪৮ এর উত্তেজনা''য় আঁটানো হয়েছে।
#'''আন্দোলনের সূচনা''' অংশে ''গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের রাষ্ট্রভাষার দাবি'', ''প্রথম প্রতিক্রিয়া'', ''খাজা নাজিমুদ্দিনের সাথে চুক্তি'', ''খাজা নাজিমুদ্দিনের সাথে চুক্তি'', ''মুহম্মদ আলী জিন্নাহ্‌র ঢাকা সফর'' ও ''লিয়াকত আলি খানের ঢাকা সফর'' এ থাকা তথ্য সংক্ষেপিত ও সন্নিবিষ্ট করে '''আন্দোলনের সূচনা''' ও তার অন্তর্গত প্যারাগ্রাফ ''১৯৪৮ এর উত্তেজনা''য় আঁটানো হয়েছে।
#'''১৯৫২: ভাষা আন্দোলনের পুনর্জাগরন''' অংশে ''পুলিশ কর্মকর্তার ভাষ্য'' অনুচ্ছেদটুকু নিবন্ধ থেকে অপ্রয়োজনীয় বিবেচনায় বাদ দেওয়া হয়েছে। তবে তথ্যগুলো হারিয়ে যায়নি, বরং [[এম এ গোফরান]] নিবন্ধে আছে।
#'''১৯৫২: ভাষা আন্দোলনের পুনর্জাগরন''' অংশে ''পুলিশ কর্মকর্তার ভাষ্য'' অনুচ্ছেদটুকু নিবন্ধ থেকে অপ্রয়োজনীয় বিবেচনায় বাদ দেওয়া হয়েছে। তবে তথ্যগুলো হারিয়ে যায়নি, বরং [[এম এ গোফরান]] নিবন্ধে আছে।
#'''ক্ষমতাসীন মুসলিম লীগের ভাষ্য''', '''পরবর্তী ঘটনা (১৯৫২)''', '''চূড়ান্ত পর্যায় (১৯৫৩–৫৬)''', '''সংবিধান সংশোধন''', ও'''প্রভাব''' - এ অনুচ্ছেদগুলোর এলোমেলো তথ্যগুলো বিন্যস্ত হয়েছে '''১৯৫২ সাল পরবর্তী ঘটনা''' ও '''প্রভাব''' অনুচ্ছেদে। এ ক্ষেত্রে তেমন কোন তথ্য বাদ যায়নি।
#'''ক্ষমতাসীন মুসলিম লীগের ভাষ্য''', '''পরবর্তী ঘটনা (১৯৫২)''', '''চূড়ান্ত পর্যায় (১৯৫৩–৫৬)''', '''সংবিধান সংশোধন''', ও '''প্রভাব''' - এ অনুচ্ছেদগুলোর এলোমেলো তথ্যগুলো বিন্যস্ত হয়েছে '''১৯৫২ সাল পরবর্তী ঘটনা''' ও '''প্রভাব''' অনুচ্ছেদে। এ ক্ষেত্রে তেমন কোন তথ্য বাদ যায়নি।


এ পরিবর্তনের ব্যাপারে কারও কোন আপত্তি বা পরামর্শ থাকলে তা উত্থাপনের অনুরোধ জানাচ্ছি। আর এ পরিবর্তনগুলো হচ্ছে নিবন্ধটিকে ভালো নিবন্ধের পর্যায়ে উন্নীত করার ব্যাপারটি মাথায় রেখে। তাই এর কিছু অংশ পুনর্লিখনের প্রয়োজন হতে পারে, এ ব্যাপারেও আপনাদের মতামত কাংখিত। ধন্যবাদান্তে--[[User:Faisal Hasan|ফয়সল]] ([[User talk:Faisal Hasan|আলাপ]] | [[Special:Contributions/Faisal Hasan|অবদান]]) ১৯:২৬, ১৭ জুলাই ২০১০ (UTC)
এ পরিবর্তনের ব্যাপারে কারও কোন আপত্তি বা পরামর্শ থাকলে তা উত্থাপনের অনুরোধ জানাচ্ছি। আর এ পরিবর্তনগুলো হচ্ছে নিবন্ধটিকে ভালো নিবন্ধের পর্যায়ে উন্নীত করার ব্যাপারটি মাথায় রেখে। তাই এর কিছু অংশ পুনর্লিখনের প্রয়োজন হতে পারে, এ ব্যাপারেও আপনাদের মতামত কাংখিত। ধন্যবাদান্তে--[[User:Faisal Hasan|ফয়সল]] ([[User talk:Faisal Hasan|আলাপ]] | [[Special:Contributions/Faisal Hasan|অবদান]]) ১৯:২৬, ১৭ জুলাই ২০১০ (UTC)

১৯:৩৯, ১৭ জুলাই ২০১০ তারিখে সংশোধিত সংস্করণ

আলোচনা

  • বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে ভাষা আন্দোলন পরিক্রমা যোগ করা হলো। এর আলোকে বিস্তারিত ভাবে মূল নিবন্ধ তৈরি করে পরিক্রমাটি বাদ দেয়া যেতে পারে। ধন্যবাদ। --রাজিবুল ১০:৪০, ২ আগস্ট ২০০৬ (UTC)
  • ২১ ফেব্রুয়ারি সবসময় শহীদ দিবস, ভাষা আন্দোলন দিবস কখনো নয়। তাই সেটা ঠিক করলাম। Munirhasan ০৭:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

মন্তব্য

  • বানানরীতি প্রসঙ্গে

কিছু বানানে অপ্রয়োজনীয় হাইফেন আছে । যেমন সম-মর্যাদা, বে-আইনি । এ হাইফেনগুলো বিলোপ করা দরকার বলে মনে হয় । প্রবন্ধ লেখকের দৃষ্টি আকর্ষণ করছি । হাসিব ২২:১৯, ১৪ জুলাই ২০০৭ (UTC) হাসিব

  • ২১শে ফেব্রুয়ারীর ঘটনা প্রসঙ্গে

এখানে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর সাথে বর্তমান ভবনগুলোর একটু সাযুজ্য আনা দরকার মনে হয় । এ নিবন্ধে ২১শে ফেব্রুয়ারী ঘটনা অংশে বলা হয়েছে ছাত্ররা দৌড়ে মেডিকেল কলেজের দিকে গেলো ।

প্রকৃতপক্ষে এটা হবে কলা ভবনের দিকে গেলো । যে গেটের দিকে ছাত্ররা দৌড়ে গিয়েছিলো সেটা ছিলো তখন কলাভবন । এখন ওটা ঢামেক । গেটটা এখন ভাষা আন্দোলন গেট নামে পরিচিত ।

স্মৃতি থেকে বলছি এসব । ভুল হতে পারে । কেউ একটু নিশ্চিত হয়ে নিন । হাসিব ২২:১৯, ১৪ জুলাই ২০০৭ (UTC) হাসিব

  • বানানবিধি প্রসঙ্গে

আলোচ্য নিবন্ধটি বাংলা ভাষা আন্দোলন বিষয়ক অথচ বাংলা বানানের প্রেক্ষিতে এত ত্রুটিপূর্ণ যে বাঙালি হিসেবে লজ্জিত বোধ করছি। বানানের ক্ষেত্রে এত ত্রুটি ভাষার প্রতি চূড়ান্ত অশ্রদ্ধারই প্রতিফলক। আমি যথাসাধ্য সংশোধন করার প্রয়াস করেছি কিন্তু ভুলের আধিক্যহেতু সংশোধন সম্পূর্ণ করে উঠতে পারিনি। আমি আশা করব ভবিষ্যতে ৱিকিপিডিয়ার কোন প্রাবন্ধিক বানান বিষয়ে আরও যত্নবান হবেন। -সুমঙ্গল, ভারতীয় সময়: সকাল ১১:৩০, ৩০ মাঘ ১৯৩০ শক, ১৯ ফেব্রুয়ারি ২০০৯।

কালপঞ্জি

ভাষা আন্দোলনের একটি TimeLine এই নিবন্ধে থাকা দরকার। তবে সেটা আলাদা করেও হতে পারে। বিশেষ করে তারিখগুলোর সঙ্গে এক লাইন করে থাকলে ভাল হয় বলে আমার মনে হচ্ছে। আমি কাজটা শুরু করেছ, আলদা নিবন্ধ হিসাবে। তবে, শেষ পর্যন্ত কী হবে সেটা মনে হয় ভেবে চিন্তে ঠিক করতে হবে। আপাতত নতুন নিবন্ধটা শেষ করি।

লেখা দেখাচ্ছে না কেন???

এই নিবন্ধে কিছু নতুন তথ্য যোগ করলাম। সেগুলো সংরক্ষণের পর কেন দেখা যাচ্ছে না। সম্পাদনার পাতায় ঠিকই দেখা যাচ্ছে? সমস্যাটা কি?? --মুনতাসির ০৭:১০, ২১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)


প্রথম পতিক্রিয়া অংশের পরে নিচের প্যারাটি আছে। এটা সরালে বা কাট ছাট করলেই, এর নিচের একটি অংশ গায়েব হয়ে যায়। সম্পাদনার পাতায় যদিও থাকে তবুও সংরক্ষণ করলেও দেখায় না।-> কেন??
==১৯৫২: ভাষা আন্দোলনের পুনর্জাগরন==

ভাষা আন্দোলনের পুনরায় জোরালো হওয়ার পিছনে ২৭শে জানুয়ারি ১৯৫২ সালের খাজা নাজিমুদ্দিনের ভাষন প্রধান নিয়ামক হিসেবে কাজ করে[১]। তৎকালীন প্রধানমন্ত্রী পদে আসীন খাজা নাজিমুদ্দিন ২৫শে জানুয়ারি ঢাকায় আসেন এবং ২৭শে ফেব্রুয়ারি পল্টন ময়দানের এক জনসভায় দীর্ঘ ভাষন দেন। তিনি মূলতঃ জিন্নাহ্‌-র কথারই পুনরুক্তি করে বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। রেডিওতে সরাসরি সম্প্রচারিত তার ভাষনে তিনি আরো উল্লেখ করেন কোন জাতি দুইটি রাষ্ট্রভাষা নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেনি।

নাজিমুদ্দিনের বক্তৃতার প্রতিবাদে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২৯শে জানুয়ারি প্রতিবাদ সভা এবং ৩০শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালন করে। সেদিন ছাত্র ও নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সম্বেত হয়ে ৪ঠা ফেব্রুয়ারি ধর্মঘট ও প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেয়। পরে তারা তাদের মিছিল নিয়ে বর্ধমান হাউসের (বর্তমান বাংলা একাডেমী) দিকে অগ্রসর হয়[২]

১৯৫২ সালের ৩১শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে অনুষ্ঠিত সভায় মাওলানা ভাসানীর নেতৃত্বে ৪০ সদস্যের 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ' গঠিত হয়[৩]

রেফ ট্যাগের জন্য হতে পারে। <ref name=Sri পৃ-৭৯/> এটাকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে আনতে হবে। <ref name="Sri পৃ-৭৯"/> এভাবে। --রাগিব (আলাপ | অবদান) ০৯:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
না, কোন কাজ হল না। দেখি পরে ট্রাই করব। --মুনতাসির ১১:০৫, ২১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
বুঝতে পারছি মনে হয়, sri নামের রেফারেন্স আছে, কিন্তু "sri পৃ-৭৯" নামে নাই। তাই ঐটাতে সমস্যা হচ্ছিলো। এবার দেখুন। --রাগিব (আলাপ | অবদান) ১২:২৯, ২১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
অবশেষে সমস্যার সমাধান হয়েছে। আসলে সমস্যা ছিল প্রথম প্রতিক্রিয়া অনুচ্ছেদের শেষের রেফারেন্সে একটা / দেওয়া হয়নি, তাই নিচের অনেকটা অংশ রেফারেন্সের নিচে দেখাচ্ছিল। এখন ঠিক হয়েছে। ধন্যবাদ। --মুনতাসির ১৬:২০, ২১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

তথ্যসূত্র:

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Bashir নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Sri নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. দৈনিক আজাদ, ফেব্রুয়ারি ১, ১৯৫২

শহীদ মিনারের উদ্বোধন

আজ শহভদ মিনার থেকে ফেরার সময় সমাজতান্ত্রিক ছাত্রফন্ট প্রকাশিত একটি পুস্তিকা এনেছি যাতে বলা হচ্ছে ২৪ তারিখে প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা। আমি সেটাই জানতাম। যদিও পরে ২৬ তারিখে সেটি আবার আজাদ সম্পাদক উদ্বোধন করেন। শফিউরের পিতার ব্যাপারটি আমি দেখি গাজীউল হককে জিজ্ঞেস করা যায় কীনা? Munirhasan ১৭:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

এইমাত্র খেয়াল করলাম অধ্যাপক রফিকুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর গ্রন্থে ব্যাপারটা। শহীদ শফিউরের পিতার উদ্বোধনকে তিনি বলছেন অনানুষ্ঠানিক ও আবুল কালাম শামসুদ্দীনের উদ্বোধনকে আনুষ্ঠানিক। কিন্তু আহমদ রফিকের একুশের ইতিহাস আমাদের ইতিহাস বইয়ে শফিউরের পিতার ব্যাপারে কিছু নেই। --মুনতাসির ১৮:১৮, ২১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
এই প্রশ্ন ইংরেজি উইকির নিবন্ধটাতেও উঠেছিলো বলে মনে হচ্ছে , তারিফ সম্ভবত এই ব্যাপারে বলতে পারবে। --রাগিব (আলাপ | অবদান) ১৮:০৪, ২১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন শহীদ মিনারের উদ্বোধন করেন এমন একটা কথা প্রচলিত থাকলেও স্বয়ং আজাদে এমন কোন খবর পাওয়া যায় নি। শামসুদ্দীন নিজেও তার আত্মজীবনীতে এমন ঘটনার উল্লেখ করেননি। ২৬ তারিখে আজাদ পত্রিকায় এমন প্রকাশিত হয় "অদ্য সকাল সাড়ে নয়টায় মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গনে 'আজাদ' সম্পাদক জনাব আবুল কালাম শামসুদ্দীন শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করিবেন", তবে পরে তার উদ্বোধনের কোন খবর পাওয়া যায় নি। অপরদিকে শফিউর রহমানের পিতার ২৪ তারিখে উদ্বোধন করার ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে। (সূত্র: আল-হেলাল, ৪৭৬-৭৭) ধন্যাবাদ --তারিফ এজাজ ১৬:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

Translation/merger

Nayeem translated the English wiki article to Bangla and posted in his blog. I requested him to add his content here. Since he is new to wiki, it will be great if someone can take the content he added (after the interwiki links) and place them to the appropriate sections. --রাগিব (আলাপ | অবদান) ২০:০২, ৬ আগস্ট ২০০৮ (UTC)

বিভ্রান্তি

আবুল বরকতকে আহত অবস্থায় নেয়া হয়নি। তার মাথায় গুলি লাগে এবং মাথার খুলির অর্ধেকটাই উড়ে যায়। যার ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এরপর তাকে ভুল করে আহত মনে করে হাসপাতালে নেয়া হয়। এবং সম্ভবত তিনিই ২১ ফেব্রুয়ারীর প্রথম শহীদ। আর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ সম্ভবত ১৪৪ ধারা ভাঙতে রাজি ছিল না। গুটিকয় ছাত্রনেতা যারা সরাসরি সংগ্রাম পরিষদের সাথে যুক্ত ছিলেন না,তাদের সিদ্ধান্তে ১৪৪ ধারা ভাঙা হয়। (এ সব তথ্য এম আর আখতার মুকুলের "একুশের দলিল" বই হতে প্রাপ্ত)। শহীদদের সংক্ষিপ্ত পরিচিতি দেয়া উচিত ছিল। আর ঘটনার বর্ননা অনেক সংক্ষিপ্ত হয়ে পড়েছে, আরো বিস্তারিত দেয়ার দরকার ছিল। ইংরেজিটা সংক্ষিপ্ত সেটা নাহয় মানা যায়, কিন্তু বাংলাটা আরো সম্প্রসারিত হওয়া উচিত ছিল।--তানভী (talk) ১৭:০০, ২১ ফেব্রুয়ারি ২০১০ (UTC)তানভী

পুনর্লিখিত নিবন্ধ

প্রিয় সহকারী উইকিপিডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ভাষা আন্দোলন নিবন্ধটির উল্লেখযোগ্য পরিমাণ পরিবর্তন সাধনের পরিকল্পনা করেছি। পুরো নিবন্ধটি মূলত ইংরেজি উইকিতে থাকা নির্বাচিত নিবন্ধটির আদলে (en:Bengali Language Movement) সাজানো হয়েছে। ফলে বর্তমান ভার্সনের সাথে বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে। খসড়াটি দেখুন এইখানে। মূল পরিবর্তনগুলো হল:

  1. আন্দোলনের সূচনা অংশে গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের রাষ্ট্রভাষার দাবি, প্রথম প্রতিক্রিয়া, খাজা নাজিমুদ্দিনের সাথে চুক্তি, খাজা নাজিমুদ্দিনের সাথে চুক্তি, মুহম্মদ আলী জিন্নাহ্‌র ঢাকা সফরলিয়াকত আলি খানের ঢাকা সফর এ থাকা তথ্য সংক্ষেপিত ও সন্নিবিষ্ট করে আন্দোলনের সূচনা ও তার অন্তর্গত প্যারাগ্রাফ ১৯৪৮ এর উত্তেজনায় আঁটানো হয়েছে।
  2. ১৯৫২: ভাষা আন্দোলনের পুনর্জাগরন অংশে পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুচ্ছেদটুকু নিবন্ধ থেকে অপ্রয়োজনীয় বিবেচনায় বাদ দেওয়া হয়েছে। তবে তথ্যগুলো হারিয়ে যায়নি, বরং এম এ গোফরান নিবন্ধে আছে।
  3. ক্ষমতাসীন মুসলিম লীগের ভাষ্য, পরবর্তী ঘটনা (১৯৫২), চূড়ান্ত পর্যায় (১৯৫৩–৫৬), সংবিধান সংশোধন, ও প্রভাব - এ অনুচ্ছেদগুলোর এলোমেলো তথ্যগুলো বিন্যস্ত হয়েছে ১৯৫২ সাল পরবর্তী ঘটনাপ্রভাব অনুচ্ছেদে। এ ক্ষেত্রে তেমন কোন তথ্য বাদ যায়নি।

এ পরিবর্তনের ব্যাপারে কারও কোন আপত্তি বা পরামর্শ থাকলে তা উত্থাপনের অনুরোধ জানাচ্ছি। আর এ পরিবর্তনগুলো হচ্ছে নিবন্ধটিকে ভালো নিবন্ধের পর্যায়ে উন্নীত করার ব্যাপারটি মাথায় রেখে। তাই এর কিছু অংশ পুনর্লিখনের প্রয়োজন হতে পারে, এ ব্যাপারেও আপনাদের মতামত কাংখিত। ধন্যবাদান্তে--ফয়সল (আলাপ | অবদান) ১৯:২৬, ১৭ জুলাই ২০১০ (UTC)