বার্মিংহাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link GA template (handled by wikidata)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১২৮ নং লাইন: ১২৮ নং লাইন:


== ইতিহাস ==
== ইতিহাস ==
[[মধ্যযুগ|মধ্যযুগে]] মাঝারী ধরনের বাজার শহর ছিল বার্মিংহাম। পরবর্তীতে অষ্টাদশ শতকে আন্তর্জাতিক অঙ্গনে শহরটি বিখ্যাত হয়ে উঠে। [[শিল্প বিপ্লব|শিল্প বিপ্লবের]] সময় [[বিজ্ঞান]], [[প্রযুক্তি]] এবং অর্থনৈতিক সংস্থাগুলোর প্রধান কেন্দ্রস্থল এটি। একগুচ্ছ [[আবিষ্কার|আবিষ্কারের]] মাধ্যমে আধুনিক শিল্প জগতের অসামান্য ভূমিকা পালন করেছে।<ref>Uglow, Jenny (2002). The Lunar Men – the friends who made the future. London: Faber & Faber. pp. xiii, 500–501. ISBN 0-571-21610-2.; Jones 2008, pp. 14, 19, 71, 82–83, 231–232</ref> তন্মধ্যে, বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারক [[জেমস ওয়াট]], রসায়নবিদ [[জোসেফ প্রিস্টলি]] অন্যতম। ১৭৯১ সালের মধ্যে ‘বিশ্বের প্রথম পরিকল্পিত শহরের’ মর্যাদা পায়।<ref>Hopkins 1989, p. 26</ref> ১৮৩৮ সালে বার্মিহামের সাথে [[লন্ডন]] ও [[লিভারপুল|লিভারপুলের]] মধ্যে রেল [[যোগাযোগ]] ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়। হাজারো হাজারো ছোট-বড় কল-কারখানার মাধ্যমে সমৃদ্ধ অর্থনৈতিক বুনিয়াদ গড়ে উঠে এ শহরের। উনবিংশ শতকের শেষার্ধ্বে অসাধারণ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, জনগণের সুযোগ-সুবিধা প্রতিষ্ঠা, [[বস্তি]] উচ্ছেদ করে পরিকল্পিত নগরে রূপান্তরিত করা হয়। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধে]] এ শহরে ব্যাপক বোমা-বর্ষণ করা হয়।
[[মধ্যযুগ|মধ্যযুগে]] মাঝারী ধরনের বাজার শহর ছিল বার্মিংহাম। পরবর্তীতে অষ্টাদশ শতকে আন্তর্জাতিক অঙ্গনে শহরটি বিখ্যাত হয়ে উঠে। [[শিল্প বিপ্লব|শিল্প বিপ্লবের]] সময় [[বিজ্ঞান]], [[প্রযুক্তি]] এবং অর্থনৈতিক সংস্থাগুলোর প্রধান কেন্দ্রস্থল এটি। একগুচ্ছ [[আবিষ্কার|আবিষ্কারের]] মাধ্যমে আধুনিক শিল্প জগতের অসামান্য ভূমিকা পালন করেছে।<ref>Uglow, Jenny (2002). The Lunar Men – the friends who made the future. London: Faber & Faber. pp. xiii, 500–501. ISBN 0-571-21610-2.; Jones 2008, pp. 14, 19, 71, 82–83, 231–232</ref> তন্মধ্যে, বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারক [[জেমস ওয়াট]], রসায়নবিদ [[জোসেফ প্রিস্টলি]] অন্যতম। ১৭৯১ সালের মধ্যে ‘বিশ্বের প্রথম পরিকল্পিত শহরের’ মর্যাদা পায়।<ref>Hopkins 1989, p. 26</ref> ১৮৩৮ সালে বার্মিহামের সাথে [[লন্ডন]] ও [[লিভারপুল|লিভারপুলের]] মধ্যে রেল [[যোগাযোগ]] ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়। হাজারো হাজারো ছোট-বড় কল-কারখানার মাধ্যমে সমৃদ্ধ অর্থনৈতিক বুনিয়াদ গড়ে উঠে এ শহরের। ঊনবিংশ শতকের শেষার্ধ্বে অসাধারণ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, জনগণের সুযোগ-সুবিধা প্রতিষ্ঠা, [[বস্তি]] উচ্ছেদ করে পরিকল্পিত নগরে রূপান্তরিত করা হয়। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধে]] এ শহরে ব্যাপক বোমা-বর্ষণ করা হয়।


শুরুরদিকে শহরের নাম ছিল ব্রোমিচাম।<ref>William Hutton (1783). An History of Birmingham.</ref> পরবর্তীতে নাম পাল্টানো হয় [[ব্রুমাগেম]]।<ref>[http://www.worldwidewords.org/weirdwords/ww-bru2.htm "Brummagem". Worldwidewords.com. 13 December 2003. Retrieved 7 June 2008.]</ref> শহরের প্রাচীন নাম ব্রুমাগেম থেকেই ডাক নাম ব্রুম শব্দের উদ্ভব ঘটেছে। এ শব্দ থেকেই বার্মিংহামের অধিবাসীদেরকে [[ব্রুমিজ]] বলা হয়ে থাকে।
শুরুরদিকে শহরের নাম ছিল ব্রোমিচাম।<ref>William Hutton (1783). An History of Birmingham.</ref> পরবর্তীতে নাম পাল্টানো হয় [[ব্রুমাগেম]]।<ref>[http://www.worldwidewords.org/weirdwords/ww-bru2.htm "Brummagem". Worldwidewords.com. 13 December 2003. Retrieved 7 June 2008.]</ref> শহরের প্রাচীন নাম ব্রুমাগেম থেকেই ডাক নাম ব্রুম শব্দের উদ্ভব ঘটেছে। এ শব্দ থেকেই বার্মিংহামের অধিবাসীদেরকে [[ব্রুমিজ]] বলা হয়ে থাকে।

০৫:০২, ২ এপ্রিল ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

বার্মিংহ্যাম (/ˈbɜːmɪŋəm/ (শুনুন) BUR-ming-əm, স্থানীয়ভাবে /ˈbɜːmɪŋɡəm/ BUR-ming-gəm) মধ্য ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসের অন্যতম শহর। ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান শিল্পকেন্দ্র এটি। রাজধানী লন্ডনের বাইরে সর্বাপেক্ষা জনবহুল ব্রিটিশ শহর হিসেবে স্বীকৃত বার্মিংহামের জনসংখ্যা ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ১,০৭৪,৩০০জন যা পূর্বের দশকের তুলনায় ৯৬,০০০-এরও বেশী বৃদ্ধি পেয়েছে।[১] ধাতব যন্ত্র শিল্প-কারখানায় বিখ্যাত এ শহরের চতুর্দিকে রেল সড়ক ও হাইওয়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এছাড়াও প্রধান ধাতব উৎপাদনকারী শিল্পের মধ্যে মোটরযানের যন্ত্রাংশ, ক্রীড়া বন্দুক, অলঙ্কার, বৈদ্যুতিক যন্ত্রাংশ, গ্লাস, রাবারজাত মালামাল, রাসায়নিক দ্রব্য ইত্যাদি উল্লেখযোগ্য। শহরটি গুরুত্বপূর্ণ কয়লা-খনি অঞ্চলে অবস্থিত।

ইতিহাস

মধ্যযুগে মাঝারী ধরনের বাজার শহর ছিল বার্মিংহাম। পরবর্তীতে অষ্টাদশ শতকে আন্তর্জাতিক অঙ্গনে শহরটি বিখ্যাত হয়ে উঠে। শিল্প বিপ্লবের সময় বিজ্ঞান, প্রযুক্তি এবং অর্থনৈতিক সংস্থাগুলোর প্রধান কেন্দ্রস্থল এটি। একগুচ্ছ আবিষ্কারের মাধ্যমে আধুনিক শিল্প জগতের অসামান্য ভূমিকা পালন করেছে।[২] তন্মধ্যে, বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট, রসায়নবিদ জোসেফ প্রিস্টলি অন্যতম। ১৭৯১ সালের মধ্যে ‘বিশ্বের প্রথম পরিকল্পিত শহরের’ মর্যাদা পায়।[৩] ১৮৩৮ সালে বার্মিহামের সাথে লন্ডনলিভারপুলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়। হাজারো হাজারো ছোট-বড় কল-কারখানার মাধ্যমে সমৃদ্ধ অর্থনৈতিক বুনিয়াদ গড়ে উঠে এ শহরের। ঊনবিংশ শতকের শেষার্ধ্বে অসাধারণ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, জনগণের সুযোগ-সুবিধা প্রতিষ্ঠা, বস্তি উচ্ছেদ করে পরিকল্পিত নগরে রূপান্তরিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এ শহরে ব্যাপক বোমা-বর্ষণ করা হয়।

শুরুরদিকে শহরের নাম ছিল ব্রোমিচাম।[৪] পরবর্তীতে নাম পাল্টানো হয় ব্রুমাগেম[৫] শহরের প্রাচীন নাম ব্রুমাগেম থেকেই ডাক নাম ব্রুম শব্দের উদ্ভব ঘটেছে। এ শব্দ থেকেই বার্মিংহামের অধিবাসীদেরকে ব্রুমিজ বলা হয়ে থাকে।

ক্রীড়া জগৎ

সাত বার ও বর্তমান কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী ওয়ারউইকশায়্যার কাউন্টি ক্রিকেট ক্লাব এজবাস্টনে খেলে থাকে। এ মাঠে টেস্ট ক্রিকেটএকদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়ে থাকে। মাঠটি যুক্তরাজ্যের লর্ডসের পর দ্বিতীয় বৃহত্তম।[৬] এজবাস্টনে প্রথম-শ্রেণীর ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে ১৯৯৪ সালে ব্রায়ান লারা’র অপরাজিত ৫০১ রানের বিশ্বরেকর্ড সৃষ্টি হয়েছিল।[৭]

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জী

বহিঃসংযোগ

টেমপ্লেট:UK cities