ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ashiq Shawon কর্তৃক ৮ বছর পূর্বে "বিষয়শ্রেণী" অনুচ্ছেদে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
১৫ নং লাইন: ১৫ নং লাইন:
::::'''সমূহ''' যুক্ত কিছু বিষয়শ্রেণী রয়েছে; যেমনঃ মীরসরাই উপজেলার ইউনিয়ন সমূহ। এই জাতীয়গুলো ঠিক করতে হবে। তবে, সত্যি বলতে কি, কেবল 'বিষয়শ্রেণী' নয়, আমি একই সাথে আরো বেশ কিছু সম্পাদনাও করি। তবে অতটুকু করলেও আমার কাজ কিছুটা কমবে। - [[ব্যবহারকারী:Ashiq Shawon|Ashiq Shawon]] ([[ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon#top|আলাপ]]) ১২:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
::::'''সমূহ''' যুক্ত কিছু বিষয়শ্রেণী রয়েছে; যেমনঃ মীরসরাই উপজেলার ইউনিয়ন সমূহ। এই জাতীয়গুলো ঠিক করতে হবে। তবে, সত্যি বলতে কি, কেবল 'বিষয়শ্রেণী' নয়, আমি একই সাথে আরো বেশ কিছু সম্পাদনাও করি। তবে অতটুকু করলেও আমার কাজ কিছুটা কমবে। - [[ব্যবহারকারী:Ashiq Shawon|Ashiq Shawon]] ([[ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon#top|আলাপ]]) ১২:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
:::::[[:বিষয়শ্রেণী:বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলসমূহ]] - ''ইউনিয়ন সমূহ'' কে ''ইউনিয়নসমূহ''-এ আনবো নাকি নাম থেকে ''সমূহ'' বাদ দিব? --[[ব্যবহারকারী:Aftabuzzaman|আফতাব]] ([[ব্যবহারকারী আলাপ:Aftabuzzaman|আলাপ]]) ১৬:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
:::::[[:বিষয়শ্রেণী:বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলসমূহ]] - ''ইউনিয়ন সমূহ'' কে ''ইউনিয়নসমূহ''-এ আনবো নাকি নাম থেকে ''সমূহ'' বাদ দিব? --[[ব্যবহারকারী:Aftabuzzaman|আফতাব]] ([[ব্যবহারকারী আলাপ:Aftabuzzaman|আলাপ]]) ১৬:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

::::::বিষয়শ্রেণির প্রতিটি থেকেই "সমূহ" শব্দটি বাদ যাবে। বিষয়শ্রেণি দ্বারা 'গ্রুপ' বুঝায়, কাজেই এতে 'সমূহ' কথাটি থাকবে না; যেমন: 'বিষয়শ্রেণি:বই', 'বিষয়শ্রেণি:উপন্যাস' ইত্যাদি। - [[ব্যবহারকারী:Ashiq Shawon|Ashiq Shawon]] ([[ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon#top|আলাপ]]) ১৮:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)


== পরামর্শ ==
== পরামর্শ ==

১৮:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ


বিষয়শ্রেণী

আশিক ভাই, কিছু মনে করবেন না। আপনি নিবন্ধে যে বিষয়শ্রেণী যোগ করছেন সেগুলি একটু বেশি সাধারণ (Generic যাকে বলে) হয়ে যাচ্ছে। যেমন: নিউজিল্যান্ডের স্থান নাম-এ বিষয়শ্রেণী:নিউজিল্যান্ড যোগ না করে নিউজিল্যান্ডের ভূগোল এই জাতীয় যোগ করা ভালো ছিল। একই রকম ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল এন্ড টাওয়ার (শিকাগো) ও অন্যান্য নিবন্ধ। উইকিপিডিয়া:বিষয়শ্রেণীকরণ#Category_tree_organization দেখলেই বুঝতে পারবেন কেন বলছি। আমার পরামর্শ হল, যে নিবন্ধে বিষয়শ্রেণী যোগ করবেন সেই নিবন্ধের ইংরেজি উইকির নিবন্ধ দেখে বিষয়শ্রেণী যোগ করলে ভালো হয়। এতে বিষয়শ্রেণী করার এত নিয়ম কানুন মনে রাখতে হবে না। শুধু ইংরেজি উইকি দেখতে বিষয়শ্রেণী বসিয়ে দিলেই হবে এমনকি যদি সেই বিষয়শ্রেণীটি বাংলা উইকিতে না থাকে।

প্রিয় আফতাব, উইকিতে সবচেয়ে বড় সমস্যাটিই হলো এই যে, অন্যের করা কাজগুলো আমাদের করতে হয় - যা অনেক অনেক অভিজ্ঞরা থাকার পরও করে না; বরং ট্যাগ লাগিয়েই সটকে পড়ে! যাই হোক, মূল সমস্যাটার কথা বলি, ঐ পদ্ধতিতে বিষয়শ্রেণী করতে গেলে দেখা যাবে যে অধিকাংশ বিষয়শ্রেণীই তৈরী করা নেই - আবার আমাকেই বা আমার মতো কাউকেই তা করতে হবে! কাজেই যত সাধারণভাবে পারা যায় একটি বিষয়শ্রেণী যোগ করে দিচ্ছি আমি - তাতে অন্ততঃ একটি বিষয়শ্রেণীতো রইলো - পরে যদি আরো আগ্রহী কেউ থাকে বা আসে - সে-ই না-হয় এগিয়ে নিয়ে গেলো উইকিকে! আশা করি বুঝতে পারছো ভাইয়া। - Ashiq Shawon (আলাপ) ০৬:২৭, ৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
বিষয়শ্রেণীর নাম পরিবর্তন করলে ব্যবহারকারী:Aftabuzzaman/খেলাঘর-এ একটু জানাবেন (বা ফেসবুকে একটা বার্তা দিয়ে জানাতে পারেন), তাহলে আমি আপনার হয়ে বট দিয়ে এক বিষয়শ্রেণীতে থাকা নিবন্ধ নতুন (নামান্তরিত) বিষয়শ্রেণীতে স্থানান্তর করে দিব। আপনার আর কষ্ট করতে হবে না। --আফতাব (আলাপ) ১৭:১৯, ১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
সমূহ যুক্ত কিছু বিষয়শ্রেণী রয়েছে; যেমনঃ মীরসরাই উপজেলার ইউনিয়ন সমূহ। এই জাতীয়গুলো ঠিক করতে হবে। তবে, সত্যি বলতে কি, কেবল 'বিষয়শ্রেণী' নয়, আমি একই সাথে আরো বেশ কিছু সম্পাদনাও করি। তবে অতটুকু করলেও আমার কাজ কিছুটা কমবে। - Ashiq Shawon (আলাপ) ১২:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
বিষয়শ্রেণী:বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলসমূহ - ইউনিয়ন সমূহ কে ইউনিয়নসমূহ-এ আনবো নাকি নাম থেকে সমূহ বাদ দিব? --আফতাব (আলাপ) ১৬:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
বিষয়শ্রেণির প্রতিটি থেকেই "সমূহ" শব্দটি বাদ যাবে। বিষয়শ্রেণি দ্বারা 'গ্রুপ' বুঝায়, কাজেই এতে 'সমূহ' কথাটি থাকবে না; যেমন: 'বিষয়শ্রেণি:বই', 'বিষয়শ্রেণি:উপন্যাস' ইত্যাদি। - Ashiq Shawon (আলাপ) ১৮:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পরামর্শ

ভাই আশিক ধড় বিবস্ত্র পাতাটি আমি তৈরি করলাম কিন্ত ঐ নামটি আমার মনে হয় যথাযথ হয়নি, উর্ধাঙ্গ বিবস্ত্রতা বা টপলেস এর মত কিছু হওয়া উচিৎ ছিলো বোধ হয়। পাতাটি একটু পড়ে একটা নাম ঠিক করবেন প্লিজ!! আর হলেপারে আন্তঃউইকি সংযোগটাও দিবেন!! ঠিক আছে? আজিজ (আলাপ) ০৯:০০, ১৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নগ্ন বক্ষ শব্দটিই সর্বাধিক ব্যবহৃত হয়েছে এইক্ষেত্রে (উইকিতেও এটিই ব্যবহৃত হয়েছে ‘প্রদর্শনকামনা’ নিবন্ধে); এছাড়াও বিবস্ত্র বক্ষ, অনাবৃত বক্ষ, বক্ষ অনাবৃত্ত - এগুলোও ব্যবহার করা যায়। আপাততঃ তাই, ‘নগ্ন বক্ষ’-ই রাখা হলো। - Ashiq Shawon (আলাপ) ১২:২১, ১৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন


যে শব্দের প্রচলিত কোন পারিভাষিক শব্দ নেই সেগুলোকে কি আমরা অনুবাদ ছাড়াই রেখে দিতে পারিনা ব্রাদার? নাহলে তো ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি টার্মেরও বঙ্গানুবাদ প্রয়োজন হয়ে পড়বে। ফের দৌস
ভাইজান,
'নগ্ন বক্ষ' শব্দটি ব্যবহৃত হয়, কাজেই এটি ব্যবহার করলাম। - Ashiq Shawon (আলাপ) ১৬:৫৪, ২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পরিষ্কার করুন

ভাই সাহেব, ভালা আছেন নি? উইকিপিডিয়া আলোচনা সভায় প্রচুর আলোচনা জমে গেছে। আমার মনে হয় এখন কিছু আলোচনা আর্কাইভে তুলে রাখার সময় হয়েছে। আশাকরি ব্যাপারটাতে একটু নজরপাত করবেন। ধন্যবাদ। ফের দৌস ১০:২০, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

হা হা! আছি ভালোই। পর-সমাচার এই যে, আপনাদের মতো গুরুজনেরা আছেন বলেই আমরা বিভিন্ন দিকে খেয়াল না-করেও নিশ্চিন্তে দিন-মান পার করতে পারি। আপাততঃ এই অবস্থায় এনে রাখলাম - পরে আবার না-হয় হাত দেবোখন। শুভেচ্ছান্তে - Ashiq Shawon (আলাপ) ১৯:০২, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Kichu kotha

Vai,bangla keaboard to amar ekhane nai ejonne englishe likhte hoiteche!vai shurutei janalam kichu shuveccha ebong ovinondon. Shah bhai (আলাপ) ১০:৫৯, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Thank you

Thank you apnar dewa website ta diye ami avro keyboard download korechi.ebar theke sobkichu bangla-e likhbo. Shah bhai (আলাপ) ১৪:১১, ১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পরামর্শ

ভাইয়া, আশা করছি ভালোই আছেন। আমি উইকিতে কাজের সময় আমি সম্ভবত কিছুটা হলেও ধ্বংসপ্রবণতা নিয়ে কাজ করেছি। আমার সম্পাদনা ইতিহাস দেখে একটু জানাবেন কি আমি রোলব্যাক অধিকারটি পাওয়ার উপযুক্ত কিনা? তাহলে আমি অধিকারের জন্য আবেদন করতে পারি। শাহাদাত সায়েম (আলাপ) ০৫:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনি আবেদন করুন; আশা করি অধিকার দেয়া যাবে। - Ashiq Shawon (আলাপ) ১২:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

একটি ছোট সংশোধন

জনাব আশিক শাওন, আমি একটি গঠনমূলক সম্পাদনা করেছি স্টার স্পোর্টস ১‎ পাতায় । কারণ ছিল সেখানে ভুল একটি তথ্য -বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর খেলা সম্প্‌রচার স্বত্ত স্টার স্পোর্টস ১ এর নেই। বরং তা হল "নিম্বাস" চ্যানেলের । তাদের থেকে স্টার স্পোর্টস ১ ও গাজি টিভি এবং অন্যরাও ও ফিড ক্রয় করে। আমি এটা উল্লেখ করলাম কারণ হয়তো আপনি খেয়াল করেননি। আমার চোখে পড়েছে তাই undo করি। আমার অনভিজ্ঞতাকে ক্ষমা করবেন। Hatorininja (আলাপ) ০৬:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

এখানে যদি পরিবর্তন করতে হয় তবে বাংলাদেশের ক্রিকেট লাগানো যাবে বলে দেখা যাচ্ছে Hatorininja (আলাপ) ০৬:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

১ টি শুদ্ধের সাথে ৩টি ভুল লিংক দেয়ার মানে কি? - Ashiq Shawon (আলাপ) ০৭:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
আমাদের কাজ বাড়ানোর কোন মানে নেই; কারন, এরফলে কাজ ডবল হয়। - Ashiq Shawon (আলাপ) ০৭:০৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন