বারোরা

স্থানাঙ্ক: ২৩°৪৭′৪৩″ উত্তর ৮৬°১৩′৩৯″ পূর্ব / ২৩.৭৯৫৩৮৯° উত্তর ৮৬.২২৭৫৮৯° পূর্ব / 23.795389; 86.227589
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারোরা
আদমশুমারি শহর
বারোরা ঝাড়খণ্ড-এ অবস্থিত
বারোরা
বারোরা
বারোরা ভারত-এ অবস্থিত
বারোরা
বারোরা
ভারতে ঝাড়খণ্ডে অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৭′৪৩″ উত্তর ৮৬°১৩′৩৯″ পূর্ব / ২৩.৭৯৫৩৮৯° উত্তর ৮৬.২২৭৫৮৯° পূর্ব / 23.795389; 86.227589
দেশ ভারত
রাজ্যঝাড়খণ্ড
জেলাধানবাদ
আয়তন
 • মোট১.৫৮ বর্গকিমি (০.৬১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩,৮৯০
 • জনঘনত্ব২,৫০০/বর্গকিমি (৬,৪০০/বর্গমাইল)
ভাষা
 • Officialহিন্দি, উর্দু
সময় অঞ্চলIST (ইউটিসি+৫ঃ৩০)
Telephone/ STD code০৬৫৪২
Lok Sabha constituencyGiridih
Vidhan Sabha constituencyBaghmara
ওয়েবসাইটdhanbad.nic.in

বারোরা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার ধানবাদ সদর মহকুমার বাগমারা সিডি ব্লকের একটি আদমশুমারি শহর।

ভূগোল[সম্পাদনা]

অবস্থান[সম্পাদনা]

বারোরা ২৩°৪৭′৪৩″ উত্তর ৮৬°১৩′৩৯″ পূর্ব / ২৩.৭৯৫৩৮৯° উত্তর ৮৬.২২৭৫৮৯° পূর্ব / 23.795389; 86.227589 এ অবস্থিত।

পর্যালোচনা[সম্পাদনা]

মানচিত্রে প্রদর্শিত অঞ্চল আপল্যান্ড কয়লাখনি দিয়ে প্রবাহিত একটি অংশ। দামোদর নদী দক্ষিণ সীমান্ত বরাবর প্রবাহিত [ছোট নাগপুর মালভূমি] সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। দামোদরের বাইরের এলাকা একসময় ধানবাদ জেলার অংশ ছিল কিন্তু 2001 সালে বোকারো জেলায় স্থানান্তরকরা হয়। মানচিত্রে প্রদর্শিত এলাকার অধিকাংশই [বাগমারা (কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক)] এর অংশ। বাগমারা সিডি ব্লকে জনসংখ্যার ৬৭% গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে ৩৩% বসবাস। ব্লকে ১৮টি [আদমশুমারি শহর] আছে, সব মানচিত্রে চিহ্নিত, রাজগঞ্জ যা জেলার উত্তর অংশের মানচিত্রে দেখানো হয়েছে। ধানবাদ পৌরস ং স্থার একটি অংশ কাটরা পর্যন্ত এই অঞ্চলে বিস্তৃত। ডিএমসি এলাকার স্থান প্রতিবেশী হিসাবে চিহ্নিত করা হয়। ডিএমসি এলাকার অধিকাংশ ই জেলার মধ্য ও দক্ষিণ অংশের জন্য মানচিত্রে দেখানো হয়। ভারত কোকিং কয়লার তিনটি কার্যকরী এলাকা এই অঞ্চলের মধ্যে সম্পূর্ণভাবে পরিচালিত হয় - কাটরা এলাকা, বারোরা এলাকা এবং ব্লক ২ এলাকাপশ্চিম ঝরিয়া অঞ্চল এর মাহুদা সেক্টরও এই অঞ্চলে পরিচালিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]