বিষয়বস্তুতে চলুন

বাবাসাহেব পুরন্দরে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাবাসাহেব পুরন্দরে
মুম্বাইয়ের একটি যাদুঘরে বসা বাবাসাহেব পুরন্দরে
জন্ম
বলবন্ত মোরেশ্বর পুরন্দরে

(1922-07-29) ২৯ জুলাই ১৯২২ (বয়স ১০২)
জাতীয়তাভারত
পেশালেখক, ঐতিহাসিক
সন্তানমাধুরী, প্রসাদ, আমরুট
পিতা-মাতামোরেশ্বর পুরন্দরে

বলবন্ত মোরেশ্বর পুরন্দরে (মারাঠি: बळवंत मोरेश्वर पुरंदरे) একজন বিখ্যাত মারাঠি সাহিত্যিকইতিহাসবিদ। তিনি হিন্দু ধর্মের মান্যতা অনুযায়ী একটি পবিত্র দিন নাগ পঞ্চমীর দিন ২৯ জুলাই, ১৯২২ সালে পুণেতে জন্মগ্রহণ করেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

বলবন্ত মোরেশ্বর পুরন্দরে যিনি বাবাসহেব পুরন্দরে নামে বেশি পরিচিত। তিনি ১৯২২ সালে পুণে জেলার সাসওয়ার নামক একটি গ্রামে জন্ম গ্রহণ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

বাবাসাহেব পুরন্দরে তার প্রথম লেখা থিঙ্গয়্যা নামক একটি বই যেটি ছত্রপতি শিবাজীর প্রাথমিক জীবনের উপর ভিত্তি করে লিখিত। তারপর তিনি একএকে আরও অনেক বই লেখেন। কিন্তু তিনি জনপ্রিয়তা পান জনতা রাজা নাটক, শিবাজী ও বিভিন্ন পেশওয়াদের জীবনী বা তার উপর ভিত্তি করে লেখা বিভিন্ন বই লিখার ফলে।

সংগ্রামী জীবন

[সম্পাদনা]

১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পরও পর্তুগিজরা গোয়া, চন্দননগরদাদরা ও নগর হাভেলি ইত্যাদি ভারতের অংশগুলি তারা ছাড়তে চায়নি। এর জন্য দাদরা ও নগর হাবেলীতে সুধির ফড়কের নেতৃত্বে বাবাসাহেব ও আরও অন্যান্যর আন্দোলন করেছিলেন।

পুরস্কার ও সম্মান

[সম্পাদনা]

বাবাসাহেব পুরন্দরে তার জীবনে কয়েকটি পুরস্কার দ্বারা সম্মানিত হন, সে সবের মধ্যে মধ্যপ্রদেশ সরকার প্রদত্ত কালিদাস সম্মান এবং মহারাষ্ট্র সরকার প্রদত্ত মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অন্যতম।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kalidas Samman to Shri Purandare"। Department of Public Relations, Madhya Pradesh Government। নভেম্বর ২০, ২০০৭। ১৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬ 

১৯২২-এ জন্ম