বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা
বাংলাদেশ মেরিন একাডেমীর লোগো.png
ওয়েবসাইটmacademypabna.portal.gov.bd

বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা বাংলাদেশে নির্মাণাধীন চারটি  আন্তর্জাতিক মানের মেরিন একাডেমির একটি হচ্ছে পাবনাবেড়ায়। উপজেলার নগরবাড়ী ঘাটের পাশে নাটিয়াবাড়ী মৌজায় ১০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে এই মেরিন একাডেমী।[১][২][৩]

অবস্থান[সম্পাদনা]

এই একাডেমি পাবনার বেড়া উপজেলার নগরবাড়িতে অবস্থিত। ২০১২ সালে পাবনা মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাবনা -২ আসনের তৎকালীন সংসদ সদস্য ও তৎকালীন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার । [১]

বিবরণ[সম্পাদনা]

একাডেমিতে বহুতলবিশিষ্ট মোট ১০টি ভবন নির্মাণ করা হয়। এ একাডেমিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য ডেক ক্যাডেট এবং মেরিন ইঞ্জিনিয়ার ক্যাডেট প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ করা হয়েছে।[২]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

এখন পর্যন্ত একাডেমির শিক্ষা কার্যক্রম শুরু হয় নাই। ২০২০-২১ শিক্ষা বর্ষের জন্য এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রাথমিক ভাবে এই একাডেমীতে ৫০ জন ক্যাডেট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরো দেখুন[সম্পাদনা]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BanglaNews24.com। "পাবনা মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯ 
  2. "কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯ 
  3. "দেশে আরো ৪টি মেরিটাইম একাডেমি হচ্ছে | শিক্ষাঙ্গন | The Daily Ittefaq"archive1.ittefaq.com.bd। ২০১৯-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯