বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ ইতিহাস পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ ইতিহাস পরিষদ
গঠিত১৯৬৬
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

বাংলাদেশ ইতিহাস পরিষদ বাংলাদেশের ঐতিহাসিকদের একটি সংগঠন। ১৯৬৬ সালে (বাংলা ১৩৭৩) প্রতিষ্ঠিত এই সংগঠনটিই বাংলাদেশে প্রথম ইতিহাস বিষয়ক সংস্থা। [][]

ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশ ইতিহাস পরিষদ ১৯৬৬ সালে গঠিত হয়েছিল। ইতিহাস পরিষদ মূলত প্রফেসর এ.বি.এম হাবিবুল্লাহর মাধ্যমে শুরু হয়॥ তিনি তার কয়েকজন সহকর্মী, ছাত্র এবং জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে সমিতটি প্রতিষ্ঠা করেন। এটি ছিল বাংলাদেশের প্রথম ঐতিহাসিক সমিতি। সংগঠনের লক্ষ্য হ'ল বাংলা ভাষায় রচিত ঐতিহাসিক প্রকাশনার প্রচার করা। এই সংগঠন বাংলাদেশের ইতিহাস নিয়ে সম্মেলন ও সেমিনার করে থাকে। এছাড়া বাংলাদেশের ইতিহাস বিষয়ক প্রকাশিত ভালো রচনাকে পুরস্কার প্রদান করে। [][]

সাংগঠনিক কাঠামো

[সম্পাদনা]

বাংলাদেশ ইতিহাস পরিষদের কার্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩০১৪ নম্বর কক্ষে অবস্থিত। এর সদস্য এক হাজারেরও বেশি। তাদের মধ্য থেকে ২৭ জন কর্মকর্তা নিয়ে দু’বছরের জন্য নির্বাচিত একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। তাদের মাধ্যমেই ইতিহাস পরিষদ পরিচালিত হয়। ইতিহাস বিষয়ে আগ্রহী যে-কোন স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিই এর সদস্যপদ লাভ করতে পারেন। আর্থিকভাবে বাংলাদেশ ইতিহাস পরিষদ সদস্যদের চাঁদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুদান এবং বিভিন্ন ব্যক্তিবর্গের দানের উপর নির্ভরশীল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "47th Int'l Annual Conference of Bangladesh Itihas Parishad today"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৮ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮ 
  2. "Bangladesh Itihas Parishad marks golden jubilee"Daily Sun (ইংরেজি ভাষায়)। ১৮ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮ 
  3. মোঃ আখতারুজ্জামান (২০১২)। "বাংলাদেশ ইতিহাস পরিষদ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. "Menon for including history of Bangladesh's emergence in curricula"theindependentbd.com। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮