বিষয়বস্তুতে চলুন

বলিভীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বলিভিয়ান ফুটবল ফেডারেশন থেকে পুনর্নির্দেশিত)
বলিভীয় ফুটবল ফেডারেশন
কনমেবল
প্রতিষ্ঠিত১৯২৫; ৯৯ বছর আগে (1925)[]
সদর দপ্তরকোচাবাম্বা, বলিভিয়া
ফিফা অধিভুক্তি১৯২৬[]
কনমেবল অধিভুক্তি১৯২৬
ওয়েবসাইটwww.fbf.com.bo

বলিভীয় ফুটবল ফেডারেশন (স্থানীয়ভাবে: [feðeɾaˈsjom boliˈβjana ðe ˈfutβol], স্পেনীয়: Federación Boliviana de Fútbol, ইংরেজি: Bolivian Football Federation; এছাড়াও সংক্ষেপে বিএফএফ নামে পরিচিত) হচ্ছে বলিভিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বলিভিয়ার রাজধানী কোচাবাম্বায় অবস্থিত।

এই সংস্থাটি বলিভিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বলিভীয় প্রথম বিভাগ, কোপা সিমন বলিভার এবং বলিভীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।

কর্মকর্তা

[সম্পাদনা]
১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি
সহ-সভাপতি
সাধারণ সম্পাদক
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক ওয়ালতার দিয়াস
প্রযুক্তিগত পরিচালক ক্রিস্টিয়ান কিরোগা
ফুটসাল সমন্বয়কারী এরোল মেন্দোসা দুরান
জাতীয় দলের কোচ (পুরুষ) সেসার ফারিয়াস
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী হুয়ান কার্লোস লুগোনেস আন্তেসানা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]