ব্রজমোহন বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বরিশাল ব্রজমোহন স্কুল থেকে পুনর্নির্দেশিত)
ব্রজমোহন বিদ্যালয়
বিএম স্কুল
ঠিকানা
কালীবাড়ী রোড


৮২০০

তথ্য
নীতিবাক্যসত্য, প্রেম, পবিত্রতা
প্রতিষ্ঠাকাল২৭ জুন ১৮৮৪ (1884-06-27)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল
বিদ্যালয় জেলাবরিশাল
শ্রেণীতৃতীয় - দশম
লিঙ্গবালক বিদ্যালয়
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহুরে
রং        
ক্রীড়াক্রিকেট, ফুটবল
ডাকনামবিএম স্কুল
পূর্ব নামব্রজমোহন ইনস্টিটিউট

ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল) বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ১৮৮৪ সালে ব্রজমোহন ইনস্টিটিউশন নামে প্রথম শ্রেণীর ইংরেজি উচ্চ বিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। বরিশাল জিলা স্কুল-এর পরে এটি বরিশাল শহরের দ্বিতীয় প্রাচীনতম উচ্চ বিদ্যালয়। বর্তমানে এখানে তৃতীয় থেকে দশম শ্রেণীতে পাঠদান করা হয়।

এছাড়া ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণ বরিশালের বাংলা নববর্ষ উদযাপনের কেন্দ্র ও বিদ্যালয়ের বিস্তৃত মাঠে প্রতিবছর বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

১৮৮৪ সালের ২৭ জুন প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিক ও শিক্ষানুরাগী অশ্বিনীকুমার দত্ত তার বাবা, বাবু ব্রজমোহন দত্তের নামে বরিশাল শহরে কালীবাড়ী রোড এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। [৩][৪] শুরুতে এটি ব্রজমোহন ইনস্টিটিউশন নামে পরিচিত হলেও পরবর্তীতে ব্রজমোহন বিদ্যালয় হিসেবে এর নামকরণ করা হয়। সেসময় এটি ছিল বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন উচ্চ বিদ্যালয়।

অবকাঠামো[সম্পাদনা]

বিএম স্কুলে মূল ভবনে একটি হল রুম রয়েছে যেটি বরিশাল শহরের অন‍্যতম পুরনো হলরুম হিসেবে পরিচিত।তাছাড়া এর পাশাপাশি আরো দুটি ভবন রয়েছে।মূল ভবন দুই তলা।এবং বাকিগুলো একতলা ভবন।

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

শিক্ষার্থীদের পোশাক[সম্পাদনা]

সাদা শার্ট ও নেবি ব্লু প‍্যান্ট

শিক্ষা-সহায়ক কার্যক্রম[সম্পাদনা]

  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
  • বাংলাদেশ স্কাউটস
  • বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি,এন,সি,সি)
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বরিশালে এগিয়ে চলছে মঙ্গল শোভাযাত্রার কাজ"। দৈনিক যুগান্তর। ৯ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  2. "বরিশালে বর্ষবরণে নানান আয়োজন"। ১৩ এপ্রিল ২০১৫। ৩ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  3. "অশ্বিনীকুমার দত্ত"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  4. "অশ্বিনীকুমার দত্ত - জাতীয়তাবাদী নেতা"। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  5. "উপমার জাদুকর কবি জীবনানন্দ দাশ"। ১৮ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "জীবনানন্দ দাশের মৃত্যুবাষির্কী আজ"। দৈনিক কালের কন্ঠ। ২২ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  7. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৬৯০, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬

বহিঃসংযোগ[সম্পাদনা]