বরগুনা জিলা স্কুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বরগুনা জিলা স্কুল
বরগুনা জিলা স্কুলের প্রতীক
ঠিকানা
আবদুল কাদের সড়ক


৮৭০০

তথ্য
ধরনসরকারী বিদ্যালয়
নীতিবাক্য"জ্ঞানই শক্তি"
প্রতিষ্ঠাকাল১৯৭০ (1970)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল
অধ্যক্ষহাছিনা বেগম
কর্মকর্তা
শিক্ষকমণ্ডলী৩৩
শ্রেণীতৃতীয় - দশম
লিঙ্গবালক বিদ্যালয়
শিক্ষার্থী সংখ্যা৯৯৭
ভাষাবাংলা
আয়তন৪.৫৩ একর
ক্যাম্পাসের ধরনশহুরে
রং        
ক্রীড়াক্রিকেট, ফুটবল

বরগুনা জিলা স্কুল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রসিদ্ধ বালক বিদ্যালয়। ১৯২৭ সালে এটি বরগুনা এম ই (মিডল ইংলিশ) স্কুল নামে প্রতিষ্ঠিত হয় ও ১৯৭০ সালে জাতীয়করণ করে নাম রাখা হয় "বরগুনা জিলা স্কুল"। এটি বরগুনা জেলার সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়। বর্তমানে বরগুনা জিলা স্কুলে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। উন্মুুুক্ত শিক্ষা ব্যবস্থা রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

১৯২৭ সালে মোঃ রমজান আলী আকন একজন শিক্ষানুরাগী এবং সমাজ সেবক বরগুনা জেলার প্রথম মেট্রিক পাস এবং এন্ট্রান্স আই এস সি (কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে), পাঁচবার বরগুনা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট(প্রথম প্রেসিডেন্ট বরগুনা ইউনিয়ন বোর্ড), স্থানীয় অভিজাত ব্যক্তিবর্গদের নিয়ে বরগুনা এম ই স্কুল (বরগুনা মিডল ইংলিশ স্কুল) নামে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নিজেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৩১ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। ১৯৩৪ সালে আবদুল মজিদ মিয়া (বি.এ, বি.টি.) বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৩৮ সালে বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা হয়। [১] ১৯৭০ সালে বিদ্যালয়টির জাতীয়করণ হয় ও তৎকালীন পাকিস্তান সরকার এ বিদ্যালয়টির ব্যয়ভার ও পরিচালনার দায়িত্ব নেয়। তখন থেকে নাম হয় "বরগুনা জিলা স্কুল"।

অবকাঠামো[সম্পাদনা]

ভর্তি প্রক্রিয়া[সম্পাদনা]

বরগুনা জিলা স্কুলে প্রতিবছর ডিসেম্বর মাসের শেষে তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের পোশাক[সম্পাদনা]

স্কুলের নির্দিষ্ট পোশাক হলঃ সাদা শার্ট, প্রভাতি শাখা - নেভি ব্লু প্যান্ট, দিবা শাখা - সাদা প্যান্ট ও সাদা জুতো। শার্ট ফুল হাতা বা হাফ হাতা দুটোই গ্রহণযোগ্য। এছাড়া শীতকালে নীল রঙের সোয়েটারও ইউনিফরমের অন্তর্ভুক্ত। শার্টের পকেটে স্কুলের মনোগ্রামযুক্ত ব্যাজ থাকা আবশ্যক।

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

শিক্ষা-সহায়ক কার্যক্রম[সম্পাদনা]

  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • বিতর্ক ক্লাব
  • ক্রিকেট ক্লাব
  • বাংলাদেশ স্কাউটস
  • বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি,এন,সি,সি)
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট

ফলাফল[সম্পাদনা]

২০১১ হতে ২০১৫ সাল পর্যন্ত এস.এস.সি পরীক্ষায় এ বিদ্যালয়ের ফলাফল নিম্নরূপঃ

শিক্ষাবর্ষ ছাত্রসংখ্যা উত্তীর্ণ ছাত্রসংখ্যা পাসের শতকরা হার জি.পি.এ-৫ প্রাপ্ত তথ্যসূত্র [২]
২০১১ ১৩২ ১২৪ ৯১.২৩% ২০
২০১২ ১৫৫ ১৪৮ ৯৬.৬৭% ১০
২০১৩ ১৭৬ ১৬৭ ৯৭.০৯% ২৩
২০১৪ ১৯৭ ১৯৩ ৯৬.৪৮% ৪২
২০১৫ ১৬১ ১৪৭ ৮৯.০৪% ২০

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বরগুনা জিলা স্কুল পরিচিতি"বরিশাল শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৫ 
  2. "এক নজরে বরগুনা জিলা স্কুলে"বরিশাল শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]