ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয়
ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
ফান্দাউক বাজারের পাশে ৩৪৪১ | |
তথ্য | |
ধরন | উচ্চ বিদ্যালয় |
নীতিবাক্য | শিক্ষা-সংস্কৃতি-শান্তি-প্রগতি "শিক্ষা জাতির মেরুদণ্ড" |
প্রতিষ্ঠাকাল | ১৯১৯ |
প্রতিষ্ঠাতা | শ্রীযুক্ত বাবু পণ্ডিতরাম দাস |
বিদ্যালয় বোর্ড | কুমিল্লা শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | ব্রাহ্মণবাড়িয়া |
শ্রেণী | ৬ষ্ঠ - ১০ম |
ভাষা | বাংলা |
সময়সূচি | সকাল ১০.০০টা থেকে বিকেল ৪.০০টা |
শ্রেণীকক্ষ | ৩৫টি কক্ষ |
ক্যাম্পাসের ধরন | আধা সরকারি |
রং | নীল ও সাদা |
অ্যাথলেটিক্স | ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, ব্যাডমিন্টন ইত্যাদি |
মাস্কট | বইয়ের সঙ্গে আলোকিত মোমবাতি |
স্বীকৃতি | কুমিল্লা বোর্ড |
শ্রেণী কার্যক্রম | ক শাখা: ৬ষ্ঠ-১০ম খ শাখা: ৬ষ্ঠ -১০ম |
বিদ্যালয়ের ধরন | বালক - বালিকা |
ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসির নগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বাবু পণ্ডিতরাম দাস কর্তৃক ১৯১৯ সালে মাধ্যমিক বিদ্যালয়[১] হিসেবে যাত্রা শুরু করে । এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রিদের পড়াশোনার সুব্যবস্থা রয়েছে। এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে। ২০১৯ সালে ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয় তার প্রতিষ্ঠার ১০০বছর পূর্ণ করেছে।
ইতিহাস ও অবস্থান[সম্পাদনা]
ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বাবু পণ্ডিতরাম দাস কর্তৃক ১৯১৯ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে । এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুব্যবস্থা রয়েছে।
সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
বিদ্যালয়টিতে ছাত্রদের সমন্বয়ে একটি স্কাউট দল, সততা সংঘ সহশিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য একটি ক্লাব রয়েছে[২]। এদের সমন্বয়ে বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বনায়ন কার্যক্রম, স্কাউটিং কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়।[২]
শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ[সম্পাদনা]
মূলত এই বিদ্যালয় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার সুব্যবস্থা রয়েছে।
শাখা সমূহ[সম্পাদনা]
- ৬ষ্ঠ শ্রেণি : শাখা:ক,খ,গ
- ৭ম শ্রেণি : শাখা:ক,খ
- ৮ম শ্রেণি : শাখা:ক,খ
- ৯ম শ্রেণি : বিভাগ:বিজ্ঞান,মানবিক,বাণিজ্য
- ১০ম শ্রেণি : বিভাগ:বিজ্ঞান,মানবিক, বাণিজ্য
প্রচলিত কোর্স[সম্পাদনা]
এ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বোর্ড অনুমোদিত ৩টি কোর্স বা গ্রুপ রয়েছে। এগুলো হলঃ বিজ্ঞান ও মানবিক ও কর্মাস।
খেলার মাঠ[সম্পাদনা]
বিদ্যালয়ের পেছনে বড় একটি খেলার মাঠ আছে । এই মাঠের নাম (কালী বাড়ি চর)। এই মাঠে জাতীয় দিবসের নানা কর্মসূচী সহ ইউনিয়নের বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে।
কৃতি ছাত্র-ছাত্রী[সম্পাদনা]
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "নাসিরনগর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪।
- ↑ ক খ "নাসিরনগরে এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়: এবারও শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"। The voice of Brahmanbaria || Local news means the world is (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪।