প্রশান্ত নায়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রশান্ত নায়ার একজন ভারতীয় বিমানচালকমহাকাশচারী। ফেব্রুয়ারি ২০২৪-এ তিনি ভারতের গগনযান প্রকল্পের মহাকাশচারী হিসাবে নির্বাচিত হয়েছেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ইনস্টিটিউট অব অ্যারোস্পেস মেডিসিন কর্তৃক ২০১৯ খ্রিস্টাব্দে মহাকাশচারী নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছিলেন, যা ভারতীয় বিমান বাহিনীর অধীনে আসে। পরবর্তীতে, আইএএম ও ইসরো চূড়ান্ত চারে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হন। অন্য তিন জনের সহিত তিনি ২০২০ খ্রিস্টাব্দে প্রাথমিক প্রশিক্ষণের জন্য রাশিয়া গমন করেন। প্রাথমিক প্রশিক্ষণ ২০২১ সালে সম্পন্ন হয়েছিল। ভারতে ফিরে এসে বেঙ্গালুরুর মহাকাশচারী প্রশিক্ষণ সুবিধায় প্রশিক্ষণে যোগদান করেন।[১]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ খ্রিস্টাব্দের ২৭শে ফেব্রুয়ারি তিরুবনন্তপুরমে ইসরো-র বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ভারতের প্রথম মহাকাশ অভিযানের মহাকাশচারী দলের সদস্যদের নাম নাম ঘোষণা করেন, যে তালিকায় তাঁর নাম জনসম্মুখে প্রথম দাপ্তরিকভাবে ঘোষিত হয়।[১][২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kumar, Chethan। "Nair, Prathap, Krishnan and Chauhan listed for Gaganyaan mission"The Timesof India। Bengaluru: Times Group। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. "Kerala celebrates as local son Prasanth Balakrishnan Nair gears up for Gaganyaan space mission"The Telegraph। Palakkad। ABP। ২৭ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]