বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:রসায়ন/নির্বাচিত নিবন্ধ/১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্ল‌ুকোজ (ইংরেজী: Glucose) বা দ্রাক্ষা-শর্করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট যা শর্করার রাসায়নিক শ্রেণিবিভাগে এক প্রকার একশর্করা বা মনোস্যাকারাইড। জীবন্ত কোষ গ্ল‌ুকোজকে শক্তি ও বিপাকীয় প্রক্রিয়ার একটি উৎস হিসেবে ব্যবহার করে। সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার অন্যতম প্রধান উৎপাদ। গ্ল‌ুকোজ প্রাণী ও উদ্ভিদের কোষের শ্বাসক্রিয়ায় অন্যতম অপরিহার্য উপাদান। পাকা, মধু ও আধিকাংশ মিষ্ট ফলে গ্ল‌ুকোজ থাকে। রক্তে এবং বহুমূত্র রোগীর মূত্রে সামান্য পরিমাণে গ্ল‌ুকোজ আছে। “গ্ল‌ুকোজ” গ্রিক শব্দ glukus (γλυκύς) থেকে উদ্ভ‍‌ূত হয়েছে, যার অর্থ “মিষ্টি” এবং "-ose" প্রত্যয়টি চিনি নির্দেশ করে। অ্যালডোহেক্সোজ চিনির দুইটি স্টেরিও সমাণু গ্ল‌ুকোজ নামে পরিচিত, যার মাত্র একটি (ডি-গ্ল‌ুকোজ ) জৈবিকভাবে সক্রিয়। এই গঠনটিকে অনেক সময় ডেক্সট্রোজ ("ডেক্সট্রোরোটেটরি" হতে উদ্ভ‌ূত) মনোহাইড্রেট অথবা বিশেষত খাদ্য শিল্পে সাধারণভাবে ডেক্সট্রোজ বলা হয়। এই নিবন্ধটিতে ডি-গঠনবিশিষ্ট গ্ল‌ুকোজ নিয়ে আলোচনা করা হয়েছে, এল-গ্ল‌ুকোজ কোষে জৈবিকভাবে বিপাকীয় ক্রিয়ায় অংশগ্রহন করে না, যা গ্লাইকোলাইসিস নামে পরিচিত। আরও দেখুন...