প্রবেশদ্বার:বলিউড/নির্বাচিত জীবনী/১৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমির খান

আমির খান (ইংরেজি: Aamir Khan; হিন্দি: आमिर ख़ान; জন্ম: ১৪ মার্চ ১৯৬৫) হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক। হিন্দি চলচ্চিত্রে সফল কর্মজীবনের মাধ্যমে তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার এবং মনোনয়ন অর্জন করেছেন। তিনি নিজস্ব উদ্যোগে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস প্রতিষ্ঠা করেছেন। তিনি তার চাচা নাসির হুসেনের ইয়াদোঁ কি বারাত (১৯৭৩) ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক করেন। ১৯৭৩ সালে ইয়াদোঁ কি বারাত চলচ্চিত্র্রে শিশুশিল্পী হিসাবে তার অভিনয় জীবন শুরু হয়। তবে পেশাগতভাবে তার অভিনয় জীবনের সূচনা ১৯৮৪ সালে হোলি চলচ্চিত্র্রের মাধ্যমে। তার প্রথম বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র কেয়ামত সে কেয়ামত তক, যার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ভারত সরকার ২০০৩ সালে তাকে পদ্মশ্রী এবং ২০১০ সালে পদ্মভূষণ পদকে সম্মানিত করেন। ২০১৩ সালের এপ্রিলে, টাইম ম্যাগাজিনের তালিকার তিনি বিশ্বের ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ছিলেন।