প্রবেশদ্বার:বলিউড/নির্বাচিত অভিনেতা/২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সালমান খান (হিন্দি: सलमान ख़ान; (১৯৬৫-১২-২৭)২৭ ডিসেম্বর ১৯৬৫) হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি এপর্যন্ত প্রায় ১০০টির বেশি হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বলিউডের একজন অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা। তিনি ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি চলচ্চিত্রে গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র ম্যায়নে প্যায়ার কিয়া ১৯৮৯ সালে মুক্তি পায়; এ কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এরপর নব্বইয়ের দশকে তিনি বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন, যেমন প্রণয়মূলক সাজন (১৯৯১), প্রণয়মূলক নাট্যধর্মী হাম আপকে হ্যাঁয় কৌন..! (১৯৯৪), মারপিটধর্মী রোমহর্ষক করণ অর্জুন (১৯৯৫), হাস্যরসাত্মক জুড়ওয়া (১৯৯৭), প্রণয়মূলক প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া (১৯৯৮), হাস্যরসাত্মক বিবি নাম্বার ওয়ান (১৯৯৯) ও পারিবারিক নাট্যধর্মী হাম সাথ-সাথ হ্যাঁয় (১৯৯৯)।