বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:পিংক ফ্লয়েড/নির্বাচিত গান/৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"ইট উড বি সো নাইস" ১৯৬৮ সালে প্রকাশিত রক ব্যান্ড পিংক ফ্লয়েডের চতুর্থ একক গান, যেটি রচনা করেছেন দলটির তৎকালীন কিবোর্ডবাদক এবং গায়ক রিচার্ড রাইট। গানটি ১৯৭১ সালের সংকলন রেলিক্স অ্যালবামের পাশাপাশি ১৯৯২ সালে শাইন অন বক্স সেট প্রকাশের আগে দ্য আর্লি সিঙ্গেল্স হিসাবে প্রকাশিত হয়েছিল। এটি কেবলমাত্র দা বেস্ট অব দা পিংক ফ্লয়েড (১৯৭০) এবং বিখ্যাত বুটলেগ দা ডার্ক সাইড অব দা মো সংকলন অ্যালবামে সংকলিত হয়েছে। গানটির বি-সাইডে রয়েছে "জুলিয়া ড্রিম" একক, যেটি রচনা করেছেন দলটির গিটারবাদক রজার ওয়াটার্স (যিনি ধীরে ধীরে দলটির মূল গীতিকার ও কণ্ঠশিল্পী হয়ে ওঠেন) যেটি দা আর্লি সিঙ্গেল্স অ্যালবামে পুনরায় প্রকাশিত হয়েছিল। (সম্পূর্ণ নিবন্ধ...)

আরো পড়ুন...