বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:চলচ্চিত্র/নির্বাচিত নিবন্ধ/১৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার

মনের মাঝে তুমি (ইংরেজি: Moner Mahje Tumi) এটি ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। আন্তর্জাতিক মান সম্পূর্ণ এই ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। সম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে দুটি ছেলে মেয়ের কিশোর বেলার বন্ধুত্বকে কেন্দ্র করে উঠে এসেছে নানা জটিলতা, পাওয়া-নাপাওয়া, প্রেম-ভালবাসা, ও হাসি-কান্নার হৃদয়বিদরক জীবন ছবি। বাংলাদেশের প্রবীন পরিচালক মতিউর রহমান পানু পরিচালিত এই ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়।

ছবির দু'টি মূলচরিত্রে অভিনয় করেছেন রিয়াজপূর্ণিমা এবং দু'টি পার্শচরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ততনু রায়মনের মাঝে তুমি ছবিটি মুক্তির পর- যে সকল দর্শকরা বাংলা ছবির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদেরকে আবার সিনেমা হলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। দর্শক, সমালোচক সহ সবাইকে ছবির দক্ষ নির্মাণ শৈলী দিয়ে মুগ্ধ করেন পরিচালক। এবং নতুন করে বাংলা চলচ্চিত্র নিয়ে স্বপ্ন দেখেন নির্মাতারা। এই ছবির সাফল্যের পর রিয়াজ-পূর্ণিমা জুটিকে নিয়ে বেশ কিছু ভালো ছবি নির্মাত হয়। এগুলো হলো: শহিদুল ইসলাম খোকন এর টাকা: The Ultimate Magic, চাষী নজরুল ইসলাম এর শাস্তি: Punishmentমেঘের পরে মেঘ: Clouds After Cloud এবং এস এ হক অলিক এর হৃদয়ের কথাআকাশ ছোঁয়া ভালোবাসা উল্লেখ যোগ্য।