বিষয়বস্তুতে চলুন

পূর্ণিয়া বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ণিয়া বিশ্ববিদ্যালয়
ধরনসরকারি
স্থাপিত১৮ মার্চ ২০১৮; ৬ বছর আগে (18 March 2018)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
আচার্যবিহার সরকার
উপাচার্যরাজনাথ যাদব[]
ঠিকানা, , ,
ভাষাহিন্দি, ইংরেজি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
মানচিত্র

পূর্ণিয়া বিশ্ববিদ্যালয় হল ভারতীয় অঙ্গরাজ্য বিহারের পূর্ণিয়া শহরের একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা অনুমোদিত বিশ্ববিদ্যালয়টি[] ২০১৮ খ্রিস্টাব্দে ভূপেন্দ্র নারায়ণ মন্ডল বিশ্ববিদ্যালয় থেকে দ্বিখণ্ডিত হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়াতনটি উত্তর-পশ্চিম পূর্ণিয়ায় ৩৭.২৪ একর (১৫.০৭ হেক্টর) জুড়ে বিস্তৃত।

বিশ্ববিদ্যালয়টি তার ১৯ টি অনুমোদিত মহাবিদ্যালয়ের মাধ্যমে ২৫ টিরও বেশি ডিগ্রী প্রদান করে, যার মধ্যে মানববিদ্যা, বিজ্ঞানসামাজিক বিজ্ঞানের কার্যক্রমসমূহ রয়েছে। একটি কলেজিয়েট বিশ্ববিদ্যালয় হিসাবে, এর প্রধান কার্যক্রমসমূহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিভাগ ও অধিভুক্ত মহাবিদ্যালয়সমূহের মধ্যে বিভক্ত।

ইতিহাস

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়টি ২০১৮ খ্রিস্টাব্দের ১৮ই মার্চ বিহার বিধানসভার একটি আইন দ্বারা মধ্যপুরার ভূপেন্দ্র নারায়ণ মণ্ডল বিশ্ববিদ্যালয়কে বিভক্ত করে প্রতিষ্ঠা করা হয়েছিল; আইনটি বিহার স্টেট ইউনিভার্সিটি অ্যাক্ট-এর অধীনে ২০১৬ সালের ১৭ই আগস্ট বিহার গেজেটে বিজ্ঞাপিত হয়েছিল।[]

সংগঠন ও প্রশাসন

[সম্পাদনা]

অনুষদ ও বিভাগ

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদে সংগঠিত ২২ টি বিভাগ রয়েছে। মানববিদ্যা অনুষদ ৮ টি বিভাগ, বাণিজ্য অনুষদ একটি বিভাগ, বিজ্ঞান অনুষদ ৫ টি বিভাগ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ৮ টি বিভাগ নিয়ে গঠিত।

মানববিদ্যা অনুষদ
বাংলা বিভাগ হিন্দি বিভাগ মৈথিল বিভাগ
সংস্কৃত বিভাগ উর্দু বিভাগ ইংরেজি বিভাগ
ফার্সি বিভাগ দর্শন বিভাগ
বিজ্ঞান অনুষদ
পদার্থবিদ্যা বিভাগ রসায়ন বিভাগ গণিত বিভাগ
উদ্ভিদবিদ্যা বিভাগ প্রাণিবিদ্যা বিভাগ
সামাজিক বিজ্ঞান
ইতিহাস বিভাগ অর্থনীতি বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
মনোবিজ্ঞান বিভাগ সমাজতত্ত্ব বিভাগ গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ
ভূগোল বিভাগ সঙ্গীত বিভাগ
বাণিজ্য অনুষদ
বাণিজ্য বিভাগ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "governor of Bihar"। রাজভবন, পাটনা: রাজ্যপাল সচিবালয়, বিহার। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩ 
  2. ভার্মা, কুমোদ (৩০ জুলাই ২০১৮)। "UGC gives recognition to Purnea University"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "Purnea University - About Purnea University"www.purneauniversity.ac.in (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩