পূর্ণিয়া বিশ্ববিদ্যালয়
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৮ মার্চ ২০১৮ |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন |
আচার্য | বিহার সরকার |
উপাচার্য | রাজনাথ যাদব[১] |
ঠিকানা | প্রতাপ নগর (পূর্ণিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের নিকট) , , , |
ভাষা | হিন্দি, ইংরেজি |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পূর্ণিয়া বিশ্ববিদ্যালয় হল ভারতীয় অঙ্গরাজ্য বিহারের পূর্ণিয়া শহরের একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা অনুমোদিত বিশ্ববিদ্যালয়টি[২] ২০১৮ খ্রিস্টাব্দে ভূপেন্দ্র নারায়ণ মন্ডল বিশ্ববিদ্যালয় থেকে দ্বিখণ্ডিত হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়াতনটি উত্তর-পশ্চিম পূর্ণিয়ায় ৩৭.২৪ একর (১৫.০৭ হেক্টর) জুড়ে বিস্তৃত।
বিশ্ববিদ্যালয়টি তার ১৯ টি অনুমোদিত মহাবিদ্যালয়ের মাধ্যমে ২৫ টিরও বেশি ডিগ্রী প্রদান করে, যার মধ্যে মানববিদ্যা, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের কার্যক্রমসমূহ রয়েছে। একটি কলেজিয়েট বিশ্ববিদ্যালয় হিসাবে, এর প্রধান কার্যক্রমসমূহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিভাগ ও অধিভুক্ত মহাবিদ্যালয়সমূহের মধ্যে বিভক্ত।
ইতিহাস
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়টি ২০১৮ খ্রিস্টাব্দের ১৮ই মার্চ বিহার বিধানসভার একটি আইন দ্বারা মধ্যপুরার ভূপেন্দ্র নারায়ণ মণ্ডল বিশ্ববিদ্যালয়কে বিভক্ত করে প্রতিষ্ঠা করা হয়েছিল; আইনটি বিহার স্টেট ইউনিভার্সিটি অ্যাক্ট-এর অধীনে ২০১৬ সালের ১৭ই আগস্ট বিহার গেজেটে বিজ্ঞাপিত হয়েছিল।[৩]
সংগঠন ও প্রশাসন
[সম্পাদনা]অনুষদ ও বিভাগ
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদে সংগঠিত ২২ টি বিভাগ রয়েছে। মানববিদ্যা অনুষদ ৮ টি বিভাগ, বাণিজ্য অনুষদ একটি বিভাগ, বিজ্ঞান অনুষদ ৫ টি বিভাগ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ৮ টি বিভাগ নিয়ে গঠিত।
মানববিদ্যা অনুষদ | |||
বাংলা বিভাগ | হিন্দি বিভাগ | মৈথিল বিভাগ | |
সংস্কৃত বিভাগ | উর্দু বিভাগ | ইংরেজি বিভাগ | |
ফার্সি বিভাগ | দর্শন বিভাগ | ||
বিজ্ঞান অনুষদ | |||
পদার্থবিদ্যা বিভাগ | রসায়ন বিভাগ | গণিত বিভাগ | |
উদ্ভিদবিদ্যা বিভাগ | প্রাণিবিদ্যা বিভাগ | ||
সামাজিক বিজ্ঞান | |||
ইতিহাস বিভাগ | অর্থনীতি বিভাগ | রাষ্ট্রবিজ্ঞান বিভাগ | |
মনোবিজ্ঞান বিভাগ | সমাজতত্ত্ব বিভাগ | গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ | |
ভূগোল বিভাগ | সঙ্গীত বিভাগ | ||
বাণিজ্য অনুষদ | |||
বাণিজ্য বিভাগ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "governor of Bihar"। রাজভবন, পাটনা: রাজ্যপাল সচিবালয়, বিহার। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ ভার্মা, কুমোদ (৩০ জুলাই ২০১৮)। "UGC gives recognition to Purnea University"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Purnea University - About Purnea University"। www.purneauniversity.ac.in (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩।