পিতা একজন পুরুষঅভিভাবক হিসেবে যে-কোন ধরনের সন্তানেরজনক হিসেবে সংজ্ঞায়িত হয়ে থাকেন।[১] তিনি যে-কোন সন্তানের পুরুষ জন্মদাতা। মাতা পিতার বিপরীত লিঙ্গ। পিতার বিভিন্ন প্রতিশব্দ হলো - জনক, আব্বা, বাবা, জন্মদাতা ইত্যাদি। তিনি সন্তানের জন্মদানের লক্ষ্যে এক্স (স্ত্রীলিঙ্গ) অথবা ওয়াই (পুংলিঙ্গ)ক্রোমোজোম ধারণকারী বীর্য স্বীয় স্ত্রীরজননতন্ত্রে প্রবেশ করান।[২]