চাচা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চাচা হল সন্তানের পিতার ভাই ও তার বোনকে ফুফু বলা হয়।[১] চাচার সমার্থক শব্দ হল, কাকা, খুড়া ও পিতৃব্য। এর স্ত্রীলিঙ্গ হল, চাচী, কাকী এবং খুড়ী।[২] সাধারণত মুসলিম সমাজে পিতার ভাইকে বোঝাতে 'চাচা' শব্দ অধিক ব্যবহৃত হয়।

বাংলা ভাষায় মায়ের ভাইকে মামা বলা হয়। তবে অন্য ভাষা; যেমন: আরবিইংরেজি, পিতার ভাই ও মায়ের ভাইকে বোঝাতে একই শব্দ ব্যবহৃত হয়। ইংরেজিতে উভয়ের জন্য আঙ্কেল (Uncle) ও আরবিতে উভয়ের জন্য আম ( عم) শব্দ ব্যবহৃত হয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চাচা শব্দের অর্থ | চাচা সমার্থক শব্দ at English-bangla.com"www.english-bangla.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২ 
  2. "চাচা | চাচা এর বাংলা অর্থ | চাচা শব্দের অর্থ কি - DictionaryFAQ"www.dictionaryfaq.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২ 
  3. "মামা শব্দের অর্থ | মামা সমার্থক শব্দ at English-bangla.com"www.english-bangla.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২