ফিলিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফিলিয়া হল ভালোবাসা বিষয়ক প্রাচীন চারটি গ্রীক শব্দের মাঝে অন্যতম, যাকে "ভাতৃসুলভ ভালোবাসা" অর্থে অনুবাদ করা হয়| ফিলিয়া, স্টর্জ, এগেপ ও ইরোস নামক এই চারটি ধারণা এ্যারিস্টটলীয় নিকোম্যাচিয়ান রীতিনীতির অন্তর্ভুক্ত, যাদেরকে অনুবাদ করার সময় সাধারণভাবে একত্রে "স্নেহের সম্পর্ক" বা বন্ধুত্ব হিসেবে লিখা হয়|[১]

অ্যারিস্টোটলের দৃষ্টিভঙ্গি[সম্পাদনা]

অ্যারিস্টটল তার গ্রন্থ সংকলনের অষ্টম এবং নবম খণ্ডে ফিলিয়ার উদাহরণ হিসেবে যে সকল সম্পর্ক দেখিয়েছেন তা হল, নবীন প্রেমিক, আজীবন বন্ধু, পাশাপাশি শহর, রাজনৈতিক ও ব্যবসায়িক চুক্তি, পিতামাতা ও সন্তান, নাবিক ও সৈনিক সহকর্মী, একই ধর্মের অনুসারী, একই সম্প্রদায়ের সদস্য এবং একজন মুচি ও তার খদ্দের|

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিঅভিধানে philia-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।