পিটার কারভালহো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিটার কারভালহো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পিটার কারভালহো
জন্ম (1980-12-18) ১৮ ডিসেম্বর ১৯৮০ (বয়স ৪৩)
জন্ম স্থান কুয়েপেম, গোয়া, ভারত
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৪–২০১৬ ডেম্পো ৩৪৯ (১৪)
২০১৪এফসি গোয়া (ধার) (০)
২০১৫কেরল ব্লাস্টার্স (ধার) (০)
২০১৬–২০১৭ এফসি বার্ডেজ গোয়া
২০১৭–২০১৮ স্পোর্টিং গোয়া
জাতীয় দল
২০১১ ভারত (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২ এপ্রিল ২০১৫ তারিখ অনুযায়ী সঠিক।

পিটার কারভালহো (জন্ম: ১৯৮০) হলেন একজন ভারতীয় ফুটবল খেলোয়াড়। যিনি একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ক্লাব ক্যারিয়ার[সম্পাদনা]

২০১৫ সালের জুলাই মাসে কারভালহোকে ইন্ডিয়ান সুপার লীগে ক্লাব কেরল ব্লাস্টার্স দলে নিয়েছিল।[১]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২০১১ সালের ১০শে জুলাই তারিখে, কারভালহো মালদ্বীপের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Noronha, Anselm (১০ জুলাই ২০১৫)। "Cavin Lobo to Kerala, Keegan Pereira to Mumbai and the comprehensive Indian Super League Draft"Goal.com। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]