পিঞ্জর (চলচ্চিত্র)
অবয়ব
পিঞ্জর | |
---|---|
পরিচালক | চন্দ্রপ্রকাশ দ্বিবেদী |
চিত্রনাট্যকার | চন্দ্রপ্রকাশ দ্বিবেদী |
উৎস | অমৃতা প্রীতম কর্তৃক পিঞ্জর |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | উত্তম সিং গুলজার (গীত) |
চিত্রগ্রাহক | সন্তোষ তুন্ডিয়ি |
সম্পাদক | বল্লু সলুজা |
প্রযোজনা কোম্পানি | লাকি স্টার এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | ফক্স স্টার স্টুডিওজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৮৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি পাঞ্জাবি |
নির্মাণব্যয় | ₹১২ কোটি[১] |
আয় | ₹১১.৩৮ কোটি[১] |
পিঞ্জর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ২০০৩ সালের ভারতীয় ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। এটি অমৃতা প্রীতমের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত।[২] এতে ভারত বিভাজনের সময় হিন্দু-মুসলিম সমস্যা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন উর্মিলা মাতন্ডকর, মনোজ বাজপেয়ী ও সঞ্জয় সুরি।
মুক্তির পর চলচ্চিত্রটি বিপুল সমাদৃত হয় এবং জাতীয় বিষয়াদি উপস্থাপনের জন্য শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ও বাজপেয়ী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একটি বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- উর্মিলা মাতন্ডকর - পারো / হামিদা
- মনোজ বাজপেয়ী - রশিদ
- সঞ্জয় সুরি - রামচন্দ
- কুলভূষণ খরবন্দা - মোহনলাল, পারোর বাবা
- ইশা কোপিকর - রাজ্জো
- ফরিদা জালাল - রামচন্দের মা
- সন্দালি সিনহা - লাজো
- প্রিয়াংশু চট্টোপাধ্যায় - ত্রিলোক
- লিলেত দুবে - তারা, পারোর মা
- আলোক নাথ - শ্যামলাল, রামচন্দের বাবা
- সীমা বিশ্বাস - পাগলি
- দীনা পাঠক - রশিদের চাচী
- সুধা শিবপুরি - রশিদের মা
- প্রদীপ কুকরেজা - হুকমচন্দ
- সলিমা রাজা - হুকমচন্দের স্ত্রী
- গুলাম আরিফ - ম্যানেজার
- সৌরভ ববলিয়া - রশিদের ভাই
- নীহারিকা - কমলা
- সবিতা বাজাজ - দাই
- পারভীনা বানু - রহিমের স্ত্রী
সঙ্গীত
[সম্পাদনা]পিঞ্জর | |
---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ৩১ আগস্ট ২০০৩[৩] |
ঘরানা | চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক |
দৈর্ঘ্য | ৫০:৫৭ |
ভাষা | হিন্দি, পাঞ্জাবি |
সঙ্গীত প্রকাশনী | সারেগামা |
পিঞ্জর চলচ্চিত্রটিতে ১০টি গান রয়েছে। সবকয়টি গানের সুরকার উত্তম সিং এবং গীতিকার গুলজার। "চরখা চালাতি মা" ও "ওয়ারিস শাহ নু" গান দুটি লিখেছেন অমৃতা প্রিতম।[৪]
গানের তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "শাবা নি শাবা" | গুলজার | উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি ও সাধনা সরগম | ০৫:৪০ |
২. | "মার উদারি" | গুলজার | জসপিন্দর নরুলা, প্রীতি উত্তম, অ্যামি ডাটে ও নিহার এস. | ০৫:২৬ |
৩. | "হাথ ছোটে" | গুলজার | জগজিৎ সিং ও প্রীতি উত্তম | ০৬:৫২ |
৪. | "বত্না বে" | গুলজার | উত্তম সিং ও রূপকুমার রাঠোড় | ০৫:৩০ |
৫. | "দর্দা মার্য্য" | গুলজার | ওয়াদালি ভ্রাতৃদ্বয় ও জসপিন্দর নরুলা | ০৬:৩১ |
৬. | "চরখা চালাতি মা" | অমৃতা প্রিতম | প্রীতি উত্তম | ০৪:৫৬ |
৭. | "সীতা কো দেখে" | জহরা নিগাহ | সুরেশ ওয়াড়কর ও সাধনা সরগম | ০৩:১০ |
৮. | "শবাদ" | প্রচলিত | প্রীতি উত্তম | ০৩:৩৬ |
৯. | "ওয়ারিস শাহ নু" | অমৃতা প্রিতম | ওয়াদালি ভ্রাতৃদ্বয় ও প্রীতি উত্তম | ০৯:০৩ |
১০. | "হাথ ছোটে" | গুলজার | জগজিৎ সিং | ০৬:৫২ |
মোট দৈর্ঘ্য: | ৫০:৫৭ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Pinjar - Movie"। বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২০ মে ২০২১।
- ↑ "Always Amrita, Always Pritam" (ইংরেজি ভাষায়)। চণ্ডীগড়। দ্য ট্রিবিউন। ৫ নভেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১২।
- ↑ "Pinjar - 2003 - Uttam Singh"। সাভন।
- ↑ "Pinjar (Original Motion Picture Soundtrack)"। আইটিউনস।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে পিঞ্জর (ইংরেজি)
- রটেন টম্যাটোসে পিঞ্জর (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- ২০০৩-এর চলচ্চিত্র
- ২০০০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ২০০০-এর দশকের নাট্য চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় নাট্য চলচ্চিত্র
- ভারতীয় উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- উত্তম সিং সুরারোপিত চলচ্চিত্র
- ১৯৪৭-এর পটভূমিতে চলচ্চিত্র
- ভারত বিভাজনের পটভূমিতে চলচ্চিত্র
- পাঞ্জাব, ভারতের পটভূমিতে চলচ্চিত্র
- লাহোরের পটভূমিতে চলচ্চিত্র
- ফক্স স্টার স্টুডিওজের চলচ্চিত্র
- পাঞ্জাবের (ভারত) পটভূমিতে চলচ্চিত্র
- হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র
- টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের চলচ্চিত্র