বিষয়বস্তুতে চলুন

পিঞ্জর (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিঞ্জর
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকচন্দ্রপ্রকাশ দ্বিবেদী
চিত্রনাট্যকারচন্দ্রপ্রকাশ দ্বিবেদী
উৎসঅমৃতা প্রীতম কর্তৃক 
পিঞ্জর
শ্রেষ্ঠাংশে
সুরকারউত্তম সিং
গুলজার (গীত)
চিত্রগ্রাহকসন্তোষ তুন্ডিয়ি
সম্পাদকবল্লু সলুজা
প্রযোজনা
কোম্পানি
লাকি স্টার এন্টারটেইনমেন্ট
পরিবেশকফক্স স্টার স্টুডিওজ
মুক্তি
  • ২৪ অক্টোবর ২০০৩ (2003-10-24)
স্থিতিকাল১৮৮ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
পাঞ্জাবি
নির্মাণব্যয়₹১২ কোটি[]
আয়₹১১.৩৮ কোটি[]

পিঞ্জর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ২০০৩ সালের ভারতীয় ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। এটি অমৃতা প্রীতমের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত।[] এতে ভারত বিভাজনের সময় হিন্দু-মুসলিম সমস্যা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন উর্মিলা মাতন্ডকর, মনোজ বাজপেয়ীসঞ্জয় সুরি

মুক্তির পর চলচ্চিত্রটি বিপুল সমাদৃত হয় এবং জাতীয় বিষয়াদি উপস্থাপনের জন্য শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ও বাজপেয়ী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একটি বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]
পিঞ্জর
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ৩১ আগস্ট ২০০৩ (2003-August-31)[]
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য৫০:৫৭
ভাষাহিন্দি, পাঞ্জাবি
সঙ্গীত প্রকাশনীসারেগামা

পিঞ্জর চলচ্চিত্রটিতে ১০টি গান রয়েছে। সবকয়টি গানের সুরকার উত্তম সিং এবং গীতিকার গুলজার। "চরখা চালাতি মা" ও "ওয়ারিস শাহ নু" গান দুটি লিখেছেন অমৃতা প্রিতম[]

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."শাবা নি শাবা"গুলজারউদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তিসাধনা সরগম০৫:৪০
২."মার উদারি"গুলজারজসপিন্দর নরুলা, প্রীতি উত্তম, অ্যামি ডাটে ও নিহার এস.০৫:২৬
৩."হাথ ছোটে"গুলজারজগজিৎ সিং ও প্রীতি উত্তম০৬:৫২
৪."বত্না বে"গুলজারউত্তম সিংরূপকুমার রাঠোড়০৫:৩০
৫."দর্দা মার্য্য"গুলজারওয়াদালি ভ্রাতৃদ্বয় ও জসপিন্দর নরুলা০৬:৩১
৬."চরখা চালাতি মা"অমৃতা প্রিতমপ্রীতি উত্তম০৪:৫৬
৭."সীতা কো দেখে"জহরা নিগাহসুরেশ ওয়াড়কর ও সাধনা সরগম০৩:১০
৮."শবাদ"প্রচলিতপ্রীতি উত্তম০৩:৩৬
৯."ওয়ারিস শাহ নু"অমৃতা প্রিতমওয়াদালি ভ্রাতৃদ্বয় ও প্রীতি উত্তম০৯:০৩
১০."হাথ ছোটে"গুলজারজগজিৎ সিং০৬:৫২
মোট দৈর্ঘ্য:৫০:৫৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Pinjar - Movie"বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২০ মে ২০২১ 
  2. "Always Amrita, Always Pritam" (ইংরেজি ভাষায়)। চণ্ডীগড়। দ্য ট্রিবিউন। ৫ নভেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১২ 
  3. "Pinjar - 2003 - Uttam Singh"সাভন 
  4. "Pinjar (Original Motion Picture Soundtrack)"আইটিউনস 

বহিঃসংযোগ

[সম্পাদনা]