পালামৌ বিভাগ
পালামৌ বিভাগ ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের পাঁচটি প্রশাসনিক বিভাগের একটি। এর বিভাগীয় সদর দপ্তর রয়েছে পালামৌ জেলার মেদিনীনগর শহরে।
ইতিহাস[সম্পাদনা]
এটি পূর্বতন ছোটনাগপুর বিভাগের অন্তর্গত ছিল। ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় ছোটনাগপুর বিভাগের অন্তর্গত জেলাগুলি ছিলো, হাজারিবাগ, মানভূম, পালামৌ, রাঁচি, পূর্ব ও পশ্চিম সিংভূম৷ পূর্বতন এই পালামৌ জেলাই আদতে বর্তমান পালামৌ বিভাগ৷ ১৭ই চৈত্র ১৩৯৭ বঙ্গাব্দে বা ১লা এপ্রিল ১৯৯১ খ্রিস্টাব্দে পূর্বতন পালামৌ জেলা থেকে পশ্চিমে নতুন গাড়োয়া জেলা গঠন করা হয়। ১৯৯২ খ্রিস্টাব্দে ২রা মে গাড়োয়া ও পালামৌ দুটি জেলা নিয়ে ছোটনাগপুর বিভাগ থেকে পালামৌ বিভাগ খণ্ডিত হয়৷ পরে ২৯শে কার্তিক ১৪০৭ বঙ্গাব্দে বা ২০০০ সালের ১৫ই নভেম্বর তারিখে বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হলে উক্ত সমস্ত জেলা নবগঠিত ঝাড়খণ্ড রাজ্যে যুক্ত হয়৷ ২১শে চৈত্র ১৪০৭ বঙ্গাব্দ বা ৪ঠা এপ্রিল ২০০১ খ্রিষ্টাব্দে পালামৌ জেলা থেকে দক্ষিণাংশ নিয়ে নতুন লাতেহার জেলা গঠন করা হয়।
জেলা তালিকা[সম্পাদনা]
২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই বিভাগটি তিনটি জেলা নিয়ে গঠিত। এগুলি হলো: পালামৌ জেলা, লাতেহার জেলা এবং গাড়োয়া জেলা।[১]
জেলা | আয়তন (বর্গকিমি) | সদর | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|
গাড়োয়া জেলা | ৪,০৯৩ | গাড়োয়া | ১৩,২২,৭৮৪ |
পালামৌ জেলা | ৪,৩৯৩ | মেদিনীনগর | ১৯,৩৯,৮৬৯ |
লাতেহার জেলা | ৪,২৯১ | লাতেহার | ৭,২৬,৯৭৮ |
পালামৌ বিভাগটি ১২,৭৭৭ বর্গকিমি ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত এবং মোট জনসংখ্যা ৩৯,৮৯,৬৩১ জন৷ বিভাগে সর্বাধিক ক্ষেত্রফল যুক্ত ও সর্বাধিক জনবহুল জেলা পালামৌ৷
আয়তনানুসারে জেলাগুলির শতকরা ভাগ নিম্নরূপ:
আয়তনানুসারে জেলাগুলির শতকরা ভাগ[২]
জনসংখ্যানুসারে জেলাগুলির শতকরা ভাগ নিম্নরূপ:
২০১১ খ্রিস্টাব্দের জনসংখ্যানুসারে জেলাগুলির শতকরা ভাগ[২]
ধর্ম ও ভাষা[সম্পাদনা]
ধর্ম[সম্পাদনা]
ক্রম | জেলার নাম | জনসংখ্যা ২০১১ - ৩৯,৮৯,৬৩১ | হিন্দু ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৩২,৬০,৬৯৩ (৮১.৭৩%) | ইসলাম ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৫,০২,৭৮৩ (১২.৬০%) | খ্রিস্টান ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৭০,৯৮৫ (১.৭৮%) | শিখ ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৯৭৭ (০.০৩%) | বৌদ্ধ ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৬৮৭ (০.০২%) | জৈন ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৩২০ (০.০১%) | অন্যান্য ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ১,৫৩,১৮৬ (৩.৮৪%) | সংখ্যাগরিষ্ঠ ধর্ম ২০১১ - হিন্দু |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | পালামৌ | ১৯,৩৯,৮৬৯ | ১৬,৮৩,১৬৯ (৮৬.৭৭%) | ২,৩৮,২৯৫ (১২.২৮%) | ৬,১৬৪ (০.৩২%) | ৭৩৪ (০.০৪%) | ১৮৮ (০.০১%) | ২৮৪ (০.০১%) | ১১,০+৫ (০.৫৭%) | হিন্দু |
২ | গাড়োয়া | ১৩,২২,৭৮৪ | ১১,০৪,৪৭৫ (৮৩.৫০%) | ১,৯৪,৬৮০ (১৪.৭২%) | ১৭,১৬৮ (১.৩০%) | ১২৩ (০.০১%) | ৩৭১ (০.০৩%) | ২০ | ৫,৯৪৭ (০.৪৫%) | হিন্দু |
৩ | লাতেহার | ৭,২৬,৯৭৮ | ৪,৭৩,০৪৯ (৬৫.০৭%) | ৬৯,৮০৮ (৯.৬০%) | ৪৭,৬৫৩ (৬.৫৫%) | ১২০ (০.০২%) | ১২৮ (০.০২%) | ১৬ | ১,৩৬,২০৪ (১৮.৭৪%) | হিন্দু |
ভাষা[সম্পাদনা]
পালামৌ মূলত পশ্চিমা খোট্টা বা খোট্টা-মাগধীভাষী অঞ্চল। তবে এই বিভাগের পশ্চিম দিকের জেলাগুলিতে ভোজপুরি এবং দক্ষিণ-পশ্চিম দিকে সাদরিভাষী ও দক্ষিণ-পূর্ব দিকে কুরুখ ভাষাভাষীর যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। বিভাগটিতে কথিত ভাষার পাইচিত্র নিম্নরূপ:
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Rail Services Disrupted During Maoist Bandh in Jharkhand"। Outlook। ৫ জানুয়ারি ২০১০। ১৭ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১০।
- ↑ ক খ https://www.census2011.co.in/census/state/districtlist/jharkhand.html
- ↑ https://www.censusindia.gov.in/2011census/C-16.html