পার্বতী বড়ুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পার্বতী বড়ুয়া
জন্ম১৯৫৪ (৬৭ বছর)
গৌরীপুর, ধুবড়ি, আসাম
জাতীয়তাভারতীয়
পেশারাজনীতিবিদ, প্রাণী অধিকার কর্মী
কর্মজীবন1972-
পরিচিতির কারণহাতি সংরক্ষণ

পার্বতী বড়ুয়া ( অসমীয়া: পাৰ্বতী বৰুৱা ) একজন অসমীয়া রাজনীতিবিদ, পশু সংরক্ষণ কর্মী এবং একজন মাহুত (একজন হাতি পরিচালনাকারী এবং তত্ত্বাবধায়ক জন্য ভারতীয় শব্দ),[১][২][৩] গৌরীপুরের রাজপরিবারের প্রয়াত প্রকৃতিশ চন্দ্র বড়ুয়ার নয়টি সন্তানের একজন হিসাবে জন্মগ্রহণ করেন।প্রকৃতিশ ছিলেন গৌরীপুরের রাজাদের ক্ষমতায় অধিষ্ঠিত সর্বশেষ সদস্য।[৪]বিবিসি মার্ক শ্যান্ডের একটি বই সহ তার জীবনের উপর ভিত্তি করে ডকুমেন্টারি " কুইন অফ দ্য এলিফ্যান্টস " তৈরি করার পরে তিনি লাইমলাইটে আসেন।তিনি গুয়াহাটিতে থাকেন এবং এশিয়ান এলিফ্যান্ট স্পেশালিস্ট গ্রুপ, আইইউসিএন- এরও একজন সদস্য।[৫] তিনি প্রতিমা বড়ুয়া পান্ডের বোন এবং দেবদাস খ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রমথেশ বড়ুয়ার ভাইঝি।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "THE ELEPHANT PRINCESS"। ৩০ এপ্রিল ১৯৯৫। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭ 
  2. Anupam Bordoloi। "Wild at heart"। The Telegraph (Calcutta, India edition) website। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-২৬ 
  3. "In the Shand of time, he left his Mark on elephant conservation in India"। ২৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭ 
  4. "THE ELEPHANT PRINCESS"The Independent (ইংরেজি ভাষায়)। ২০১১-১০-২৩। সংগ্রহের তারিখ ২০২১-১০-২০ 
  5. "Welcome to the Asian Elephant Specialist Group"www.asesg.org। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭ 
  6. "Lady mahout"www.theweekendleader.com। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭