পাকির আলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাকির আলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মেদ নিজাম পাকির আলি
জন্ম স্থান শ্রীলঙ্কা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
আবাহনী লিমিটেড
পরিচালিত দল
২০১১ শেখ জামাল ধানমন্ডি ক্লাব
২০১১-২০১২ চিরাগ ইউনাইটেড ক্লাব কেরালা
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মোহাম্মদ নিজাম পাকির আলি একজন প্রাক্তন শ্রীলংকান ফুটবলার ও প্রশিক্ষক। তিনি একজন স্টপার ব্যাক ছিলেন।[১] তিনি শ্রীলংকার জাতীয় ফুটবল দল ও আই লীগের দল চিরাগ ইউনাইটেড ক্লাব কেরালার ম্যানেজার ছিলেন।[১][২] এছাড়াও তিনি বাংলাদেশের পিডাব্লিউডি, আবাহনী, মোহামেডান, শেখ জামালবিজেএমসিতে দলের প্রশিক্ষক ছিলেন। ২০২০ হতে তিনি বাংলাদেশ পুলিশ ফুটবল দলের প্রশিক্ষক হিসেবে নিযুক্ত।[১]

খেলোয়াড়ি জীবন[সম্পাদনা]

পাকির আলি আশির দশকে বাংলাদেশে আবাহনী দলের শীর্ষস্থানীয় তারকা ছিলেন। আবাহনীর হয়ে বেশ ক’টি শিরোপা জিতেছিলেন তিনি। আবাহনীর পর বেশ কয়েকদিন তিনি পিডাব্লিউডি দলের হয়ে ঢাকা লীগে খেলেছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পুলিশের কোচ হয়ে আসছেন পাকির আলী!"দৈনিক ইনকিলাব। ২০২০-১০-০৮। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৫ 
  2. "Packir Ali - Chirag Kerala's new gaffer"। Footballage.com। ২০১১-১০-১২। ২০১২-০৪-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০১-২৯ 

আরও দেখুন[সম্পাদনা]