বিষয়বস্তুতে চলুন

পণ্ডিত নরেন্দ্র শর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পণ্ডিত নরেন্দ্র শর্মা
চিত্র:Pt. Narendra Sharma.jpg
জন্ম(১৯১৩-০২-২৮)২৮ ফেব্রুয়ারি ১৯১৩
জাহাঙ্গীরপুর, গৌতম বুদ্ধ নগর আগ্রা ও অবধের যুক্তপ্রদেশ ব্রিটিশ ভারত (বর্তমানে উত্তরপ্রদেশ)
মৃত্যু১১ ফেব্রুয়ারি ১৯৮৯(1989-02-11) (বয়স ৭৫)
মুম্বই, মহারাষ্ট্র, ভারত
পেশাকবি, গীতিকার
ভাষাহিন্দি
জাতীয়তাভারতীয়
শিক্ষাএম.এ
শিক্ষা প্রতিষ্ঠানএলাহাবাদ বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য পুরস্কারপদ্মভূষণ
দাম্পত্যসঙ্গীসুশীলা দেবী (বি.১৯৪৭)
সন্তানলাবণ্য শাহ সহ তিন কন্যা ও এক পুত্র

পণ্ডিত নরেন্দ্র শর্মা (২৮ ফেব্রুয়ারি ১৯১৩ - ১১ ফেব্রুয়ারি ১৯৮৯) [১] ছিলেন একজন ভারতীয় হিন্দি কবি এবং কিংবদন্তি গীতিকার ও লেখক। এসবের পাশাপাশি পত্রিকা সম্পাদনা আর চলচ্চিত্রের জন্য অবিস্মরণীয় গান রচনা করেছেন। আকাশবাণীর সঙ্গে যুক্ত হয়ে ১৯৫৭ খ্রিস্টাব্দে জনপ্রিয় চ্যানেল বিবিধ ভারতী প্রচার তরঙ্গের সূত্রপাত করে ইতিহাস সৃষ্টি করেছেন। [২]

জীবন এবং কর্মজীবন[সম্পাদনা]

পণ্ডিত নরেন্দ্র শর্মা ১৯১৩ খ্রিস্টাব্দের ২৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের আগ্রা ও অবধের যুক্তপ্রদেশ অধুনা উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরেরর জাহাঙ্গীরপুরে এক ভরদ্বাজ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। নরেন্দ্রর চার বৎসর বয়সের সময় পিতা পূর্ণলাল শর্মা মারা যান। সেকারণে তার মাতা গঙ্গা দেবী এবং পিতৃব্য গনপত তাউজি তাকে প্রতিপালন করেন। তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাবিজ্ঞান ও ইংরেজি ভাষা ও সাহিত্যে এম.এ ডিগ্রি লাভ করেন।[৩]

পণ্ডিত নরেন্দ্র শর্মা ছোটবেলা থেকেই সাহিত্য রচনা শুরু করেন। ১৯৩১ খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা 'চাঁদ' প্রকাশিত হয়। তিনি ২১ বৎসর বয়সে ১৯৩৪ খ্রিস্টাব্দে পণ্ডিত মদনমোহন মালব্যের প্রয়াগে প্রতিষ্ঠিত সাপ্তাহিক " অভ্যুদয়" পত্রিকা সম্পাদনার কাজ শুরু করেন। কাশী বিদ্যাপীঠে হিন্দি ও ইংরেজি কবিতার অধ্যাপনার কাজের পাশাপাশি তিনি সাহিত্য সৃষ্টি করতে থাকেন। একজন অত্যন্ত সচেতন, অধ্যয়নশীল এবং আবেগপ্রবণ কবি হিসাবে নরেন্দ্র শর্মা তৎকালীন উদীয়মান কবিদের মধ্যে বিশেষ স্থান করে নেন। জনপ্রিয়তার নিরিখে তিনি হরিবংশ রাই বচ্চনের প্রতিদ্বন্দ্বী হয়ে যান। ১৯৩৪ খ্রিস্টাব্দে তিনি মৈথিলীশরণ গুপ্তের কাব্য রচনা ' যশোধরা' - এর একটি পর্যালোচনাও লেখেন । ১৯৩৮ খ্রিস্টাব্দে কবি সুমিত্রানন্দন পন্থ , কুনওয়ার সুরেশ সিংয়ের আর্থিক সহায়তায়, 'রূপভা' নামে একটি নতুন সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক স্পন্দন সম্বলিত একটি গবেষণাপত্র সম্পাদনা করার সিদ্ধান্ত নেন। নরেন্দ্র শর্মা এর সম্পাদনায় অবদান রাখেন। ১৯৪০ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন বিরোধী কার্যকলাপের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গ্রেফতার হন এবং ১৯৪৩ খ্রিস্টাব্দে মুক্তি না হওয়া পর্যন্ত তিনি বারাণসী , আগ্রা এবং দেওলি সহ নানা কারাগারে শচীন্দ্রনাথ সান্যাল , সোহানসিংহ জোশ, জয়প্রকাশ নারায়ণ এবং সম্পূর্নানন্দের মতো ব্যক্তিত্বের সঙ্গে কারাবাস করেন। এই সময়ে তিনি ঊনিশ দিন উপবাস করেছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর ১৯৪২ খ্রিস্টাব্দে 'চিত্রলেখা'র লেখক ভগবতীচরণ বর্মা তাকে বোম্বাইয়ে নিয়ে আসেন বিখ্যাত বোম্বে টকিজের গীতিকার হিসেবে কাজ করার জন্য। তিনি অনেক চলচ্চিত্রের জন্য গান রচনা করেন।

১৯৫২ খ্রিস্টাব্দে, অল ইন্ডিয়া রেডিওর বাণিজ্যিক কার্যক্রমের নতুন শাখা পরিচালনার জন্য প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাকে আমন্ত্রণ জানান। সম্পূর্ণ নতুন এক প্রচার তরঙ্গ বিবিধ ভারতী চালু করেন ১৯৫৩ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর। বিবিধ ভারতীর অনুষ্ঠানগুলির কাব্যিক নামকরণ করেছিলেন তিনিই । যেমন- 'জয়মালা', 'ছায়াগীত', 'হাওয়ামহল', 'রঙতরঙ' ইত্যাদি। তাছাড়া অনুষ্ঠান শুরুর গানটিও অনিল বিশ্বাস সুরারোপিত এবং মান্না দের কণ্ঠে মেঘমল্লারে গীত নাচ ময়ূরা নাচ ছিল তারই সৃষ্টি। শুরু হওয়ার সাথে সাথেই প্রচার তরঙ্গটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং ১৯৭০ খ্রিস্টাব্দ নাগাদ শ্রোতার সংখ্যা ৯৭ শতাংশ বৃদ্ধি পায়। উদ্বোধনীর এই গানটি পরবরতীকালে এইচএমভি তাদের বর্ষার গানের অ্যালবামে যোগ করে।[৪] মোটের উপর হিন্দি চলচ্চিত্রের গান এবং এর গানের প্রতি আগ্রহ পুনরুজ্জীবিত করার জন্য বিবিধ ভারতী গুরুত্বপূর্ণ ছিল।[৫] ১৯৫৫ খ্রিস্টাব্দ হতে ১৯৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মুখ্য প্রযোজক ছিলেন।[৬] ১৯৭১ খ্রিস্টাব্দে অবসরের পর নরেন্দ্র শর্মা ফিরে যান সঙ্গীতের জগতে। লেখালেখির কাজ চলতে থাকে নিরবচ্ছিন্নভাবে। পণ্ডিত শর্মা তেইশটি গ্রন্থ রচনা করে হিন্দি সাহিত্যকে সমৃদ্ধ করেন। হিন্দি চলচ্চিত্রের জন্য তার কিছু স্মরণীয় গান হল—

  • জ্যোতি কলশ ছলকে (ভাবী কী চুড়িয়াঁ — ১৯৬১),
  • যশোমতি মৈয়া সে বোলে নন্দলালা ( সত্যম শিবম সুন্দরম — ১৯৭৯) এবং
  • সত্যম শিবম সুন্দরম - টাইটেল সঙ (সত্যম শিবম সুন্দরম ১৯৭৯)।

১৯৮২ খ্রিস্টাব্দে এশিয়ান গেমস্ এর থিম সঙ্ রচনা করেছিলেন তিনি —

  • অথ স্বাগতম, শুভ স্বাগতম/আনন্দ মঙ্গল মঙ্গলম্/নিত প্রিয়ম্ ভারত ভারতম্ [৭]

ভারতীয় সংস্কৃতির প্রধান গ্রন্থ 'রামায়ণ' ও 'মহাভারত' ছিল নরেন্দ্র শর্মার সবচেয়ে প্রিয় গ্রন্থ। মহাভারতের প্রতি আগ্রহের কারণে তিনি 'মহাভারত' সিরিয়ালের প্রযোজক বি.আর. চোপড়ার ঘনিষ্ঠ হন। তিনি 'মহাভারত' সিরিয়াল নির্মাণ শুরু করলে নরেন্দ্র তার উপদেষ্টা হন। তার জীবনের শেষ রচনাটি ছিল 'মহাভারত'-এর এই পদটি: "शंखनाद ने कर दिया, समारोह का अंत, अंत यही ले जाएगा, कुरुक्षेत्र पर्यन्त" তথা "শঙ্খের ধ্বনি অনুষ্ঠানের অবসান ঘটিয়েছে, শেষে এইই আমাদের কুরুক্ষেত্র পর্যন্ত নিয়ে যাবে"।

পারিবারিক জীবন ও জীবনাবসান[সম্পাদনা]

১৯৪৭ খ্রিস্টাব্দে ১১ মে নরেন্দ্র শর্মা মুম্বাই-এ চারুকলা স্নাতক সুশীলাজীকে বিবাহ করেন। তাদের তিন কন্যা এবং এক পুত্র। পণ্ডিত নরেন্দ্র শর্মা ১৯৮৯ খ্রিস্টাব্দে ১১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।

ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা গায়িকা লতা মঙ্গেশকর প্রথম থেকেই পণ্ডিত নরেন্দ্র শর্মাজীকে পিতৃতূল্য মেনে বাবা সম্বোধন করতেন। তিনি যুক্তরাজ্যের এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, তিনি পণ্ডিতজির কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং তার পরামর্শে তিনি জীবনের অনেক সমস্যার সমাধান করতে পেরেছেন। [৮]

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

পণ্ডিত নরেন্দ্র শর্মা রচিত উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলি হল—

  • প্রবাসী কে গীত (১৯৩৯)
  • মিট্টী অউর ফূল (১৯৪৩)
  • অগ্নিশস্য (১৯৫০)
  • প্যাসা নির্ঝর (১৯৬৪)
  • মুট্টী বন্ধ রহস্য

ফিল্মগ্রাফি[সম্পাদনা]

  • সুবহ (১৯৮২)
  • প্রেম রোগ (১৯৮২)
  • ফির ভী (১৯৭১)
  • ভাবী কী চুড়িয়াঁ (১৯৬১)
  • রাধা কৃষ্ণ (১৯৫৪)
  • আঁধিয়াঁ (১৯৫২)
  • মালতী মাধব (১৯৫১)
  • সাগর (১৯৫১)
  • অফসর (১৯৫০)
  • নরসিংহ অবতার (১৯৪৯)
  • মাতওয়ালা শাইর (১৯৪৭)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pandit Narendra Sharma"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৪ 
  2. "Tributes to Pandit Narendra Sharma, the legendary poet, Hindi film lyricist and the founder of Vividh Bharati on his death anniversary today"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৪ 
  3. "नरेंद्र शर्मा - भारतकोश"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৪ 
  4. "iconic : Pandit Narendra Sharma - the founder of Vividh Bharati"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৪ 
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Bollywoodirect2 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. "Pt. Narendra Sharma:विविध भारती के रचनाकार, लता मंगेशकर के सम्मानीय,'महाभारत' में तय की भीष्म की श्वेत पोशाक"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  7. "एशियन गेम' का थीम सांग पं. नरेन्द्र शर्मा की काव्य यात्रा"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৪ 
  8. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Amarujala2 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি