নূরজাহান (টেলিভিশন ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নূরজাহান
পরিচালকইমতিয়াজ খান
অভিনয়েগৌরী প্রধান
মিলিন্দ সোমান
ক্রুতিকা দেসাই খান
মূল ভাষাহিন্দি
ইংরেজি
নির্মাণ
নির্মাণ কোম্পানিসিনেভিস্তাস লিমিটেড
মুক্তি
মূল নেটওয়ার্কডিডি ন্যাশনাল
মূল মুক্তির তারিখ২০০০ (2000) –
২০০১ (2001)

নূরজাহান হল একটি ভারতীয় ধারাবাহিক যা সিনেভিস্তাস দ্বারা প্রযোজিত। এটি সহ রচিত ও পরিচালনা করেছেন ইমতিয়াজ খান। এটি মুঘল রানী নূরজাহানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল যা ২০০০-২০০১ সালে দূরদর্শনে প্রচারিত হয়েছিল। এটি দ্বিভাষিক তথা ইংরেজি ও হিন্দিতে চিত্রধারণ করা হয়েছে।

এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন গৌরী প্রধান, মডেল-অভিনেতা মিলিন্দ সোমান[১][২] শাহজাদা সেলিম চরিত্রে তার স্ত্রী মানবাই চরিত্রে কৃত্তিকা গিরেশ দেশাইয়ের সাথে অভিনয় করেছেন।

এই নাটকে গজল শিল্পী তালাত আজিজ ও গায়ক জসপিন্দর নরুলা অনেক গজল ও প্রেমের ডুয়েট গেয়েছেন।

অভিনয়ে[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Model Milind Soman to play Salim in serial Noorjahan on DD1"। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-২৪ 
  2. "rediff.com, Movies: The Milind Soman interview"www.rediff.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-২৪ 
  3. "An Indiantelevision dot com's Telly Chakkar"www.indiantelevision.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]