ক্রুতিকা দেসাই খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রুতিকা দেসাই খান
জন্ম
ক্রুতিকা দেসাই

(1968-02-23) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৮ (বয়স ৫৬)
লন্ডন
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৫–বর্তমান
দাম্পত্য সঙ্গীইমতিয়াজ খান
সন্তান
পিতা-মাতাশ্রী গীরেশ দেসাই (পিতা)
পরিবারজয়ন্ত (শ্বশুর)
আমজাদ খান (দুলাভাই)
ইনায়েত খান(ননদ)

ক্রুতিকা দেসাই খান (née দেসাই, শৈলীকৃত ক্রুত্তিকা দেসাই; জন্ম: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৮), একটি ভারতীয় চলচ্চিত্র, থিয়েটার এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি ভারতের প্রথম দিকে নির্মিত টেলিভিশন ধারাবাহিক বুনিয়াদ এ মঙ্গলা চরিত্রের জন্য সুপরিচিত। তিনি চন্দ্রকান্ত, মানসি (টক শো), এয়ার হোস্টেস, সুপারহিট মুকব্ল্লা - প্রথম ভারতীয় গণনা প্রদর্শনী অনুষ্টান, হাঙ্গামা - ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান, নুরজাহান- ঐতিহাসিক, দিওয়ার-হ্যামলেট (স্টার টিভি), জি টিভির ধারাবাহিক রাম মিলায়ে জোড়ি এবং উত্তরণ অভিনয় করেন। তিনি স্টার প্লাসের প্রাত্যহিক অনুষ্ঠান মেরে আঙ্গনে মে তে শান্তির দেবী চরিত্রে অভিনয় করেছিলেন, যেট সর্বাধিক সফলতা অর্জন করে এবং দীর্ঘদিন যাবত চলমান অনুষ্ঠানগুলির একটি হিসেবে পরিচিতি লাভ করে। অনুষ্ঠানটি ২০১২ সালের আগস্টে ২ বছরের সফলভাবে চলার পর শেষ হয়।[১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

হিন্দি চলচ্চিত্র অভিনেতা জয়ন্তের পুত্র এবং অভিনেতা আমজাদ খান এর ভাই ইমতিয়াজ খান দেসাই বিয়ে করেন। এই দম্পতি ১টি কন্যা সন্তান রয়েছে।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

চলচ্চিত্র

টেলিভিশন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ltd., 9X Media Pvt.। "SpotboyE | Sab kuch bollywood"SpotboyE.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০৮