নলিন দুয়রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নলিন দুয়রা
Nalin Duwara
জন্ম২২ জুন ১৯২৮
জাতীয়তাভারত ভারত
পেশাচলচ্চিত্র পরিচালক, ক্যামেরাম্যান

নলিন দুয়রা (ইংরেজি: Nalin Duwara) অসমীয়া চলচ্চিত্রের একজন পরিচালক ও ক্যামেরাম্যান বা সিনেম্যাটোগ্রাফার ছিলেন। তাঁর জন্ম ১৯২৮ সালের ২২ জুন তখনকার বৃটিশ শাসিত অসমের শিবসাগর জেলায় (বর্তমান গোলাঘাট জেলা) হয়। তাঁর মায়ের নাম ছিল মনোরমা দুয়রা। বাবা সর্বানন্দ দুয়রা অভয়জান ও শাওতলী বাগিচা স্বত্বাধিকারী ছিলেন। গোলাঘাট বেজবরুয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিলঙের সেইণ্ট এন্থনিজ অ্যান্ড সেইণ্ট এডমণ্ডস্ কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন।[১]

১৯৪৭ত দুয়রা মুম্বাইয়ের আব্দুল্লা ফজলভাই ইন্সটিটিউট অব সেইণ্ট জেভিয়ার্স থেকে মোশন পিকচার্স ফটোগ্রাফির দুবছরের পাঠ্যক্রমে ভৰ্তি হন। ডিপ্লোমা নেওয়ার পর তিনি কলকাতার ইন্দ্রলোক ষ্টুডিও ও ইন্দ্রপুরী ষ্টুডিওতে সহকারী ক্যামেরাম্যান হিসাবে কাজে যোগ দেন। এই সময়ে তিনি প্রখ্যাত পরিচালক হৃষিকেশ মুখার্জী, বিমল রায় ইত্যাদি পরিচালকের সান্নিধ্য পেতে সক্ষম হয়েছিলেন।[১]

চলচ্চিত্রপঞ্জী[সম্পাদনা]

পরিচালনা[সম্পাদনা]

  1. মমতা (১৯৭৩)
  2. রতনলাল (১৯৭৫)

চিত্ৰগ্রহণ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nolin Duwora"। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০ 
  2. Arunlochan Das (২০১৩)। 100 Asomiya Chalachchitror kahini Aru Geet। Sashi-Sishu Prakashan, Guwahati