দিন-দ্যা ডে
দিন-দ্যা ডে | |
---|---|
পরিচালক | মোর্তেজা অতাশ জমজম |
প্রযোজক | অনন্ত জলিল মোর্তেজা অতাশ জমজম |
রচয়িতা | অনন্ত জলিল |
চিত্রনাট্যকার | ছটকু আহমেদ |
শ্রেষ্ঠাংশে |
|
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক |
|
মুক্তি | ১০ জুলাই ২০২২ |
স্থিতিকাল | ২ ঘন্টা ২৩ মিনিট ৯ সেকেন্ড |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳৪ কোটি[১] |
দিন-দ্যা ডে হল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মোর্তেজা অতাশ জমজম।[২][৩] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল।[৪][৫] চলচ্চিত্রটি মোর্তেজা অতাশজমজম ও অনন্ত জলিল যৌথভাবে প্রযোজনা করেন।[৬][৭][৮]
চলচ্চিত্রটি নির্মাণে ১০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে দাবি করেছিলেন অনন্ত জলিল।[৯] তবে ২২ আগস্ট এক ইন্সটাগ্রাম পোস্টে ইরানি পরিচালক মোর্তেজা অতাশ জমজম ২০১৮ সালে তার সাথে চুক্তির কাগজপত্র প্রকাশ করেন। চুক্তিতে চলচ্চিত্রটির নির্মাণব্যয় ৫ লক্ষ মার্কিন ডলার (২০১৮ সালের হিসেবে ৪ কোটি টাকা) পাওয়া যায়।[১]
সারসংক্ষেপ
[সম্পাদনা]একটি আন্তর্জাতিক মাদক চেইন এবং সন্ত্রাসীদের ধ্বংস করার জন্য একজন সোয়াত এজেন্টকে পাঠানো হয়।
অভিনয়
[সম্পাদনা]- অনন্ত জলিল - সোয়াত কর্মকর্তা[১০]
- আফিয়া নুসরাত বর্ষা [১১]
- মিশা সওদাগর - পুলিশ কমিশনার
- আদেম আরসলান
- অ্যাঞ্জেলিকা পাস্কো
- সাওফান আহমেদ
- মোঃ লিমন মৃধা
প্রযোজনা
[সম্পাদনা]২০১৮ সালে ইরানের একটি প্রযোজনা দল রোহিঙ্গা গণহত্যা সম্পর্কে একটি তথ্যচিত্র তৈরি করেছিল যার শিরোনাম ছিল বিমর্ষ বুদ্ধ, যার পরিচালক ছিলেন মোর্তেজা অতাশ জমজম।[১২] অনন্তের চলচ্চিত্র দেখার পর বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত তার সম্পর্কে একটি প্রতিবেদন ইরান সরকারের কাছে জমা দেন। এরপর তিনি অনন্ত জলিলের সঙ্গে প্রযোজনা দলকে যোগাযোগ করার ব্যবস্থা করেন। এরপর ইরান সরকারের পক্ষ থেকে জলিলকে ইরানে আমন্ত্রণ জানানো হয়।[১৩] ১৮ জুন ২০১৮ তারিখে অনন্ত ফিল্মটির ধারণা নিয়ে আলোচনা করতে ফারাবী সিনেমা ফাউন্ডেশনের আলিরেজা তাবেশের সাথে দেখা করেন। অনন্ত জলিল বলেন, তিনি এমন একটি চলচ্চিত্র নির্মাণ করতে চান যাতে প্রকৃত ইসলামকে তুলে ধরা হবে। তখন আলীরেজা তাবেশ বলেছিলেন যে তিনি ছবিটি প্রযোজনা করতে ইচ্ছুক তবে ছবির চিত্রনাট্য তাদের কাছে সন্তোষজনক হওয়া উচিত।[১৪]
একই বছরের ১৮ অক্টোবর চলচ্চিত্র সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।[১৫] জানা গেছে, মনসুন ফিল্মের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন মোর্তেজা অতাশ জমজম।[১৬] ২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে ছবির চিত্রগ্রহণ শুরু হয়। অনন্ত জলিল মার্চ মাসে হেরাতে চিত্রগ্রহণ করার সময় আহত হন এবং চিত্রগ্রহণ কমপক্ষে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়।[১৭] কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের জুলাই মাসে এর চিত্রগ্রহণ আবার স্থগিত করা হয়েছিল। চার মাস পর ৩০ অক্টোবর আবার চিত্রগ্রহণ শুরু হয়। ১৮ নভেম্বর চিত্রগ্রহণ শেষ হয়।[১৮] ছবিটি ৮কে ক্যামেরায় শুট করা হয়েছে। প্রযোজনা দল ডলবি অ্যাটমস ৭.১ সারাউন্ড শব্দ প্রযুক্তি ব্যবহার করেছে।[১৯] এর চিত্রগ্রহণ হয়েছে বাংলাদেশ, ইরান, তুরস্ক ও মরক্কোতে।[২০]
সঙ্গীত
[সম্পাদনা]দিন-দ্যা ডে | |
---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
শব্দধারণের সময় | ২০১৯ |
ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত |
ভাষা | বাংলা ফার্সি |
দিন-দ্যা ডে সাউন্ডট্র্যাক – ট্র্যাক তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | গায়ক | দৈর্ঘ্য |
১. | "তোকে রাখব খুব আদরে" | স্নেহাশিস ঘোষ | ইমরান মাহমুদুল ও আনিশা | ৪:৫৪ |
২. | "বর্ষা চোখে" | তারেক আনন্দ | ইমরান মাহমুদুল | ৪:২৫ |
৩. | "শুধু তোমাকেই চাই" | আব্দুল জাব্বার কাকায়ি | মোহাম্মদ রেজা হেদায়াতি, খাদিজা পারভিন বর্ষা ও বেলাল খান | ৪:৪০ |
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি প্রথমে ২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল।[২১] পরবর্তীতে মুনসুন ফিল্মসের মালিক ২০২১ সালে ঈদ-উল-আজহায় চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেন। তখন এটি ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়।[২২] পরে ২০২১ সালের ২৪ ডিসেম্বর চলচ্চিত্রটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়, তবে কোভিড-১৯ মহামারির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।[২৩] ২০২২ সালের ৫ জুন চলচ্চিত্রটি বাংলাদেশ সেন্সর বোর্ডের সার্টিফিকেট লাভ করে।[২৪] পরে অনন্ত জলিল ঘোষণা করেন যে ২০২২ সালের ঈদ-উল-আজহায় চলচ্চিত্রটি মুক্তি পাবে। ২০২২ সালের ১০ জুলাই, ঈদের দিন ১৩৪টি সিনেমা হলে মুক্তি পায় চলচ্চিত্রটি।[২৫]
বিতর্ক
[সম্পাদনা]২০২২ সালের আগস্টে মোর্তেজা অতাশ জমজম অনন্ত জলিলকে চলচ্চিত্রের শর্তাবলী লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেন। তিনি দাবি করেন, পরিচালকের সঙ্গে আলোচনা না করেই অনন্ত জলিল নিজের মতো করে ছবিটি বানিয়েছেন। ফলে ছবিটি নিম্নমানের ছবিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। চুক্তির শর্তাবলী মেনে না চলার কারণে মোর্তেজা অনন্তকে ছবিটির প্রযোজনা দলের নামের তালিকা থেকে ইরানিদের নাম বাদ দেওয়ার জন্যও অনুরোধ করেছিলেন, কিন্তু অনন্ত অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। মোর্তেজা তেহরানের একটি আদালতে অনন্তের বিরুদ্ধে মামলা করেছেন এবং বাংলাদেশেও মামলা করবেন বলে জানিয়েছেন।[২৬] পরিচালকের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন অনন্ত। তিনি তার অভিযোগকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন।[২৭]
অনন্ত জলিল দাবি করেছিলেন যে, এটি ৳১০০ কোটির আনুমানিক বাজেটে নির্মিত হয়েছিল, যা মুক্তির সময় এটিকে সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশী চলচ্চিত্রে পরিণত করেছে। কিন্তু পরে চলচ্চিত্রটির সহ-প্রযোজক মোর্তেজা ইনস্টাগ্রামের মাধ্যমে চলচ্চিত্র সম্পর্কিত চুক্তিটি প্রকাশ করেন। যাতে দেখা যায় যে এটির প্রকৃত বাজেট ছিল ৳৪ কোটি। চুক্তি অনুযায়ী, অনন্ত পুরো বাজেট জোগান দেওয়ার কথা থাকলেও তিনি মোট অর্থের মাত্র ৪.৮ শতাংশ পরিশোধ করেছেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "অনন্ত জলিলের 'দিন: দ্য ডে' সিনেমার বাজেট ১০০ নয় ৪ কোটি"। দ্য ডেইলি স্টার। ২২ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২২।
- ↑ "বৃষ্টি বিপাকে অনন্ত জলিলের 'দিন-দ্য ডে'"। এনটিভি। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪।
- ↑ "শুটিংয়ে ইউটিউবারদের আমন্ত্রণ জানালেন অনন্ত জলিল"। বাংলা ট্রিবিউন। ২০১৯-০৭-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪।
- ↑ "হেলিকপ্টারে উড়ে এসে অনন্ত জলিলের তাণ্ডব!"। চ্যানেল আই। ২০১৯-০৪-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪।
- ↑ "অনন্ত জলিলের নতুন ছবি 'দিন-দ্যা ডে'"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪।
- ↑ আহমেদ, জসিম (১৬ জুলাই ২০২২)। "দিন দ্য ডে: ১০০ কোটি গেল কোন চ্যানেলে?"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২২।
- ↑ "অনন্ত জলিলের 'দিন-দ্য ডে' সিনেমার অ্যাকশন প্রাকটিস (ভিডিও)"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪।
- ↑ "'দিন-দ্য ডে' নিয়ে ইরানে অনন্ত জলিল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪।
- ↑ "'দিন : দ্য ডে' সিনেমার সমালোচনা, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন বর্ষা"। এনটিভি। ১৩ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২।
- ↑ "যে কারণে অনন্ত জলিলের এমন লুক"। বাংলা ট্রিবিউন। ২০১৯-০৭-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪।
- ↑ "অনন্ত জলিলের ব্যবসায়িক পার্টনারই ছবির নায়ক"। বাংলা ট্রিবিউন। ২০১৯-০৭-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৪।
- ↑ "ইরানি নির্মাতার সিনেমায় জয়া আহসান"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২।
- ↑ সিদ্দিক, হাবিবুল্লাহ (৭ জুলাই ২০২২)। "'দিন দ্য ডে' সিনেমা দেখে কেউ বলবে না টাকা নষ্ট হলো: অনন্ত জলিল"। Tbsnews.net। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২।
- ↑ "Bangladeshi producer Ananta Jalil, Farabi director meet in Tehran"। তেহরান টাইমস। ১৯ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২।
- ↑ "ডিসেম্বরে অনন্ত জলিলের নতুন ছবির শুটিং"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ২২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২।
- ↑ আহমেদ, জসিম (১৬ জুলাই ২০২২)। "দিন দ্য ডে: ১০০ কোটি গেল কোন চ্যানেলে?"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২২।
- ↑ "ইরান থেকে অনন্ত জলিলের ঈদ শুভেচ্ছা"। দৈনিক প্রথম আলো। ১৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২।
- ↑ "'দিন দ্য ডে'র ছবির শুটিং শেষ করছেন অনন্ত-বর্ষা"। বিজয় টিভি। ১২ নভেম্বর ২০২০। ৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২।
- ↑ "হলিউড মানের পোস্টার ডিজাইনার খুঁজছেন অনন্ত জলিল"। Barta24.com। ১৯ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২।
- ↑ "হলিউডের সিনেমার শূটিংয়ের আয়োজনে অনন্তর দ্বীন দ্য ডে'র শূটিং"। দৈনিক ইনকিলাব। ১১ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'দিন দি ডে'র শুটিংয়ে তুরস্ক যাচ্ছেন অনন্ত-বর্ষা, মুক্তি ডিসেম্বরে"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২।
- ↑ "৮০ দেশে মুক্তি পাবে অনন্ত বর্ষার নতুন ছবি 'দিন : দ্য ডে'"। যুগান্তর। ৯ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২।
- ↑ "'দিন- দ্য ডে'র মুক্তি পেছাল, দুঃখ প্রকাশ করে যা বললেন অনন্ত জলিল"। www.dainikamadershomoy.com। ২৬ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২।
- ↑ "মুক্তির অনুমতি পেল অনন্ত জলিলের 'দিন দ্য ডে'"। bangla.dhakatribune.com। ৬ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২।
- ↑ আলম, মনজুরুল। "হলে ফিরছে দর্শক, আশা জাগাচ্ছে সিনেমা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২।
- ↑ "অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করছেন ইরানি পরিচালক"। Sarabangla.net। ১৮ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।
- ↑ "ইরানি নির্মাতার অভিযোগের জবাবে যা বললেন অনন্ত জলিল"। দৈনিক ইনকিলাব। ১৮ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে দিন-দ্যা ডে
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দিন-দ্যা ডে (ইংরেজি)
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০২২-এর চলচ্চিত্র
- ২০২২-এর বহুভাষিক চলচ্চিত্র
- ২০২০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র
- ইরানি চলচ্চিত্র
- বাংলাদেশী অপরাধমূলক নাট্য চলচ্চিত্র
- বাংলাদেশী অ্যাকশনধর্মী চলচ্চিত্র
- অনন্ত জলিল প্রযোজিত চলচ্চিত্র
- ২০২০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- বাংলাদেশী থ্রিলার চলচ্চিত্র
- বাংলাদেশে ধারণকৃত চলচ্চিত্র
- মরক্কোতে ধারণকৃত চলচ্চিত্র
- কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত চলচ্চিত্র
- বাংলাদেশী বহুভাষিক চলচ্চিত্র
- ইংরেজি ভাষার বাংলাদেশী চলচ্চিত্র