দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয়
দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
দিগপাইত | |
তথ্য | |
ধরন | বেসরকারী |
প্রতিষ্ঠাকাল | ১৯৩৯ |
প্রতিষ্ঠাতা | কান্ত সরকার |
সভাপতি | এস এম জিয়াউল হক জিয়া |
প্রধান শিক্ষক | মোঃ হাফিজুর রহমান বাবুল |
কর্মকর্তা | ২ |
শিক্ষকমণ্ডলী | ১৫ |
শ্রেণি | ৬ষ্ঠ-১০ম শ্রেণী |
বয়সসীমা | ৫-১৬ বছর |
শিক্ষার্থী সংখ্যা | প্রায় ৮০০ |
ভাষা | বাংলা |
বিদ্যালয়ের কার্যসময় | ৯ ঘণ্টা |
ক্যাম্পাসের ধরন | গ্রামীণ |
ক্রীড়া | ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল |
শিক্ষা বোর্ড | ঢাকা শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
দিগপাইত ধরনী কান্ত উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Digpait Dharani Kanto High School, সংক্ষিপ্ত: দিগপাইত ডি. কে. উচ্চ বিদ্যালয়) বাংলাদেশের জামালপুর জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান।
অবস্থান
[সম্পাদনা]বিদ্যালয়টি জামালপুর জেলার সদর থানার দিগপাইত ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]দিগপাইত ধরনী কান্ত উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় ১৯৩৯ খ্রিস্টব্দে। পুনঃনির্মান হয় ২০১০-২০১১ খ্রিঃ। জামালপুর জেলার অন্যতম রাজনীতিবিদ এমপি মোঃ রেজাউল করিম হীরা এর সহায়তায় ও ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট এর বাস্তবায়নে ২০১১ খ্রিঃ পুনঃনির্মান কাজ সম্পন্ন হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এই স্কুলেরই একজন ছাত্র ছিলেন।
অবকাঠামো
[সম্পাদনা]বিদ্যালয়টিতে ১৬টি শ্রেণীকক্ষ, ২টি অফিসকক্ষ, ১টি পাঠাগার, ১টি কম্পিউটার ল্যাব রয়েছে। এছাড়াও এতে আছে ১টি খেলার মাঠ ও ২টি পুকুরের অবস্থান।
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]বিদ্যালয়টির শিক্ষক সংখ্যা ১৫ এবং শিক্ষার্থী প্রায় ৮০০। এতে জাতীয় শিক্ষাক্রমের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষাদান করে থাকে। বিদ্যালয়ে প্রায় ২,৫০০ বই সমৃদ্ধ আধুনিক পাঠাগার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পরীক্ষাগার এবং কম্পিউটার ল্যাব রয়েছে।
শিক্ষা-সহায়ক কার্যক্রম
[সম্পাদনা]পাঠ্যবইয়ের নির্ধারিত শিক্ষাদানের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি অনুষ্ঠিত হয়।
ফলাফল
[সম্পাদনা]উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
[সম্পাদনা]- আতিউর রহমান - বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর।